বিধাননগর, ২২ মার্চ : কলকাতা বিমানবন্দরে অবৈধ অনুপ্রবেশ ও ভুয়ো নথির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল বিমানবন্দর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম অহিদুল সর্দার। সে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা।
জানা গেছে, মালয়েশিয়া থেকে ফিরছিল অহিদুল। কলকাতা বিমানবন্দরে নামার পর তার পাসপোর্ট ও নথিপত্রে গরমিল চোখে পড়ে। তার উচ্চারণেও পুলিশের সন্দেহ হওয়ায় তাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে বাংলাদেশের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। তারপর অবৈধভাবে আধার কার্ডসহ বেশ কিছু ভারতীয় নথিপত্র বানিয়েছে। তার এই কাজে কয়েকজন ভারতীয় দালাল সহযোগিতা করেছিল। এমন কী অভিবাসন দপ্তরের নজর এড়িয়ে সে কিছুদিন আগে মালয়েশিয়া পালিয়ে গেছিল।
২০১১ সালে অহিদুল ভারতে আসে। এতদিন বসিরহাটে এক পরিচিতের বাড়ি ছিল। গতরাতে জাল নথি বানানো, অবৈধ অনুপ্রবেশ, ১৪ ফরেনার্স অ্যাক্টে বিমানবন্দর থানার পুলিশ তাকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে।