ETV Bharat / state

নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে দেগঙ্গায় বিক্ষোভ গ্রাহকদের

নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে এবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয় আন্দোলনকারীদের।পুলিশের হাত থেকে বাঁচতে অনেকে ঘটনাস্থান থেকে সাইকেল ফেলে পালায় ।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

ration
নিম্নমানের চাল
author img

By

Published : May 2, 2020, 8:23 PM IST

দেগঙ্গা, 2 মে : সরকারের হুঁশিয়ারির পরও রেশন বিক্ষোভ অব্যাহত জেলায় জেলায়।রেশনে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে এবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয় আন্দোলনকারীদের।পুলিশের হাত থেকে বাঁচতে অনেকে ঘটনাস্থান থেকে সাইকেল ফেলে পালায় ।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

যদিও,লাঠি দিয়ে তাড়া করার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।তাঁদের বক্তব্য,"রেশন দোকানে সামাজিক দূরত্ব বজায় না থাকায় গ্রাহকদের সরিয়ে দেওয়া হয়েছে মাত্র।সেই সময় হয়তো সাইকেল নিচে পড়ে যেতে পারে"।

রাজ্যের বিভিন্ন জেলায় রেশন বিক্ষোভের আঁচ পেয়ে খাদ্য দপ্তর হুঁশিয়ারি দেয়,যেখানেই রেশন নিয়ে বিক্ষোভ হবে,সেখানেই রেশন সামগ্রী দেওয়া বন্ধ করে দেওয়া হবে।কিন্তু,তারপরও বিভিন্ন জেলায় রেশন বিক্ষোভ অব্যাহত।কোথাও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ,আবার কোথাও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ।আজ সকালে মুর্শিদাবাদের সালার,লালবাগে স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত হয় এলাকা।একইভাবে উত্তেজনা ছড়ায় কয়েকশো কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনাতেও।

এবার পাশের জেলা উত্তর 24 পরগনার দেগঙ্গাতেও ছড়াল উত্তেজনা।আজ দুপুরে দেগঙ্গার বেঁড়াচাপা বাজারে রেশনে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকেরা।বিক্ষোভের সময় সামাজিক দূরত্ব বজায় ছিল না।এই খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ বাহিনী। তাঁরা বিক্ষোভকারীদের হটাতে লাঠি দিয়ে তাড়া করে।সেই সময় পুলিশের হাত থেকে বাঁচতে অনেকেই সাইকেল,ব্যাগ ফেলে পালায়।পরে,পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এদিকে,সামাজিক দূরত্ব বজায় না রেখে রেশন পদ্ধতি চালু করায় দেগঙ্গার হামাদামা বাজারের এক রেশন ডিলারকে পুলিশ হুঁশিয়ারি দেয় ।কুপন পদ্ধতি চালু করে পরবর্তী সময়ে রেশন সামগ্রী দেওয়ার নির্দেশ দেয় পুলিশ।একই ঘটনা ঘটায় দেগঙ্গা থানা সংলগ্ন এক রেশন দোকানে গিয়েও পুলিশ ভিড় সরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্যোগী হয়। সবমিলিয়ে,লকডাউনের মধ্যে যেভাবে রেশন বিক্ষোভ মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন জায়গায় তা প্রশাসনের কাছে যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।সেই অস্বস্তি কাটাতে সরকার কিংবা প্রশাসন কী উদ্যোগ নেয়,সেটাই এখন দেখার বিষয়।

দেগঙ্গা, 2 মে : সরকারের হুঁশিয়ারির পরও রেশন বিক্ষোভ অব্যাহত জেলায় জেলায়।রেশনে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে এবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় বিক্ষোভ দেখালেন বাসিন্দারা।পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয় আন্দোলনকারীদের।পুলিশের হাত থেকে বাঁচতে অনেকে ঘটনাস্থান থেকে সাইকেল ফেলে পালায় ।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

যদিও,লাঠি দিয়ে তাড়া করার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।তাঁদের বক্তব্য,"রেশন দোকানে সামাজিক দূরত্ব বজায় না থাকায় গ্রাহকদের সরিয়ে দেওয়া হয়েছে মাত্র।সেই সময় হয়তো সাইকেল নিচে পড়ে যেতে পারে"।

রাজ্যের বিভিন্ন জেলায় রেশন বিক্ষোভের আঁচ পেয়ে খাদ্য দপ্তর হুঁশিয়ারি দেয়,যেখানেই রেশন নিয়ে বিক্ষোভ হবে,সেখানেই রেশন সামগ্রী দেওয়া বন্ধ করে দেওয়া হবে।কিন্তু,তারপরও বিভিন্ন জেলায় রেশন বিক্ষোভ অব্যাহত।কোথাও রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ,আবার কোথাও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ।আজ সকালে মুর্শিদাবাদের সালার,লালবাগে স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত হয় এলাকা।একইভাবে উত্তেজনা ছড়ায় কয়েকশো কিলোমিটার দূরে দক্ষিণ 24 পরগনাতেও।

এবার পাশের জেলা উত্তর 24 পরগনার দেগঙ্গাতেও ছড়াল উত্তেজনা।আজ দুপুরে দেগঙ্গার বেঁড়াচাপা বাজারে রেশনে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকেরা।বিক্ষোভের সময় সামাজিক দূরত্ব বজায় ছিল না।এই খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে দেগঙ্গা থানার পুলিশ বাহিনী। তাঁরা বিক্ষোভকারীদের হটাতে লাঠি দিয়ে তাড়া করে।সেই সময় পুলিশের হাত থেকে বাঁচতে অনেকেই সাইকেল,ব্যাগ ফেলে পালায়।পরে,পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এদিকে,সামাজিক দূরত্ব বজায় না রেখে রেশন পদ্ধতি চালু করায় দেগঙ্গার হামাদামা বাজারের এক রেশন ডিলারকে পুলিশ হুঁশিয়ারি দেয় ।কুপন পদ্ধতি চালু করে পরবর্তী সময়ে রেশন সামগ্রী দেওয়ার নির্দেশ দেয় পুলিশ।একই ঘটনা ঘটায় দেগঙ্গা থানা সংলগ্ন এক রেশন দোকানে গিয়েও পুলিশ ভিড় সরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্যোগী হয়। সবমিলিয়ে,লকডাউনের মধ্যে যেভাবে রেশন বিক্ষোভ মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন জায়গায় তা প্রশাসনের কাছে যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।সেই অস্বস্তি কাটাতে সরকার কিংবা প্রশাসন কী উদ্যোগ নেয়,সেটাই এখন দেখার বিষয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.