ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর বাড়িতে আছেন রাজীব কুমার : মুকুল রায়

হাইকোর্টের সুরক্ষাকবচ তুলে নেওয়ার পর থেকে খোঁজ নেই রাজীব কুমারের ৷ কিন্তু মুকুল রায়ের দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে আছেন রাজীব কুমার ৷

মুকুল রায়
author img

By

Published : Sep 14, 2019, 8:03 PM IST

বিধাননগর, 14 সেপ্টেম্বর : হাইকোর্ট গতকাল রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় ৷ এরপরই গ্রেপ্তারির ইঙ্গিত দেন CBI আধিকারিকরা ৷ রাজীব কুমারের খোঁজে বাড়িতেও যায় CBI ৷ কিন্তু সেখানে তাঁকে না পাওয়ায় নোটিশ দিয়ে ফিরে আসেন আধিকারিকরা ৷ নোটিশে তাঁকে আজ 10 টায় CGO কমপ্লেক্সে তলব করা হয় ৷ কিন্তু সেখানে আসেননি রাজীব কুমার ৷ এরপরই রাজীবের খোঁজে বেরিয়ে পড়েন তদন্তকারীরা ৷ এবার এই বিষয়ে মুখ খুললেন BJP নেতা মুকুল রায় ৷ বললেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছেন রাজীব কুমার ৷"

আজ BJP-র মহিলা মোর্চার উদ্যোগে সল্টলেকের EZCC পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন মুকুল রায় ৷ সেখানে তাঁকে রাজীব কুমার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় ৷ তিনি বলেন, "আমার ধারণা মুখ্যমন্ত্রীর বাড়িতে আছেন উনি ৷" একথা বলার পর তাঁকে জিজ্ঞাসা করা হয়, তবে কি মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি করলে CBI রাজীবকে পাবেন ? উত্তরে মুকুল বলেন, "জানি না ৷ কারণ সরকারি কাজে বাধা দেওয়া মমতা ব্যানার্জির অভ্যাস ৷ এর আগেও রাজীব কুমারের খোঁজে যখন CBI গেছিল তখন মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল ৷ সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ওঁর বিরুদ্ধে মামলা হওয়া উচিত ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিফর্ম পরে যে যে পুলিশ ধরনায় বসেছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ৷"

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত দিলীপ ঘোষকেও রাজীব কুমার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় ৷ দিলীপ বলেন, "সবাই জানে সারদা কেলেঙ্কারির সঙ্গে রাজীব কুমার যুক্ত ৷ তাই বারবার পালিয়ে যাচ্ছেন ৷ বাঁচার চেষ্টা করছেন ৷ আদালত বুঝতে পেরেছে একথা ৷ তাই সুরক্ষা সরিয়ে নিয়েছে ৷ বাকিটা CBI ঠিক করবে ৷"

বিধাননগর, 14 সেপ্টেম্বর : হাইকোর্ট গতকাল রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় ৷ এরপরই গ্রেপ্তারির ইঙ্গিত দেন CBI আধিকারিকরা ৷ রাজীব কুমারের খোঁজে বাড়িতেও যায় CBI ৷ কিন্তু সেখানে তাঁকে না পাওয়ায় নোটিশ দিয়ে ফিরে আসেন আধিকারিকরা ৷ নোটিশে তাঁকে আজ 10 টায় CGO কমপ্লেক্সে তলব করা হয় ৷ কিন্তু সেখানে আসেননি রাজীব কুমার ৷ এরপরই রাজীবের খোঁজে বেরিয়ে পড়েন তদন্তকারীরা ৷ এবার এই বিষয়ে মুখ খুললেন BJP নেতা মুকুল রায় ৷ বললেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছেন রাজীব কুমার ৷"

আজ BJP-র মহিলা মোর্চার উদ্যোগে সল্টলেকের EZCC পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন মুকুল রায় ৷ সেখানে তাঁকে রাজীব কুমার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় ৷ তিনি বলেন, "আমার ধারণা মুখ্যমন্ত্রীর বাড়িতে আছেন উনি ৷" একথা বলার পর তাঁকে জিজ্ঞাসা করা হয়, তবে কি মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি করলে CBI রাজীবকে পাবেন ? উত্তরে মুকুল বলেন, "জানি না ৷ কারণ সরকারি কাজে বাধা দেওয়া মমতা ব্যানার্জির অভ্যাস ৷ এর আগেও রাজীব কুমারের খোঁজে যখন CBI গেছিল তখন মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল ৷ সরকারি কাজে বাধা দেওয়ার জন্য ওঁর বিরুদ্ধে মামলা হওয়া উচিত ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিফর্ম পরে যে যে পুলিশ ধরনায় বসেছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ৷"

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত দিলীপ ঘোষকেও রাজীব কুমার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় ৷ দিলীপ বলেন, "সবাই জানে সারদা কেলেঙ্কারির সঙ্গে রাজীব কুমার যুক্ত ৷ তাই বারবার পালিয়ে যাচ্ছেন ৷ বাঁচার চেষ্টা করছেন ৷ আদালত বুঝতে পেরেছে একথা ৷ তাই সুরক্ষা সরিয়ে নিয়েছে ৷ বাকিটা CBI ঠিক করবে ৷"

Intro:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর, ১৪ সেপ্টেম্বর: মনে হয় রাজীব কুমার মমতার বাড়িতে আছে বললেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার মহিলা মোর্চার উদ্যোগ সল্টলেকের EZCC পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন মুকুল। এই প্রসঙ্গে তার আরো কটাক্ষ সরকারীকাজে বাধা দেওয়া মমতা ব্যানার্জির অভ্যাস। এর আগেও যখন সিবিআই রাজীব কুমারকে প্রশ্ন করতে গেছিল তখন বাধা দিয়েছিলেন মমতা। এর জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানের মামলা করা উচিত এবং যে সমস্ত পুলিশ অফিসার উর্দি পড়ে মমতা ব্যানার্জির ধরনা মঞ্চে গিয়েছিলেন তাদের বিরুদ্ধেও মামলা করা উচিত।

Body:রাজীবকুমার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর উক্তি সকলেই জানে এত বড় চিটফান্ড কেলেঙ্কারি তার সঙ্গে রাজীব কুমার কোন না কোনভাবে নিশ্চয়ই যুক্ত তাই বারেবারে তিনি পালিয়ে যাচ্ছিলেন তাই এব্যাপারে কোর্ট কাছারি হয়েছে কোট মনে করেছে রাজীব কুমার কে সুরক্ষা কবজ দেওয়া ঠিক নয় তাই তুলে নিয়েছে এবার সিবিআই ঠিক করবে রাজীব কুমারের কি হবে।

Conclusion:এদিন দিলীপ ঘোষ ৩৭০ ধারার উপযোগিতা তুলে ধরে বলেন ৩৭০ ধারা তুলে দেওয়া শুধু কাশ্মীর নয় সারা ভারত উপকৃত হবে। একদিকে সারা ভারতের মানুষ যেমন কাশ্মীরে গিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন, সেখানে থাকতে পারবেন যেমনটা ভারতের অন্য রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক তেমনভাবেই কাশ্মীরের মানুষ সরকারি প্রকল্পের লাভ নিতে পারবেন। আগে শুধু মাত্র কয়েকটা পরিবার জনগণের টাকা লুটেপুটে খেতে। এখন আর তা হবে না। কাশ্মীরি জনগণ সরকারি প্রকল্পের সরাসরি সুবিধে পাবেন। এদিন প্রশিক্ষণ শিবিরে মহিলা কর্মীদের 370 ধারা এবং 35 এ ধারা তুলে দেওয়ার কী লাভ এ বিষয়ে তাদের বোঝানো হয়। অন্যদিকে রাজ্যে যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্য সরকারের প্রকল্প বলে চালিয়ে দেওয়া হচ্ছে তার বিরোধিতা করা হয়। এ বিষয়টা বিজেপির মহিলা কর্মীদের জনগণের কাছে তুলে ধরতে বলেন বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতারা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.