স্বরূপনগর, 4 জুন : পাচারের আগে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিরল প্রজাতির পাখি উদ্ধার করল পুলিশ ৷ শুক্রবার সকালে স্বরূপনগরের হাকিমপুর-বিথারী সীমান্ত থেকে প্রায় 20টি প্যারট জাতীয় পাখি উদ্ধার হয় । টহল দেওয়ার সময় দুটি খাঁচার মধ্যে বন্দি অবস্থায় বিরল প্রজাতির ওই পাখিগুলি নজরে আসে পুলিশের । পুলিশ পাখিগুলিকে উদ্ধার করে তুলে দেয় বন দফতরের কর্মীদের হাতে । 24 ঘণ্টা আগেই হাসনাবাদ থেকে বেশ কয়েকটি বিরল প্রজাতির লরিস, টার্কি এবং ম্যাকাও উদ্ধার করেছিল পুলিশ । সেগুলিকেও পাচারের ছক করা হয়েছিল প্রতিবেশী দেশ বাংলাদেশে । কিন্তু পুলিশের তৎপরতায় পাচারের সেই ছক ভেস্তে যায় । এবারও পাচারের আগে পাখি উদ্ধার করল পুলিশ ।
রাজ্যে কড়া বিধিনিষেধের মধ্যেও ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারকারীরা সক্রিয় ৷ কখনও ডিম সহ মাছের চারাপোনা বিএসএফের হাতে ধরা পড়েছে ৷ ধরা পড়েছে পাচারকারীও । কখনও বিরল প্রজাতির পাখি, প্রাণী উদ্ধার হলেও সুযোগ বুঝে চম্পট দিয়েছে পাচারকারী । পুলিশের অনুমান, এক্ষেত্রেও পাখিগুলি ফেলে রেখে সরে পড়েছে পাচারকারীরা । পুলিশের অনুমান, প্যারট জাতীয় ওই পাখিগুলি মায়ানমার থেকে এদেশে আনা হয়েছিল । উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচার করার । কিন্তু তা সম্ভব হল না পুলিশের তৎপরতায় ।
আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি বিরল প্রজাতির 3 পাখি
স্বরূপনগর থানার পুলিশ জানিয়েছে, বিরল প্রজাতির ওই বিদেশি পাখিগুলির বাজারমূল্য লক্ষাধিক টাকা । পাখিগুলি দক্ষিণ আমেরিকার প্যারট শ্রেণির । ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । উদ্ধার হওয়া পাখিগুলি বসিরহাট বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে ।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, পাখিগুলির স্বাস্থ্য পরীক্ষা করে আলিপুর চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ।