ETV Bharat / state

নিউ ব্যারাকপুরের ভষ্মীভূত গেঞ্জি কারখানার মালিক গ্রেফতার

অবশেষে গ্রেফতার হলেন নিউ বারাকপুরে গেঞ্জি কারখানার মালিক অজয় লক্কর ৷ ব্যারাকপুর আদালতে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করলে একদিনের হেফাজত পায় পুলিশ ৷ পরে আজ কারখানার মালিককে আদলতে তোলা হলে, তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আদালত থেকে বেরানোর পর অজয় লক্করকে প্রশ্ন করা হলে তিনি মুখ খোলেননি ৷

গ্রেফতার হলেন নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার মালিক
গ্রেফতার হলেন নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার মালিক
author img

By

Published : Jun 3, 2021, 8:47 PM IST

বারাকপুর , 3 জুন : অবশেষে গ্রেফতার হলেন ব্যারাকপুরের গেঞ্জি কারখানার মালিক অজয় লক্কর ৷ কারখানাটিতে আগুন লাগার পর তিনি ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছিলেন ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ ব্যারাকপুর পুলিশ শেষপর্যন্ত গ্রেফতার করল মালিককে ৷

নিহত পরিবারের তরফে ও দমকল বিভাগের তরফে তাঁর বিরুদ্ধে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ তার ভিত্তিতেই ঝাড়খণ্ড থেকে ব্যরাকপুর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷ ব্যারাকপুর আদালতে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করলে একদিনের হেফাজত পায় পুলিশ ৷ পরে আজ কারখানার মালিককে আদলতে তোলা হলে, তাঁর বিরুদ্ধে পি এস 304 , 286 ও ভারতীয় দণ্ডবিধির 186 ও ডব্লিউবি এফএসএ 26/30 এবং ডিএম অ্যাক্ট 51 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আদালত থেকে বেরানোর পর অজয় লক্করকে প্রশ্ন করা হলে তিনি মুখ খোলেননি ৷

অবশেষে গ্রেফতার হলেন নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার মালিক

অভিযুক্তের আইনজীবীকে প্রশ্ন করা হয় , কেন লকডাউনে কারখানা খোলা ছিল? এর উত্তরে তিনি বলেন, "লকডাউনের পর শ্রমিকরা কারখানাতেই থেকে গিয়েছিলেন ৷ কারখানা বন্ধ ছিল ৷ "

আরও পড়ুন : 30 ঘণ্টা পরও গেঞ্জি কারখানায় জ্বলছে আগুন, খোঁজ নেই 4 শ্রমিকের

প্রসঙ্গত , 26 মে গভীর রাতে আগুন লাগে নিউ ব্যারাকপুরের বিলকান্দার গেঞ্জি কারখানা এবং ওষুধের গুদামে । অগ্নিদগ্ধ মৃত্যু হয়েছিল কারখানার ভেতরে আটকে পড়া 4 শ্রমিকের ৷

বারাকপুর , 3 জুন : অবশেষে গ্রেফতার হলেন ব্যারাকপুরের গেঞ্জি কারখানার মালিক অজয় লক্কর ৷ কারখানাটিতে আগুন লাগার পর তিনি ঝাড়খণ্ডে গা ঢাকা দিয়েছিলেন ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ ব্যারাকপুর পুলিশ শেষপর্যন্ত গ্রেফতার করল মালিককে ৷

নিহত পরিবারের তরফে ও দমকল বিভাগের তরফে তাঁর বিরুদ্ধে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ তার ভিত্তিতেই ঝাড়খণ্ড থেকে ব্যরাকপুর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷ ব্যারাকপুর আদালতে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করলে একদিনের হেফাজত পায় পুলিশ ৷ পরে আজ কারখানার মালিককে আদলতে তোলা হলে, তাঁর বিরুদ্ধে পি এস 304 , 286 ও ভারতীয় দণ্ডবিধির 186 ও ডব্লিউবি এফএসএ 26/30 এবং ডিএম অ্যাক্ট 51 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ আদালত থেকে বেরানোর পর অজয় লক্করকে প্রশ্ন করা হলে তিনি মুখ খোলেননি ৷

অবশেষে গ্রেফতার হলেন নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার মালিক

অভিযুক্তের আইনজীবীকে প্রশ্ন করা হয় , কেন লকডাউনে কারখানা খোলা ছিল? এর উত্তরে তিনি বলেন, "লকডাউনের পর শ্রমিকরা কারখানাতেই থেকে গিয়েছিলেন ৷ কারখানা বন্ধ ছিল ৷ "

আরও পড়ুন : 30 ঘণ্টা পরও গেঞ্জি কারখানায় জ্বলছে আগুন, খোঁজ নেই 4 শ্রমিকের

প্রসঙ্গত , 26 মে গভীর রাতে আগুন লাগে নিউ ব্যারাকপুরের বিলকান্দার গেঞ্জি কারখানা এবং ওষুধের গুদামে । অগ্নিদগ্ধ মৃত্যু হয়েছিল কারখানার ভেতরে আটকে পড়া 4 শ্রমিকের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.