ETV Bharat / state

NRC, CAA বিরোধী প্রচারে বাধার অভিযোগ RPF-এর বিরুদ্ধে - বারাসত

RPF-এর এক কর্মীর বিরুদ্ধে মত্ত অবস্থায় CAA, NRC, NPR বিরোধী প্রচারে বাধা দেওয়ার অভিযাগ ৷ প্রতিবাদে বারাসত স্টেশন চত্বরে বিক্ষোভ CPI(M)-এর ৷

Barasat RPF
RPF বারাসত
author img

By

Published : Jan 26, 2020, 11:36 PM IST

বারাসত, 26 জানুয়ারি : NRC, CAA, NPR বিরোধী প্রচারে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল RPF কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি বারাসত স্টেশন সংলগ্ন এলাকার । ঘটনার প্রতিবাদে আজ স্টেশন চত্বরে ধিক্কার সভার আয়োজন করে CPI(M)। অভিযোগ জানানো হয় RPF-এর কাছেও । তবে,নির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ না হওয়ায় ঘটনার তদন্ত শুরু করতে পারেনি RPF । এই ঘটনায় পালটা CPI(M)-র ছাত্র সংগঠনকেই কটাক্ষ করেছে গেরুয়া শিবির । তাদের দাবি, প্রচারের আলোয় আসতেই RPF কর্মীর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । এমনকী, SFI কর্মীদের চালচলন নিয়েও প্রশ্ন তুলেছে তারা ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে বারাসত স্টেশন চত্বরে NRC, CAA, NPR বিরোধী প্রচার করছিল CPI(M)-এর ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা । রং, তুলি দিয়ে রিজেক্টেড NRC, CAA ও NPR লিখে প্রচার করছিল ৷ অভিযোগ, প্রচারে বাধা দেয় এক RPF কর্মী ৷ এমনকী মত্ত অবস্থায় তাদের হুমকি দেয় ওই RPF কর্মী ৷ এরপরই, বিষয়টি নিয়ে আজ সকালে RPF-এর কাছে অভিযোগ জানায় স্থানীয় CPI(M) নেতৃত্ব ৷ তবে, নির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ না জানানোয় তদন্ত শুরু করে উঠতে পারেনি RPF।

এদিকে, ঘটনার প্রতিবাদে স্টেশন চত্বরে ধিক্কার সভার আয়োজন করে CPI(M)-এর উত্তর পশ্চিম এরিয়া কমিটি । সেই সভা থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় । এবিষয়ে DYFI-এর জেলা কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন," শনিবার রাতে ছাত্র ও যুবরা মিলে NRC, CAA ও NPR বিরোধী প্রচার করছিল । রাত প্রায় আড়াইটে নাগাদ RPF-এর একজন এসে বলে, এভাবে প্রচার করা যাবে না । কেন জিজ্ঞাসা করতেই মত্ত অবস্থায় হুমকি দিতে শুরু করে ওই RPF কর্মী । তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি । ফলে, নির্দিষ্টভাবে তাঁর নামে অভিযোগ জানাতে পারেনি ৷ "

CPI(M)-এর উত্তর পশ্চিম এরিয়া কমিটির সদস্য দিলীপ সরকার বলেন, "RPF-এর এই এক্তিয়ার নেই, যে আমরা কি লিখব,আর কি লিখব না । ওদের এই ক্ষমতা কে দিয়েছে? আমরা এর যথাযথ তদন্ত চাই । দোষীকে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক ৷ "

অন্যদিকে এ বিষয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি শংকর দাস বলেন," NRC, CAA ও NPR নিয়ে গণতান্ত্রিকভাবে যে কেউ আন্দোলন করতেই পারে । তবে, SFI-এর চালচলন সবারই জানা আছে । প্রচারের আলোয় আসতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে । " তিনি আরও বলেন, "অত রাতে RPF এসে হুমকি দিয়ে গেল, আর তার কোনও প্রমাণই রাখলেন SFI-এর কর্মীরা ৷ এ'টা একটু খটকা লাগছে । যেহেতু RPF কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তাই তাদের বদনাম দেওয়ার চেষ্টা চলছে । "

RPF সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও অবধি কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি । অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।

বারাসত, 26 জানুয়ারি : NRC, CAA, NPR বিরোধী প্রচারে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল RPF কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি বারাসত স্টেশন সংলগ্ন এলাকার । ঘটনার প্রতিবাদে আজ স্টেশন চত্বরে ধিক্কার সভার আয়োজন করে CPI(M)। অভিযোগ জানানো হয় RPF-এর কাছেও । তবে,নির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ না হওয়ায় ঘটনার তদন্ত শুরু করতে পারেনি RPF । এই ঘটনায় পালটা CPI(M)-র ছাত্র সংগঠনকেই কটাক্ষ করেছে গেরুয়া শিবির । তাদের দাবি, প্রচারের আলোয় আসতেই RPF কর্মীর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । এমনকী, SFI কর্মীদের চালচলন নিয়েও প্রশ্ন তুলেছে তারা ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে বারাসত স্টেশন চত্বরে NRC, CAA, NPR বিরোধী প্রচার করছিল CPI(M)-এর ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা । রং, তুলি দিয়ে রিজেক্টেড NRC, CAA ও NPR লিখে প্রচার করছিল ৷ অভিযোগ, প্রচারে বাধা দেয় এক RPF কর্মী ৷ এমনকী মত্ত অবস্থায় তাদের হুমকি দেয় ওই RPF কর্মী ৷ এরপরই, বিষয়টি নিয়ে আজ সকালে RPF-এর কাছে অভিযোগ জানায় স্থানীয় CPI(M) নেতৃত্ব ৷ তবে, নির্দিষ্টভাবে কারও নামে অভিযোগ না জানানোয় তদন্ত শুরু করে উঠতে পারেনি RPF।

এদিকে, ঘটনার প্রতিবাদে স্টেশন চত্বরে ধিক্কার সভার আয়োজন করে CPI(M)-এর উত্তর পশ্চিম এরিয়া কমিটি । সেই সভা থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় । এবিষয়ে DYFI-এর জেলা কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন," শনিবার রাতে ছাত্র ও যুবরা মিলে NRC, CAA ও NPR বিরোধী প্রচার করছিল । রাত প্রায় আড়াইটে নাগাদ RPF-এর একজন এসে বলে, এভাবে প্রচার করা যাবে না । কেন জিজ্ঞাসা করতেই মত্ত অবস্থায় হুমকি দিতে শুরু করে ওই RPF কর্মী । তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি । ফলে, নির্দিষ্টভাবে তাঁর নামে অভিযোগ জানাতে পারেনি ৷ "

CPI(M)-এর উত্তর পশ্চিম এরিয়া কমিটির সদস্য দিলীপ সরকার বলেন, "RPF-এর এই এক্তিয়ার নেই, যে আমরা কি লিখব,আর কি লিখব না । ওদের এই ক্ষমতা কে দিয়েছে? আমরা এর যথাযথ তদন্ত চাই । দোষীকে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক ৷ "

অন্যদিকে এ বিষয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি শংকর দাস বলেন," NRC, CAA ও NPR নিয়ে গণতান্ত্রিকভাবে যে কেউ আন্দোলন করতেই পারে । তবে, SFI-এর চালচলন সবারই জানা আছে । প্রচারের আলোয় আসতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে । " তিনি আরও বলেন, "অত রাতে RPF এসে হুমকি দিয়ে গেল, আর তার কোনও প্রমাণই রাখলেন SFI-এর কর্মীরা ৷ এ'টা একটু খটকা লাগছে । যেহেতু RPF কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তাই তাদের বদনাম দেওয়ার চেষ্টা চলছে । "

RPF সূত্রে জানা গেছে, এই ঘটনায় এখনও অবধি কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি । অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।

Intro:NRC,CAA,NPR বিরোধী প্রচারে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল RPF-এর বিরুদ্ধে।ঘটনাটি বারাসত স্টেশন সংলগ্ন এলাকার।ঘটনার প্রতিবাদে আজ স্টেশন চত্বরে ধিক্কার সভার আয়োজন করে সিপিএম।অভিযোগ জানানো হয় RPF-এর কাছেও।তবে,নির্দিষ্টভাবে কারণ নামে অভিযোগ না হওয়ায় ঘটনার তদন্তই শুরু করে উঠতে পারেনি RPF।এই ঘটনায় পাল্টা সিপিএমের ছাত্র সংগঠনকেই কটাক্ষ করেছে গেরুয়া শিবির।তাদের দাবি,প্রচারের আলোয় আসতেই RPF-এর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।এমনকি,SFI কর্মীদের চালচলন নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। Body:বারাসতঃNRC,CAA,NPR বিরোধী প্রচারে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল RPF-এর বিরুদ্ধে।ঘটনাটি বারাসত স্টেশন সংলগ্ন এলাকার।ঘটনার প্রতিবাদে আজ স্টেশন চত্বরে ধিক্কার সভা করে সিপিএম নেতৃত্ব।অভিযোগও জানানো হয় RPF-এর কাছে।যদিও,নির্দিষ্টভাবে কারোর নামে অভিযোগ জানানো হয়নি বলেই খবর।জানা গেছে,শনিবার গভীর রাতে বারাসত স্টেশন চত্বরে NRC,CAA,NPR বিরোধী প্রচার করছিলেন সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা।তারা রঙ,তুলি দিয়ে রিজেক্টেড NRC,CAA ও NPR লিখে প্রচার করছিলেন বলে দাবি সিপিএম নেতৃত্বের।এমন সময় RPF-এর একজন এসে সেই প্রচারে বাধা দেয় বলে অভিযোগ।এমনকি,মদ্যপ অবস্থায় হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাদের।এরপরই,বিষয়টি নিয়ে আজ সকালে RPF-এর দ্বারস্থ হন সিপিএমের স্থানীয় নেতৃত্ব।অভিযোগ,জানানো হয় তাদের কাছে।তবে,নির্দিষ্টভাবে কারোর নামে অভিযোগ না জানানোয় তদন্তই শুরু করে উঠতে পারেনি RPF।এদিকে,ঘটনার প্রতিবাদে স্টেশন চত্বরে ধিক্কার সভার আয়োজন করে সিপিএমের উত্তর পশ্চিম এরিয়া কমিটি।সেই সভা থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।হুঁশিয়ারি দেওয়া হয় RPF-কেও।এবিষয়ে DYFI-এর জেলা কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন,"শনিবার রাতে ছাত্র ও যুবরা মিলে NRC,CAA ও NPR বিরোধী প্রচার করছিল।রাত প্রায় আড়াইটে নাগাদ RPF-এর একজন এসে বলে,এভাবে প্রচার করা যাবেনা।কেন জিজ্ঞাসা করতেই মদ্যপ অবস্থায় হুমকি দিতে শুরু করে সে।তার মুখ চেনা হলেও পরিচয় জানা সম্ভব হয়নি।ফলে, নির্দিষ্টভাবে তার নামে অভিযোগ জানাতে পারেনি RPF-এর কাছে।সিপিএমের উত্তর পশ্চিম এরিয়া কমিটির সদস্য দিলীপ সরকার বলেন,"RPF-এর এই এক্তিয়ার নেই,যে আমরা কি লিখব,আর কি লিখব না।ওদের এই ক্ষমতা কে দিয়েছে?আমরা এর যথাযথ তদন্ত চায়।দোষীকে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক"।এদিকে,এই ঘটনায় সিপিএমের ছাত্র সংগঠনকেই কটাক্ষ করেছে গেরুয়া শিবির।বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি শংকর দাস বলেন,"NRC,CAA ও NPR নিয়ে গনতান্ত্রিকভাবে যে কেউ আন্দোলন করতেই পারে।তবে,SFI-এর চালচলন সবারই জানা আছে।প্রচারের আলোয় আসতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে"।তার কথায়,"অত রাতে RPF এসে হুমকি দিয়ে গেল,আর তার কোনও প্রমানই রাখলেন SFI-এর কর্মীরা!এটা একটু খটাকায় লাগছে।যেহেতু RPF কেন্দ্রীয় সরকারের অধীনস্থ,তাই তাদের বদনাম দেওয়ার চেষ্টা চলছে"।RPF সূত্রে জানা গেছে,এই ঘটনায় এখনও অবধি কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।Conclusion:RPF সূত্রে জানা গেছে,এই ঘটনায় এখনও অবধি কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।তবে,নির্দিষ্টভাবে কোনও অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে RPF।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.