ETV Bharat / entertainment

সময়ের তাণ্ডব দেখাবে 'বিগ বস', এই ঘরেই শুরু প্রতিযোগীদের অগ্নিপরীক্ষা - First look of Bigg Boss 18 house - FIRST LOOK OF BIGG BOSS 18 HOUSE

Bigg Boss House tour: 18তম সিজনে বিগবস-এর ঘরে সময়ের তান্ডব ৷ প্রতিযোগীদের জন্য অস্থায়ী ঘর দেখলে মাথা ঘুরে যাবে দর্শকদের ৷

Bigg Boss House tour
শুরু হবে প্রতিযোগীদের অগ্নিপরীক্ষা (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 5, 2024, 1:11 PM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর: টিক টিক করে ঘুরছে ঘড়ির কাঁটা ৷ ঠিক রাত নটায় উঠবে বিনোদনের পর্দা ৷ 'বিগ বস'-এর নজরদারিতে একে একে আসতে শুরু করবেন তারকারা ৷ সপ্তাহ শেষে ক্লাস নেবেন সলমন খান ৷ 6 তারিখ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস 18' ৷ অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন গ্র্যান্ড প্রিমিয়ার দেখার জন্য ৷ সঞ্চালকের আসনে ফের একবার ভাইজান ৷ এবারের প্রতিযোগী কারা, তা নিয়ে যেমন দর্শকদের মধ্যে কৌতুহল রয়েছে তেমনই এবার বিগ বস-এর ঘরে কী কী চমক থাকছে, তা জানতেও মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ অতিথিদের জন্য কীভাবে সেজে উঠেছে 'বিগ বস'-এর ঘর, ভাইরাল সেই ভিডিয়ো ৷

বিগ বস 18 থিম

বিগবসের ঘরে এবারের থিম 'টাইম কা তান্ডব' ৷ এবারের শো সাজানো হয়েছে অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে ৷ ফলে ইতিমধ্যেই প্রতিযোগীদের জন্য তৈরি এই সেট কেমন হবে, তা নিয়ে অনুরাগীরা বেশ আগ্রহী ৷ চ্যানেলের তরফে সেটের ছোট্ট একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে ৷ যেখানে দেখানো হয়েছে, কীভাবে শোয়ের প্রয়োজন অনুযায়ী সেট তৈরি হয়েছে ৷

লাক্সারিয়ার হাউস

একটা লাক্সারি বাড়িকেও হার মানাতে পারে বিগ বস-এর সেট ৷ ক্যামেরার নজরদারি এড়িয়ে কেউ বাঁচতে পারবে না ৷ তবে তার মধ্যেই একটু এদিক-ওদিক হলেও গোলকধাঁধায় সম্ভাবনা রয়েছে হারিয়ে যাওয়ার ৷ গার্ডেন এরিয়া থেকে বাথরুম, সব জায়গায় রয়েছে ঐতিহ্যের ছোঁয়া ৷

45 দিন আর 200 জন কর্মচারী

অস্থায়ী এই সেট ডিজাইন থেকে তৈরি করা, বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছে বিগ বস টিম ৷ প্রায় 45দিন ধরে 200 জন কর্মচারী এই সেট তৈরি করেছেন ৷ আর্ট ডিরেক্টর ওমাং কুমার, ডিজাইন প্রসেস থেকে সেট তৈরি পুরো বিষয়টা সামনে এনেছেন ৷ তিনি বলেন, "45 দিন লেগেছে এই সেট তৈরি করতে ৷ বিগ বস ওটিটি শেষ হতেই এই সেট বানানোর কাজ শুরু হয়ে যায় ৷"

বিগ বস বাজেট

এই ধরনের সেট তৈরি করা বিশাল বড় চ্যালেঞ্জ ৷ বিশেষ করে যখন বাজেটের বিষয় মাথায় আসে তখন সত্যি অবাক হতে হয়, এই সেট বানাতে কী রকম খরচা পড়ে তা ভেবে ৷ ওমাং কুমার জানিয়েছেন, সেট তৈরি করার ক্ষেত্রে বাজেট নিয়ে প্রায় লড়াই করতে হয় ৷ আমরা বাজেটের পরিমাণ জানা সত্ত্বেও নতুনত্ব আনার ক্ষেত্রে তা আরও বেড়ে যায় ৷ তখন বেশ সমস্যার মুখে পড়তে হয় ৷ কিন্তু তারপরেও সেরাটা উপহার দেওয়ার চেষ্টা চলতেই থাকে ৷

বিগ বস 18-এর কনফার্ম প্রতিযোগী

এখনও পর্যন্ত জানা গিয়েছে, শেহজাদা ধামি, ভিভিয়ান ডিসেনা, চাহাত পান্ডে এবং শিল্পা শিরোদকার বিগ বসের ঘরে প্রবেশ করছেন ৷

বিগ বস 18-এর সম্ভাব্য প্রতিযোগী

  • নিয়া শর্মা
  • হেমলতা শর্মা
  • নায়রা বন্দ্যোপাধ্যায়
  • মুসকান বামনে
  • তাজিন্দর পাল সিং বাগ্গা
  • রজত দালাল
  • চুম দারাং
  • অতুল কৃষাণ
  • করণবীর মেহরা
  • এষা সিং
  • শ্রুতিকা রাজ অর্জুন
  • অভিনাশ মিশ্রা
  • এলিস কৌশিক
  • সারা আরফিন খান
  • আরফিন খান

2010 সাল থেকে বিগবস-এর সঞ্চালকের আসন ধরে রেখেছেন সলমন খান ৷ এমনকী, জিও সিনেমাতে বিগ বস ওটিটি-2 সঞ্চালনা করেন সলমন ৷ এবারও প্রত্যেক উইকএন্ডে প্রতিযোগীদের ক্লাস নিতে দেখা যাবে সলমন খানকে ৷ 6 অক্টোবর ঠির রাত 9টায় কালার্স টিভিতে শুরু হচ্ছে বিগ বস 18 ৷ জিওসিনেমাতে লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য ৷

হায়দরাবাদ, 5 অক্টোবর: টিক টিক করে ঘুরছে ঘড়ির কাঁটা ৷ ঠিক রাত নটায় উঠবে বিনোদনের পর্দা ৷ 'বিগ বস'-এর নজরদারিতে একে একে আসতে শুরু করবেন তারকারা ৷ সপ্তাহ শেষে ক্লাস নেবেন সলমন খান ৷ 6 তারিখ থেকে শুরু হচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস 18' ৷ অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন গ্র্যান্ড প্রিমিয়ার দেখার জন্য ৷ সঞ্চালকের আসনে ফের একবার ভাইজান ৷ এবারের প্রতিযোগী কারা, তা নিয়ে যেমন দর্শকদের মধ্যে কৌতুহল রয়েছে তেমনই এবার বিগ বস-এর ঘরে কী কী চমক থাকছে, তা জানতেও মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ অতিথিদের জন্য কীভাবে সেজে উঠেছে 'বিগ বস'-এর ঘর, ভাইরাল সেই ভিডিয়ো ৷

বিগ বস 18 থিম

বিগবসের ঘরে এবারের থিম 'টাইম কা তান্ডব' ৷ এবারের শো সাজানো হয়েছে অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে ৷ ফলে ইতিমধ্যেই প্রতিযোগীদের জন্য তৈরি এই সেট কেমন হবে, তা নিয়ে অনুরাগীরা বেশ আগ্রহী ৷ চ্যানেলের তরফে সেটের ছোট্ট একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে ৷ যেখানে দেখানো হয়েছে, কীভাবে শোয়ের প্রয়োজন অনুযায়ী সেট তৈরি হয়েছে ৷

লাক্সারিয়ার হাউস

একটা লাক্সারি বাড়িকেও হার মানাতে পারে বিগ বস-এর সেট ৷ ক্যামেরার নজরদারি এড়িয়ে কেউ বাঁচতে পারবে না ৷ তবে তার মধ্যেই একটু এদিক-ওদিক হলেও গোলকধাঁধায় সম্ভাবনা রয়েছে হারিয়ে যাওয়ার ৷ গার্ডেন এরিয়া থেকে বাথরুম, সব জায়গায় রয়েছে ঐতিহ্যের ছোঁয়া ৷

45 দিন আর 200 জন কর্মচারী

অস্থায়ী এই সেট ডিজাইন থেকে তৈরি করা, বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছে বিগ বস টিম ৷ প্রায় 45দিন ধরে 200 জন কর্মচারী এই সেট তৈরি করেছেন ৷ আর্ট ডিরেক্টর ওমাং কুমার, ডিজাইন প্রসেস থেকে সেট তৈরি পুরো বিষয়টা সামনে এনেছেন ৷ তিনি বলেন, "45 দিন লেগেছে এই সেট তৈরি করতে ৷ বিগ বস ওটিটি শেষ হতেই এই সেট বানানোর কাজ শুরু হয়ে যায় ৷"

বিগ বস বাজেট

এই ধরনের সেট তৈরি করা বিশাল বড় চ্যালেঞ্জ ৷ বিশেষ করে যখন বাজেটের বিষয় মাথায় আসে তখন সত্যি অবাক হতে হয়, এই সেট বানাতে কী রকম খরচা পড়ে তা ভেবে ৷ ওমাং কুমার জানিয়েছেন, সেট তৈরি করার ক্ষেত্রে বাজেট নিয়ে প্রায় লড়াই করতে হয় ৷ আমরা বাজেটের পরিমাণ জানা সত্ত্বেও নতুনত্ব আনার ক্ষেত্রে তা আরও বেড়ে যায় ৷ তখন বেশ সমস্যার মুখে পড়তে হয় ৷ কিন্তু তারপরেও সেরাটা উপহার দেওয়ার চেষ্টা চলতেই থাকে ৷

বিগ বস 18-এর কনফার্ম প্রতিযোগী

এখনও পর্যন্ত জানা গিয়েছে, শেহজাদা ধামি, ভিভিয়ান ডিসেনা, চাহাত পান্ডে এবং শিল্পা শিরোদকার বিগ বসের ঘরে প্রবেশ করছেন ৷

বিগ বস 18-এর সম্ভাব্য প্রতিযোগী

  • নিয়া শর্মা
  • হেমলতা শর্মা
  • নায়রা বন্দ্যোপাধ্যায়
  • মুসকান বামনে
  • তাজিন্দর পাল সিং বাগ্গা
  • রজত দালাল
  • চুম দারাং
  • অতুল কৃষাণ
  • করণবীর মেহরা
  • এষা সিং
  • শ্রুতিকা রাজ অর্জুন
  • অভিনাশ মিশ্রা
  • এলিস কৌশিক
  • সারা আরফিন খান
  • আরফিন খান

2010 সাল থেকে বিগবস-এর সঞ্চালকের আসন ধরে রেখেছেন সলমন খান ৷ এমনকী, জিও সিনেমাতে বিগ বস ওটিটি-2 সঞ্চালনা করেন সলমন ৷ এবারও প্রত্যেক উইকএন্ডে প্রতিযোগীদের ক্লাস নিতে দেখা যাবে সলমন খানকে ৷ 6 অক্টোবর ঠির রাত 9টায় কালার্স টিভিতে শুরু হচ্ছে বিগ বস 18 ৷ জিওসিনেমাতে লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.