ETV Bharat / state

BABUL SUPRIYO : রাজনীতির লোক নন তাই সরে যাচ্ছেন, বাবুল নিয়ে মত সৌগত-তাপসের - তৃণমূল

বিধানসভা ভোটে বিপুল ভোটে হার, মোদির মন্ত্রিসভায় পদ হারানো ৷ এমনকি রাজ্য বিজেপিতেও গুরুত্ব হারানো ৷ এসব চাপ নিতে না পেরেই বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে সরে যাচ্ছেন ৷ বাবুলের সাংসদ পদ থেকে ইস্তফা এবং রাজনীতি থেকে সরে যাওয়া প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন সৌগত রায় এবং তাপস রায় ৷

Saugata Ray and Tapas Ray on Babul Supriyos Resign from MP Post
রাজনীতির লোক নয় তাই থাকতে পারছেন না, বাবুল নিয়ে মত সৌগত, তাপস’র
author img

By

Published : Aug 2, 2021, 6:37 PM IST

বরানগর (উত্ত 24 পরগনা), 1 অগস্ট : সাসংদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন, এমনকি রাজনীতিকেও আলবিদা জানাচ্ছেন ৷ গতকাল সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করে রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (BABUL SUPRIYO) ৷ আর সেই নিয়েই এবার নানা আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ এক বিধানসভা ভোটে হেরেই কি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন বাবুল? প্রশ্ন একাধিক ৷ তবে, বাবুলের এই সরে যাওয়ায় খুব একটা অবাক নন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Ray) এবং বিধায়ক তাপস রায় (Tapas Ray)৷

সৌগত রায়ের মতে, বিধানসভা ভোটে হারের পর বাবুল সুপ্রিয় (BJP) বিজেপির মধ্যেই কোণঠাসা হয়ে গিয়েছিলেন ৷ এমনকি মোদির মন্ত্রিসভায় গুরুত্ব হারিয়েছিলেন তিনি ৷ ফলে মন্ত্রিত্বও হাতছাড়া হয় ৷ রাজনীতিতে একের পর এক ধাক্কা নেওয়ার মতো দৃঢ়তা বাবুলের মধ্যে নেই ৷ পাশাপাশি দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়’র সম্পর্ক ভাল নয় বলেই বিজেপিতে তাঁর থাকা আরও দুর্বিসহ হয়ে গিয়েছে বলেই মনে করেন সাংসদ সৌগত রায় ৷

অন্যদিকে, বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় মনে করেন, রাজনীতি বাবুল সুপ্রিয়র জায়গা নয় ৷ তিনি গানের জগতের লোক, সেখানেই তাঁকে মানায় বলে এদিন মন্তব্য করেন তাপস রায় ৷ পাশাপাশি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অরূপ বিশ্বাসের কাছে বিপুল ভোটে হারের ধাক্কা বাবুল সুপ্রিয় মানতে পারেননি বলে মনে করেন তাপস রায় ৷ তাঁর মতে, রাজনীতিতে অনেক কিছু ঘটে ৷ সেইমতো নিজেকে মানিয়ে নিতে হয় ৷ আর বাবুল সুপ্রিয় সিজনড পলিটিশিয়ান নন বলেই তিনি রাজনীতি তথা সাংসদ পদ ছেড়ে দিচ্ছেন ৷

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : সেলিব্রেটিরা রাজনীতিতে টিকতে পারেন না ; বাবুল প্রসঙ্গে চিরঞ্জিৎ

আজ বরাহনগর নেতাজি কলোনি লো-ল্যান্ড দুর্গাপুজো কমিটির খুঁটিপুজোর অনুষ্ঠান ছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল সাসংদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, বিধায়ক অতীন ঘোষ সহ তৃণমূলের শীর্ষ নেতারা ৷ সেখানেই বাবুল সুপ্রিয়র রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার প্রসঙ্গে এই মন্তব্য করেন তাঁরা ৷

বরানগর (উত্ত 24 পরগনা), 1 অগস্ট : সাসংদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন, এমনকি রাজনীতিকেও আলবিদা জানাচ্ছেন ৷ গতকাল সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করে রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (BABUL SUPRIYO) ৷ আর সেই নিয়েই এবার নানা আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ এক বিধানসভা ভোটে হেরেই কি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন বাবুল? প্রশ্ন একাধিক ৷ তবে, বাবুলের এই সরে যাওয়ায় খুব একটা অবাক নন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Ray) এবং বিধায়ক তাপস রায় (Tapas Ray)৷

সৌগত রায়ের মতে, বিধানসভা ভোটে হারের পর বাবুল সুপ্রিয় (BJP) বিজেপির মধ্যেই কোণঠাসা হয়ে গিয়েছিলেন ৷ এমনকি মোদির মন্ত্রিসভায় গুরুত্ব হারিয়েছিলেন তিনি ৷ ফলে মন্ত্রিত্বও হাতছাড়া হয় ৷ রাজনীতিতে একের পর এক ধাক্কা নেওয়ার মতো দৃঢ়তা বাবুলের মধ্যে নেই ৷ পাশাপাশি দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়’র সম্পর্ক ভাল নয় বলেই বিজেপিতে তাঁর থাকা আরও দুর্বিসহ হয়ে গিয়েছে বলেই মনে করেন সাংসদ সৌগত রায় ৷

অন্যদিকে, বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় মনে করেন, রাজনীতি বাবুল সুপ্রিয়র জায়গা নয় ৷ তিনি গানের জগতের লোক, সেখানেই তাঁকে মানায় বলে এদিন মন্তব্য করেন তাপস রায় ৷ পাশাপাশি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অরূপ বিশ্বাসের কাছে বিপুল ভোটে হারের ধাক্কা বাবুল সুপ্রিয় মানতে পারেননি বলে মনে করেন তাপস রায় ৷ তাঁর মতে, রাজনীতিতে অনেক কিছু ঘটে ৷ সেইমতো নিজেকে মানিয়ে নিতে হয় ৷ আর বাবুল সুপ্রিয় সিজনড পলিটিশিয়ান নন বলেই তিনি রাজনীতি তথা সাংসদ পদ ছেড়ে দিচ্ছেন ৷

আরও পড়ুন : Babul Supriyo Quits Politics : সেলিব্রেটিরা রাজনীতিতে টিকতে পারেন না ; বাবুল প্রসঙ্গে চিরঞ্জিৎ

আজ বরাহনগর নেতাজি কলোনি লো-ল্যান্ড দুর্গাপুজো কমিটির খুঁটিপুজোর অনুষ্ঠান ছিল ৷ সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল সাসংদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, বিধায়ক অতীন ঘোষ সহ তৃণমূলের শীর্ষ নেতারা ৷ সেখানেই বাবুল সুপ্রিয়র রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার প্রসঙ্গে এই মন্তব্য করেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.