বারাসত, 7 মে : মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় সার ! হিংসা থামার বিরাম নেই উত্তর 24 পরগনায় । এবার এবিভিপি করার অপরাধে সংগঠনের এক জেলার নেতার বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে বারাসত পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে ।
ভোটের ফলাফল প্রকাশ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসা,হানাহানির খবর সামনে আসতে শুরু করেছে। কোথাও বিরোধীদের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ। আবার কোথাও বিরোধী কর্মী-সমর্থকদের বাড়িতে তান্ডব এবং লুঠপাট চালানোর অভিযোগ । অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে । ভোট পরবর্তী হিংসা বাড়তে থাকায় দায়িত্বভার গ্রহণের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে । জানা গিয়েছে, উৎপল রায় নামে এবিভিপির ওই জেলা নেতার বাড়ি বারাসতের কানাপুকুর অঞ্চলে । বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ । ভাঙচুর করা হয় ঘরের যাবতীয় জিনিসপত্র । ঘটনার সময় বাড়িতে ছিলেন না এবিভিপির জেলার সহসভাপতি উৎপল রায় । তাঁকে না পেয়ে হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে । পরে,বাড়িতে ফিরে গোটা ঘটনাটি পরিবারের কাছ থেকে জানতে পারেন এবিভিপির ওই নেতা । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । আতঙ্কিত পরিবারের লোকজন ।
আরও পড়ুন : করোনাকে কিস্তিমাত করতে এবার টেরাকোটার আদলে দাবা
এই বিষয়ে এবিভিপির জেলা নেতা উৎপল রায় বলেন, "শুধু আমার বাড়িই নয়, ক্ষমতায় আসার পরই রাজ্য জুড়ে অরাজকতা তৈরি করেছে শাসক দল। কোথাও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে।আবার কোথাও আরএসএস, হিন্দুত্ববাদী সংগঠনের কার্যকর্তাদের বাড়িতে তান্ডব চলছে। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি আমার বাবা,মা এবং দাদাও। তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ৷"