হাড়োয়া, 4 জুলাই: হাড়োয়া বোমা বিস্ফোরণকাণ্ডে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের জালে শাসকদলেরই এক কর্মী ৷ ধৃতের নাম রবীন মণ্ডল ৷ পুলিশ সূত্রে খবর, বোমা বাঁধার সময় ঘটনাস্থলে হাজির ছিলেন তিনি ৷ তবে, বিস্ফোরণের ঠিক আগে ঘটনাস্থল থেকে দূরে থাকায় ওই রবীন মণ্ডলের কোনও ক্ষতি হয়নি ৷ তাকে জেরা করে পুলিশ একপ্রকার নিশ্চিত হয়েছে, ঘটনাস্থলে বোমা বাঁধার কাজই করছিল মৃত পরিতোষ মণ্ডল ৷ আর সেই সময় পরিতোষ মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশকে জানিয়েছেন ধৃত রবীন ৷ এই বিস্ফোরণে গুরুতর আহত নারায়ণ পালিতের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে ৷ তিনি বর্তমানে কলকাতার একটি হাসপাতালে ভরতি রয়েছেন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে হাড়োয়ার শালিপুরে হানা দিয়ে রবীনকে ধরা হয় ৷ ধৃত রবীন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পেরেছে, ঘটনার সময় মোট পাঁচজন সেখানে ছিল ৷ কিন্তু, রবীন বাদে বিস্ফোরণে এক তৃণমূল কর্মীর মৃত্যু এবং অপরজন আহত হলেও, বাকি দু'জনের খোঁজ পায়নি পুলিশ ৷ তাঁদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ কিন্তু, কী কারণে বোমা বাঁধা হচ্ছিল ? কারাই বা সেই বোমা তৈরির করতে বলেছিল ? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ৷ এই বিষয়ে ধৃতকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন হাড়োয়া থানার তদন্তকারী আধিকারিকরা ৷ সূত্রের খবর, স্থানীয় এক তৃণমূল নেতা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ ৷ সেই তৃণমূল নেতার মদতেই নাকি বোমা তৈরির কাজ চলছিল ৷
প্রসঙ্গত, সোমবার ভোররাতে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে হাড়োয়ার শালিপুরের শুড়িপুকুর এলাকা ৷ বিস্ফোরণে প্রাণ হারান তৃণমূল কর্মী পরিতোষ মণ্ডল (47) ৷ পুলিশ সূত্রে খবর, বোমা বাঁধার সময় বিস্ফোরণে তাঁর হাত উড়ে যায় ৷ আর শরীরের বিভিন্ন অংশে স্প্রিন্টার ঢুকে যায় ওই তৃণমূল কর্মীর শরীরের বিভিন্ন অংশে ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিতোষের ৷ আরেক তৃণমূল কর্মী নারায়ণ পালিত গুরুতর জখম হন ৷ যদিও, বোমা বাঁধার তত্ত্ব মানতে নারাজ মৃতের পরিবার ৷
আরও পড়ুন: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু তৃণমূল কর্মীর, আহত আরও এক
মৃতের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিবাদের জেরে শাসকদলেরই বিরুদ্ধ গোষ্ঠীর লোকজনের হাতে খুন হয়েছেন পরিতোষ মণ্ডল ৷ কুপিয়ে খুন করার পর পরিতোষের শরীরে বোমা বিস্ফোরণ করানো হয় বলে অভিযোগ করেছেন তাঁরা ৷ যদিও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ এ নিয়ে কিছুই বলতে নারাজ ৷