বিধাননগর, 14 সেপ্টেম্বর : হাইকোর্ট গতকাল রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় ৷ এরপরই গ্রেপ্তারির ইঙ্গিত দেন CBI আধিকারিকরা ৷ রাজীব কুমারের খোঁজে বাড়িতেও যায় CBI ৷ কিন্তু সেখানে তাঁকে না পাওয়ায় নোটিশ দিয়ে ফিরে আসেন আধিকারিকরা ৷ নোটিশে তাঁকে আজ 10 টায় CGO কমপ্লেক্সে তলব করা হয় ৷ কিন্তু সেখানে আসেননি রাজীব কুমার ৷ এরপরই রাজীবের খোঁজে বেরিয়ে পড়েন তদন্তকারীরা ৷ এবার এই বিষয়ে মুখ খুললেন BJP নেতা মুকুল রায় ৷ বললেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছেন রাজীব কুমার ৷"
আজ BJP-র মহিলা মোর্চার উদ্যোগে সল্টলেকের EZCC পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন মুকুল রায় ৷ সেখানে তাঁকে রাজীব কুমার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় ৷ তিনি বলেন, "আমার ধারণা মুখ্যমন্ত্রীর বাড়িতে আছেন উনি ৷" একথা বলার পর তাঁকে জিজ্ঞাসা করা হয়, তবে কি মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি করলে CBI রাজীবকে পাবেন ? উত্তরে মুকুল বলেন, "জানি না ৷ কারণ সরকারি কাজে বাধা দেওয়া মমতা ব্যানার্জির অভ্যাস ৷ এর আগেও রাজীব কুমারের খোঁজে যখন CBI গেছিল তখন মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল ৷ সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ওঁর বিরুদ্ধে মামলা হওয়া উচিত ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিফর্ম পরে যে যে পুলিশ ধরনায় বসেছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ৷"
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত দিলীপ ঘোষকেও রাজীব কুমার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় ৷ দিলীপ বলেন, "সবাই জানে সারদা কেলেঙ্কারির সঙ্গে রাজীব কুমার যুক্ত ৷ তাই বারবার পালিয়ে যাচ্ছেন ৷ বাঁচার চেষ্টা করছেন ৷ আদালত বুঝতে পেরেছে একথা ৷ তাই সুরক্ষা সরিয়ে নিয়েছে ৷ বাকিটা CBI ঠিক করবে ৷"