বারাসত, ১৪ মার্চ : "ওরা গন্ডগোল করবে। গুন্ডামি করবে। তবে গুন্ডামির জবাব গুন্ডামি দিয়েই হবে। আমরা তৈরি আছি।" বারাসত বিশেষ আদালতে সারদা মামলার শুনানির হাজিরা শেষে BJP-কে আক্রমণ করে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা মদন মিত্র।
কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রকে আক্রমণ করে মদন মিত্র বলেন, "কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাচ্ছে। প্রশাসনের উপর চাপ দিচ্ছে। এরপর যদি কোনও বিদ্রোহ হয় ওরা সামাল দিতে পারবে না।"
রাজ্যে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী মদন মিত্র। তিনি বলেন, "বিষয়টা নুসরত, মিমি বা মুনমুন নয়। ৪২টা কেন্দ্রেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি লোকসভা, রাজ্যসভায় না গেলেও জনসভায় থাকব।"
রাজ্য পুলিশ নয়। বিশেষ অবজ়ারভার নিয়োগ করে তাঁদের রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। গতকাল দিল্লিতে নির্বাচন কমিশনে এই দাবি জানিয়েছিলেন রবিশংকর প্রসাদ। এপ্রসঙ্গে মদন মিত্র বলেন, "সমস্ত বুথে শুধুমাত্র BJP-র এজেন্ট থাক। কেন্দ্রীয় বাহিনী থাক। রাজ্য পুলিশকে বসিয়ে রাখা হোক। তবুও ওরা জিততে পারবে না।"