সোদপুর, 17 এপ্রিল : পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে আরও একজনকে গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা টিম ৷ ধৃতের নাম ধনঞ্জয় কুমার । বিহার থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ । ট্রানজিট রিমান্ডে শনিবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ছ'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন (Police arrest weapon supplier in Panihati Murder Case)।
এই নিয়ে অনুপম দত্ত খুনে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন । আগেই পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত অমিত পণ্ডিতকে । এই সুপারি কিলারই খুব কাছ থেকে অনুপমকে গুলি করে খুন করে । তাকে জেরা করে খুনের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী বাপি পণ্ডিতের নাম উঠে আসে ৷ পরে তাকেও গ্রেফতার করে তদন্তকারীরা ।
এই দু'জনকে জেরা করেই বিহারের বাসিন্দা ধনঞ্জয় কুমারের নাম সামনে আসে । জানা যায়, এই ধনঞ্জয়ই খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল । সম্প্রতি ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের একটি দল হানা দেয় বিহারের পটনায় । সেখান থেকেই ধনঞ্জয়কে গ্রেফতার করার পর বৃহস্পতিবার তাকে পটনা আদালত তোলা হয় । সেখান থেকে ট্রানজিট রিমান্ডে তাকে ব্যারাকপুরে আনা হয় । পুলিশ ধনঞ্জয়কে জেরা করে আগ্নেয়াস্ত্র সরবরাহের জন্য বাপি তাকে কত টাকা দিয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে ।
আরও পড়ুন : পানিহাটিতে কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের
গত 13 মার্চ আগরপাড়া বিটি রোড সংলগ্ন দলীয় কার্যালয়ে বাইকে করে এসে অনুপম দত্তকে লক্ষ্য করে দু'টি গুলি চালায় দুষ্কৃতীরা। একটি মাথায় এবং অপর গুলিটি লাগে তৃণমূল কাউন্সিলরের কাঁধে ৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ এরপর বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই তৃণমূল কাউন্সিলরের।