ETV Bharat / state

শাসনের ভেড়িতে যুবতির মুণ্ডহীন দেহ

ভেড়ি এলাকায় যুবতির মুণ্ডহীন দেহ পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শাসনের 6 নম্বরে । পুলিশসহ স্থানীয়দের প্রাথমিক অনুমান, যুবতিকে ধর্ষণ করে খুন করা হয়েছে । বারাসত জেলা হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

deadbody-of-a-young-lady
যুবতির মুণ্ডহীন দেহ
author img

By

Published : Feb 1, 2020, 2:21 PM IST

শাসন, 1 ফেব্রুয়ারি: মাছের ভেড়ি থেকে উদ্ধার হল এক যুবতির মুণ্ডহীন দেহ । যুবতির আনুমানিক বয়স প্রায় 25 থেকে 30 বছর । তাঁর পরিচয় পাওয়া যায়নি এখনও পর্যন্ত । আজ সকালে ভেড়িতে দেহটি উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । তাঁদের অনুমান, ওই যুবতিকে ধর্ষণ করে খুন করা হয়েছে । তারপর তাঁকে মাছের ভেড়িতে ফেলে দেওয়া হয়েছে । খবর পেয়ে শাসন থানার পুলিশ আসে ।

মুণ্ডহীন দেহ উদ্ধারকে ঘিরে শাসনের 6 নম্বর ভেড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । স্থানীয় বাসিন্দা গিয়াসউদ্দিন বলেন, "যুবতির মুণ্ডহীন দেহ পড়েছিল ভেড়িতে । বস্ত্রহীন অবস্থায় পড়ে ছিল । এছাড়া দেহের পাশে হালকা গোলাপি রঙের ওড়না ছিল ।"

শাসন থানার পুলিশ তদন্তে নেমেছে । খোঁজ চালাচ্ছে যুবতির মুণ্ডের । শাসন থানার পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবতিকে অন্য কোথাও খুন করে ভেড়িতে ফেলে রাখা হয়েছিল । দেহটিকে ময়না তদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

শাসন, 1 ফেব্রুয়ারি: মাছের ভেড়ি থেকে উদ্ধার হল এক যুবতির মুণ্ডহীন দেহ । যুবতির আনুমানিক বয়স প্রায় 25 থেকে 30 বছর । তাঁর পরিচয় পাওয়া যায়নি এখনও পর্যন্ত । আজ সকালে ভেড়িতে দেহটি উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । তাঁদের অনুমান, ওই যুবতিকে ধর্ষণ করে খুন করা হয়েছে । তারপর তাঁকে মাছের ভেড়িতে ফেলে দেওয়া হয়েছে । খবর পেয়ে শাসন থানার পুলিশ আসে ।

মুণ্ডহীন দেহ উদ্ধারকে ঘিরে শাসনের 6 নম্বর ভেড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । স্থানীয় বাসিন্দা গিয়াসউদ্দিন বলেন, "যুবতির মুণ্ডহীন দেহ পড়েছিল ভেড়িতে । বস্ত্রহীন অবস্থায় পড়ে ছিল । এছাড়া দেহের পাশে হালকা গোলাপি রঙের ওড়না ছিল ।"

শাসন থানার পুলিশ তদন্তে নেমেছে । খোঁজ চালাচ্ছে যুবতির মুণ্ডের । শাসন থানার পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবতিকে অন্য কোথাও খুন করে ভেড়িতে ফেলে রাখা হয়েছিল । দেহটিকে ময়না তদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

Intro:সাত সকালে শাসনের ভেড়ি থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মুণ্ডহীন দেহ।দেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিল ভেড়ির জলে।ফলে,ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ এলাকার লোকজনের।তবে,বিষয়টি নিশ্চিত হতে দেহটি উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ময়নাতদন্তেরজন্য পাঠিয়েছে পুলিশ।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শাসনের ৬ নম্বর ভেড়ি এলাকায়।পুলিশ জানিয়েছে,ওই কিশোরীর মুন্ডুর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।খুন করার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা,তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই। Body:শাসনঃসাত সকালে শাসনের ভেড়ি থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক কিশোরীর মুণ্ডহীন দেহ।দেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিল ভেড়ির জলে।ফলে,ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ এলাকার লোকজনের।তবে,এবিষয়ে নিশ্চিত হতে পুলিশ দেহটি উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শাসনের ৬ নম্বর ভেড়ি এলাকায়।পুলিশ জানিয়েছে,ওই কিশোরীর মুন্ডুর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।খুন করার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা,তা ময়না তদন্তের রিপোর্ট এলেই জানা যাবে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,আজ সকালে ভেড়ির জলে ওই কিশোরীর মুণ্ডহীন দেহ পড়ে থাকতে দেখেন মৎস্যজীবীরা।তার শরীরে কোনও বস্ত্র ছিলনা।দেহের পাশে হালকা গোলাপী রঙের একটি ওড়না পড়ে ছিল।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গ্রামবাসীদের।তারাও এসে এই দৃশ্য দেখে চমকে ওঠেন।এরপর,খবর পেয়ে শাসন থানার পুলিশ দেহটি উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।ঘটনার প্রত্যক্ষদর্শী গিয়াসউদ্দিন বলেন,"সকালে জব কার্ডের কাজ চলার সময় গ্রামের পুরুষ ও মহিলারা ওই কিশোরীর মুণ্ডহীন দেহ পড়ে থাকতে দেখেন ভেড়ির জলে।এরপর,গ্রামবাসীরা জড়ো হন একে একে।খবর পেয়ে আসে শাসন থানার পুলিশও।ওই মহিলার দেহ উলঙ্গ অবস্থায় পড়ে ছিল।পরিচয় জানা যায়নি।বয়স হবে আনুমানিক ২৫-৩০ বছরের মধ্যে।জাল এনে ওই কিশোরীর মুন্ডুর খোঁজ পাওয়ার চেষ্টা চলছে"।শাসন থানার পুলিশ জানিয়েছে,"ওই কিশোরীকে সম্ভবত বাইরে কোথাও খুন করে দেহ ভেড়ির জলে ফেলে দেওয়া হয়েছে।প্রমাণ লোপাট করতেই তার মুন্ডু ধড় থেকে আলাদা করে দেয় আততায়ীরা।কিশোরীর পরিচয় জানার চেষ্টা চলছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে"।Conclusion:শাসন থানার পুলিশ জানিয়েছে,"ওই কিশোরীকে সম্ভবত বাইরে কোথাও খুন করে দেহ ভেড়ির জলে ফেলে দেওয়া হয়েছে।প্রমান লোপাট করতেই শরীর থেকে ধড় আলাদা করা হয়েছে।কিশোরীর পরিচয় জানার চেষ্টা চলছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে"।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.