কামারহাটি, 28 এপ্রিল : পাটের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জুটমিল ৷ কিছুদিন আগেই কাঁচামালের অভাবে কারখানা বন্ধের নোটিস পড়েছে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের গেটে ৷ এবার এই তালিকায় ঢুকে পড়ল কামারহাটির প্রবর্তক জুটমিলের নাম ৷
কামারহাটি অঞ্চলে ঐতিহ্যপূর্ণ জুটমিল প্রবর্তক ৷ মিল আজ সকালে নাইট শিফট শেষ হওয়ার সময় নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ ৷ তাতে লেখা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে জুটমিল ৷ বিভিন্ন জায়গায় জুটমিল বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ এবার সেই তালিকায় যোগ হল প্রবর্তক জুটমিলের নাম ৷ এই জুটমিলে শ্রমিক সংখ্যা প্রায় 2500 জন ৷ এতজন মানুষ এক লহমায় কাজ হারিয়ে বসলেন ৷
শ্রমিকদের দাবি, কিছু দিন আগে মিল কর্তৃপক্ষের তরফ থেকে একটি মিটিংয়ে জানানো হয় কারখানায় কাঁচামালের অভাব দেখা দিয়েছে ৷ এই কারণে যে কোনও দিন বন্ধ হয়ে যেতে পারে কারখানা ৷ তবে আজ সকালে কারখানা বন্ধের যে নোটিস দেওয়া হয়েছে তাতে সব দোষ চাপানো হয়েছে শ্রমিকদের উপর ৷ সেখানে বলা হয়েছে কর্মীদের অসহযোগিতার কারণে বন্ধ হচ্ছে কারখানা ৷ এরপরই ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ দোখাতে শুরু করে ৷ এছাড়াও এই করোনা পরিস্থতিতে কাজ হারালেন আড়াই হাজার মানুষ ৷ কিভাবে এই পরিস্থিতির সঙ্গে তাঁরা লড়াই করবেন এই ভেবেই দিশেহারা প্রবর্তক জুটমিলের শ্রমিকরা ৷
আরও পড়ুন : রিলায়েন্স জুটমিল বন্ধের নোটিস, উত্তেজনা ভাটপাড়ায়