ETV Bharat / state

সমকামী যুবককে অনার কিলিংয়ের হুমকির অভিযোগ পরিবারের বিরুদ্ধে - সমকামী বিয়ে সংক্রান্ত খবর

সমকামী যুবককে বিয়ে করায় খুনের হুমকি দিচ্ছে পরিবার ৷ পরিবারের বিরুদ্ধে অভিযোগ সমকামী যুবকের ৷ যদিও পরিবারের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

সমকামী বিয়ের জেরে খুনের হুমকি
author img

By

Published : Nov 21, 2019, 7:23 AM IST

বারাসত, 21 নভেম্বর : সমকামী যুবককে বিয়ে করায় খুনের হুমকি দিচ্ছে পরিবার ৷ পরিবারের বিরুদ্ধে অভিযোগ সমকামী যুবকের ৷ উত্তর 24 পরগনার বারাসতের নবপল্লির ঘটনা ৷

নাম দীপঙ্কর সরকার (নাম পরিবর্তিত) ৷ বারাসতের নবপল্লির বাসিন্দা ৷ বছর খানেক আগেই তাঁর সঙ্গে পরিচয় হয় বিশাল দাস (নাম পরিবর্তিত) নামে এক যুবকের । বিশালকে দীপঙ্কর নিজের বাড়িতে নিয়ে আসেন ৷ তারপর থেকেই দীপঙ্করের বাড়িতেই থেকে যান বিশাল ৷ দীর্ঘ আন্দোলনের পর 2018 সালে আদালত সমলিঙ্গে বিয়ের স্বীকৃতি দিয়েছে । সেই জোরেই দীপঙ্কর সম্প্রতি বিয়ে করেছেন বিশালকে ৷ 21 সেপ্টেম্বর দীপঙ্কর বাড়িতে তাঁদের সম্পর্কের কথা জানান ৷ বলেন তিনি বিয়ে করতে চান বিশালকে ৷ অভিযোগ, পরিবার তাঁদের এই সম্পর্ক মেনে নেয়নি ৷ উল্টে তাঁর উপর চড়াও হন পরিবারের সদস্যরা ৷ গালিগালাজ করা হয় ৷ শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় ৷ এমনকী বিশালের উপরও মানসিক অত্যাচার করা হয় ৷ নিজের ভালোবাসাকে বাঁচাতে বাড়ি ছেড়েছেন দীপঙ্কর ৷ আশ্রয় নিয়েছেন ট্রান্সজেন্ডার আন্দোলনের নেত্রী রঞ্জিতা সিংহের কাছে ৷

ফোনে দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি বলেন, " আমি সমকামী ৷ দোষ করেছি মনে হয়নি । আগে শারীরিক অত্যাচার চালানো হয়েছে আমার উপর । এখন মানসিক অত্যাচার চলছে ।" যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন দীপঙ্করের বাবা ৷ তিনি জানান, দীপঙ্করকে মারধর করা হয়নি ৷ কোনও দিনও তাঁর গায়ে হাত তোলা হয়নি ৷ কিন্তু 18 তারিখ রাতে দীপঙ্কর তাঁর মা-কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন ৷ যার ফলে তাঁর মায়ের ব্রেন স্ট্রোক হয় ৷ তাই সেদিন তাঁর গায়ে হাত তোলা হয়েছিল ৷ তিনি আরও জানান, দীপঙ্কর স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন ৷ তাঁরা তাঁকে তাড়িয়ে দেননি ৷ দীপঙ্কর যদি একা কোনও দিন ঘরে ফেরেন তাহলে তাঁকে তাঁরা মেনে নেবেন ৷ কিন্তু সঙ্গে অন্য কেউ এলে তাঁকে মেনে নেবেন না ৷

এ বিষয়ে দীপঙ্করের মা বলেন, "শুনেছি নাকি বিয়ে করেছে ৷ আইনতভাবে যদি ডিভোর্স দিয়ে বাড়িতে ঢোকে তবে তাঁকে মেনে নেব আমরা ৷ একা ফিরে এলে মেনে নেব ৷ "

বারাসত, 21 নভেম্বর : সমকামী যুবককে বিয়ে করায় খুনের হুমকি দিচ্ছে পরিবার ৷ পরিবারের বিরুদ্ধে অভিযোগ সমকামী যুবকের ৷ উত্তর 24 পরগনার বারাসতের নবপল্লির ঘটনা ৷

নাম দীপঙ্কর সরকার (নাম পরিবর্তিত) ৷ বারাসতের নবপল্লির বাসিন্দা ৷ বছর খানেক আগেই তাঁর সঙ্গে পরিচয় হয় বিশাল দাস (নাম পরিবর্তিত) নামে এক যুবকের । বিশালকে দীপঙ্কর নিজের বাড়িতে নিয়ে আসেন ৷ তারপর থেকেই দীপঙ্করের বাড়িতেই থেকে যান বিশাল ৷ দীর্ঘ আন্দোলনের পর 2018 সালে আদালত সমলিঙ্গে বিয়ের স্বীকৃতি দিয়েছে । সেই জোরেই দীপঙ্কর সম্প্রতি বিয়ে করেছেন বিশালকে ৷ 21 সেপ্টেম্বর দীপঙ্কর বাড়িতে তাঁদের সম্পর্কের কথা জানান ৷ বলেন তিনি বিয়ে করতে চান বিশালকে ৷ অভিযোগ, পরিবার তাঁদের এই সম্পর্ক মেনে নেয়নি ৷ উল্টে তাঁর উপর চড়াও হন পরিবারের সদস্যরা ৷ গালিগালাজ করা হয় ৷ শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় ৷ এমনকী বিশালের উপরও মানসিক অত্যাচার করা হয় ৷ নিজের ভালোবাসাকে বাঁচাতে বাড়ি ছেড়েছেন দীপঙ্কর ৷ আশ্রয় নিয়েছেন ট্রান্সজেন্ডার আন্দোলনের নেত্রী রঞ্জিতা সিংহের কাছে ৷

ফোনে দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তিনি বলেন, " আমি সমকামী ৷ দোষ করেছি মনে হয়নি । আগে শারীরিক অত্যাচার চালানো হয়েছে আমার উপর । এখন মানসিক অত্যাচার চলছে ।" যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন দীপঙ্করের বাবা ৷ তিনি জানান, দীপঙ্করকে মারধর করা হয়নি ৷ কোনও দিনও তাঁর গায়ে হাত তোলা হয়নি ৷ কিন্তু 18 তারিখ রাতে দীপঙ্কর তাঁর মা-কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন ৷ যার ফলে তাঁর মায়ের ব্রেন স্ট্রোক হয় ৷ তাই সেদিন তাঁর গায়ে হাত তোলা হয়েছিল ৷ তিনি আরও জানান, দীপঙ্কর স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন ৷ তাঁরা তাঁকে তাড়িয়ে দেননি ৷ দীপঙ্কর যদি একা কোনও দিন ঘরে ফেরেন তাহলে তাঁকে তাঁরা মেনে নেবেন ৷ কিন্তু সঙ্গে অন্য কেউ এলে তাঁকে মেনে নেবেন না ৷

এ বিষয়ে দীপঙ্করের মা বলেন, "শুনেছি নাকি বিয়ে করেছে ৷ আইনতভাবে যদি ডিভোর্স দিয়ে বাড়িতে ঢোকে তবে তাঁকে মেনে নেব আমরা ৷ একা ফিরে এলে মেনে নেব ৷ "

Intro:সমকামী ছেলে বন্ধু যুবককে বিয়ে করায় অনার কিলিংয়ের হুমকি পরিবারের

বারাসতঃ সমকামী যুবককে খুনের হুমকির অভিযোগ পরিবারের বিরুদ্ধে। ওই যুবক সম্প্রতি বিয়ে করেছেন আর এক যুবককে। পরিবার তা মানেনি। অভিযোগ, তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে পরিবার। ওই যুবকের নাম দীপঙ্কর সরকার (নাম পরিবর্তিত)। তিনি বারাসতের নবপল্লির বাসিন্দা।

দীর্ঘ আন্দোলনের পর ২০১৮ সালে আদালত সমলিঙ্গে বিয়ের স্বীকৃতি দিয়েছে। সেই জোরেই দীপঙ্কর সম্প্রতি তাঁর পুরুষ বন্ধুকে বিয়ে করেছেন। স্থানীয় দীপঙ্কর জানিয়েছেন, ছোট থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, কোথাও তিনি সবার থেকে আলাদা। শরীর পুরুষের হলেও মনে তিনি নারী। এই যন্ত্রণা একটা সময় তাঁকেও বিব্রত করেছে। পরে তিনি বিবেক ও শরীর দিয়ে যা উপলব্ধি করেছেন, সেই পথেই এগিয়েছেন। বছর খানেক আগে তাঁর সঙ্গে পরিচয় হয় বিশাল দাস (নাম পরিবর্তিত) নামে এক যুবকের। বিশালকে দীপঙ্কর বাড়িতে নিয়ে আসেন। তারপর থেকে ওই যুবক দীপঙ্করের বাড়িতেই থেকে যান। বছর ২১ সেপ্টেম্বর দীপঙ্কর বাড়িতে জানান, তিনি বিশালকে বিয়ে করতে চান। কিন্তু পরিবারের লোকেরা তা মানেননি। উলটে তাঁরা তাঁর উপর চড়াও হয়েছিলেন। গালিগালাজ ও শারীরিক অত্যাচার কোনওটাই বাদ যায়নি। অভিযোগ, মানসিক অত্যাচার হয়েছে দীপঙ্করের প্রেমিক বিশালের ওপরেও। যদিও দীপঙ্করের বাবা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ইতিমধ্যে দীপঙ্কর নিজের ভালোবাসাকে বাঁচাতে বাড়ি ছেড়েছেন। মনে ও শরীরে ক্ষত নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ট্রান্সজেন্ডার আন্দোলনের নেত্রী রঞ্জিতা সিংহের কাছে। ফোনে দীপঙ্কর জানিয়েছেন, 'আমি তৃতীয় লিঙ্গ ছিলাম না। আমি সমকামী ছিলাম। আজও আমি তাই। দোষ করেছি মনে হয়নি ।আগে শারীরিক অত্যাচার চালানো হয়েছে আমার ওপরে। এখন মানসিক অত্যাচার চলছে।' তাঁর বাবা অবশ্য ছেলের বিরুদ্ধেই পালটা অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ছেলের অত্যাচারে তাঁরা তিতিবিরক্ত। ছেলে তার মাকে মারধর করছে।' দীপঙ্করের মা বলেছেন, 'আমরা ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিতে রাজি। তবে পরপুরুষের সঙ্গে থাকা যাবে না। আদালত থেকে বিবাহবিচ্ছেদ করে তবেই বাড়ি ফিরতে হবে।'Body:সমকামী ছেলে বন্ধু যুবককে বিয়ে করায় অনার কিলিংয়ের হুমকি পরিবারের

বারাসতঃ সমকামী যুবককে খুনের হুমকির অভিযোগ পরিবারের বিরুদ্ধে। ওই যুবক সম্প্রতি বিয়ে করেছেন আর এক যুবককে। পরিবার তা মানেনি। অভিযোগ, তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে পরিবার। ওই যুবকের নাম দীপঙ্কর সরকার (নাম পরিবর্তিত)। তিনি বারাসতের নবপল্লির বাসিন্দা।

দীর্ঘ আন্দোলনের পর ২০১৮ সালে আদালত সমলিঙ্গে বিয়ের স্বীকৃতি দিয়েছে। সেই জোরেই দীপঙ্কর সম্প্রতি তাঁর পুরুষ বন্ধুকে বিয়ে করেছেন। স্থানীয় দীপঙ্কর জানিয়েছেন, ছোট থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, কোথাও তিনি সবার থেকে আলাদা। শরীর পুরুষের হলেও মনে তিনি নারী। এই যন্ত্রণা একটা সময় তাঁকেও বিব্রত করেছে। পরে তিনি বিবেক ও শরীর দিয়ে যা উপলব্ধি করেছেন, সেই পথেই এগিয়েছেন। বছর খানেক আগে তাঁর সঙ্গে পরিচয় হয় বিশাল দাস (নাম পরিবর্তিত) নামে এক যুবকের। বিশালকে দীপঙ্কর বাড়িতে নিয়ে আসেন। তারপর থেকে ওই যুবক দীপঙ্করের বাড়িতেই থেকে যান। বছর ২১ সেপ্টেম্বর দীপঙ্কর বাড়িতে জানান, তিনি বিশালকে বিয়ে করতে চান। কিন্তু পরিবারের লোকেরা তা মানেননি। উলটে তাঁরা তাঁর উপর চড়াও হয়েছিলেন। গালিগালাজ ও শারীরিক অত্যাচার কোনওটাই বাদ যায়নি। অভিযোগ, মানসিক অত্যাচার হয়েছে দীপঙ্করের প্রেমিক বিশালের ওপরেও। যদিও দীপঙ্করের বাবা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ইতিমধ্যে দীপঙ্কর নিজের ভালোবাসাকে বাঁচাতে বাড়ি ছেড়েছেন। মনে ও শরীরে ক্ষত নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ট্রান্সজেন্ডার আন্দোলনের নেত্রী রঞ্জিতা সিংহের কাছে। ফোনে দীপঙ্কর জানিয়েছেন, 'আমি তৃতীয় লিঙ্গ ছিলাম না। আমি সমকামী ছিলাম। আজও আমি তাই। দোষ করেছি মনে হয়নি ।আগে শারীরিক অত্যাচার চালানো হয়েছে আমার ওপরে। এখন মানসিক অত্যাচার চলছে।' তাঁর বাবা অবশ্য ছেলের বিরুদ্ধেই পালটা অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ছেলের অত্যাচারে তাঁরা তিতিবিরক্ত। ছেলে তার মাকে মারধর করছে।' দীপঙ্করের মা বলেছেন, 'আমরা ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিতে রাজি। তবে পরপুরুষের সঙ্গে থাকা যাবে না। আদালত থেকে বিবাহবিচ্ছেদ করে তবেই বাড়ি ফিরতে হবে।'Conclusion:সমকামী ছেলে বন্ধু যুবককে বিয়ে করায় অনার কিলিংয়ের হুমকি পরিবারের

বারাসতঃ সমকামী যুবককে খুনের হুমকির অভিযোগ পরিবারের বিরুদ্ধে। ওই যুবক সম্প্রতি বিয়ে করেছেন আর এক যুবককে। পরিবার তা মানেনি। অভিযোগ, তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছে পরিবার। ওই যুবকের নাম দীপঙ্কর সরকার (নাম পরিবর্তিত)। তিনি বারাসতের নবপল্লির বাসিন্দা।

দীর্ঘ আন্দোলনের পর ২০১৮ সালে আদালত সমলিঙ্গে বিয়ের স্বীকৃতি দিয়েছে। সেই জোরেই দীপঙ্কর সম্প্রতি তাঁর পুরুষ বন্ধুকে বিয়ে করেছেন। স্থানীয় দীপঙ্কর জানিয়েছেন, ছোট থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, কোথাও তিনি সবার থেকে আলাদা। শরীর পুরুষের হলেও মনে তিনি নারী। এই যন্ত্রণা একটা সময় তাঁকেও বিব্রত করেছে। পরে তিনি বিবেক ও শরীর দিয়ে যা উপলব্ধি করেছেন, সেই পথেই এগিয়েছেন। বছর খানেক আগে তাঁর সঙ্গে পরিচয় হয় বিশাল দাস (নাম পরিবর্তিত) নামে এক যুবকের। বিশালকে দীপঙ্কর বাড়িতে নিয়ে আসেন। তারপর থেকে ওই যুবক দীপঙ্করের বাড়িতেই থেকে যান। বছর ২১ সেপ্টেম্বর দীপঙ্কর বাড়িতে জানান, তিনি বিশালকে বিয়ে করতে চান। কিন্তু পরিবারের লোকেরা তা মানেননি। উলটে তাঁরা তাঁর উপর চড়াও হয়েছিলেন। গালিগালাজ ও শারীরিক অত্যাচার কোনওটাই বাদ যায়নি। অভিযোগ, মানসিক অত্যাচার হয়েছে দীপঙ্করের প্রেমিক বিশালের ওপরেও। যদিও দীপঙ্করের বাবা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ইতিমধ্যে দীপঙ্কর নিজের ভালোবাসাকে বাঁচাতে বাড়ি ছেড়েছেন। মনে ও শরীরে ক্ষত নিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ট্রান্সজেন্ডার আন্দোলনের নেত্রী রঞ্জিতা সিংহের কাছে। ফোনে দীপঙ্কর জানিয়েছেন, 'আমি তৃতীয় লিঙ্গ ছিলাম না। আমি সমকামী ছিলাম। আজও আমি তাই। দোষ করেছি মনে হয়নি ।আগে শারীরিক অত্যাচার চালানো হয়েছে আমার ওপরে। এখন মানসিক অত্যাচার চলছে।' তাঁর বাবা অবশ্য ছেলের বিরুদ্ধেই পালটা অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ছেলের অত্যাচারে তাঁরা তিতিবিরক্ত। ছেলে তার মাকে মারধর করছে।' দীপঙ্করের মা বলেছেন, 'আমরা ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিতে রাজি। তবে পরপুরুষের সঙ্গে থাকা যাবে না। আদালত থেকে বিবাহবিচ্ছেদ করে তবেই বাড়ি ফিরতে হবে।'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.