ETV Bharat / state

Hingalganj Blast Case: বিস্ফোরণে উড়েছিল হাত ! চিকিৎসা করিয়ে গ্রামে ফিরতেই গ্রেফতার 'ফেরার' সুজন গাজি

হিঙ্গলগঞ্জ বিস্ফোরণে উড়েছিল হাত ৷ লুকিয়ে চিকিৎসা করিয়ে গ্রামে ফিরতেই পুলিশের জালে অভিযুক্ত সুজন গাজি ৷ অভিযুক্তকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (Hingalganj Blast Case) ৷

Hingalganj Blast Case
গ্রেফতার হিঙ্গলগঞ্জ বিস্ফোরণে জখম অভিযুক্ত সুজন গাজী
author img

By

Published : Jun 29, 2022, 10:03 PM IST

হিঙ্গলগঞ্জ, 29 জুন: বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি হাত । তারপর থেকে নিখোঁজ ছিল হিঙ্গলগঞ্জ বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সুজন গাজি (One more accused was arrested in Hingalganj Blast Case) ৷ যদিও তাতে শেষরক্ষা হয়নি ৷ লুকিয়ে চিকিৎসা করে গ্রামে ফিরতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷

হিঙ্গলগঞ্জের দক্ষিণ বাঁকড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । ফলে এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 4 ৷ আগেই ঘটনার মূলচক্রী তৃণমূল নেতা ইকবাল আহমেদ ও তার দুই সঙ্গী মুসলিম গায়েন ও মোবারক ঢালি-কে গ্রেফতার করেছিল পুলিশ ।

চলতি মাসের 2 তারিখে হিঙ্গলগঞ্জের দক্ষিণ বাঁকড়া গ্রামের একটি ফাঁকা মাঠে বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল (Hingalganj Blast Case)। বিস্ফোরণে ঘটনাস্থলেই আতাউর শেখ নামে এক দুষ্কৃতীর মৃত্যু হয় । আহত হয় আরও 3 । বিস্ফোরণের তীব্রতায় হাত উড়ে গিয়েছিল সুজন গাজির । আহত অবস্থাতেই থেকে গা-ঢাকা দিয়েছিলেন তিনি । শেষে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, মঙ্গলবার রাতে গ্রামে ফিরেছে সুজন । খবর পেতেই অভিযান চালানো হয় দক্ষিণ বাঁকড়া গ্রামে । সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : বোমা বাঁধতে গিয়ে একের পর এক বিস্ফোরণ, হিঙ্গলগঞ্জে ঝলসে গেল দুষ্কৃতীর দেহ

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হাতের চিকিৎসার জন্য কলকাতার একটি গোপন আস্তানায় এতদিন লুকিয়ে ছিলেন সুজন গাজি । চিকিৎসার পর তার হাতের ক্ষত এখন অনেকটাই সেরে গিয়েছে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে তৃণমূল নেতা ইকবাল আহমেদ বিপরীত গোষ্ঠীর লোকেদের শায়েস্তা করতেই বোমা বাঁধার বরাত দিয়েছিলেন বহিরাগত দুষ্কৃতীদের । কিভাবে বোমা বাঁধার কাজ চলছিল ? কতজন দুষ্কৃতী ঘটনার সময় হাজির ছিল ? মৃত দুষ্কৃতীদের দেহ কীভাবে লোপাটের চেষ্টা করা হয়েছিল ? সবই উঠে আসে ঘটনা পুনর্নির্মাণের সময় ।

হিঙ্গলগঞ্জ, 29 জুন: বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি হাত । তারপর থেকে নিখোঁজ ছিল হিঙ্গলগঞ্জ বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সুজন গাজি (One more accused was arrested in Hingalganj Blast Case) ৷ যদিও তাতে শেষরক্ষা হয়নি ৷ লুকিয়ে চিকিৎসা করে গ্রামে ফিরতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ৷

হিঙ্গলগঞ্জের দক্ষিণ বাঁকড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । ফলে এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 4 ৷ আগেই ঘটনার মূলচক্রী তৃণমূল নেতা ইকবাল আহমেদ ও তার দুই সঙ্গী মুসলিম গায়েন ও মোবারক ঢালি-কে গ্রেফতার করেছিল পুলিশ ।

চলতি মাসের 2 তারিখে হিঙ্গলগঞ্জের দক্ষিণ বাঁকড়া গ্রামের একটি ফাঁকা মাঠে বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল (Hingalganj Blast Case)। বিস্ফোরণে ঘটনাস্থলেই আতাউর শেখ নামে এক দুষ্কৃতীর মৃত্যু হয় । আহত হয় আরও 3 । বিস্ফোরণের তীব্রতায় হাত উড়ে গিয়েছিল সুজন গাজির । আহত অবস্থাতেই থেকে গা-ঢাকা দিয়েছিলেন তিনি । শেষে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, মঙ্গলবার রাতে গ্রামে ফিরেছে সুজন । খবর পেতেই অভিযান চালানো হয় দক্ষিণ বাঁকড়া গ্রামে । সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : বোমা বাঁধতে গিয়ে একের পর এক বিস্ফোরণ, হিঙ্গলগঞ্জে ঝলসে গেল দুষ্কৃতীর দেহ

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হাতের চিকিৎসার জন্য কলকাতার একটি গোপন আস্তানায় এতদিন লুকিয়ে ছিলেন সুজন গাজি । চিকিৎসার পর তার হাতের ক্ষত এখন অনেকটাই সেরে গিয়েছে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে তৃণমূল নেতা ইকবাল আহমেদ বিপরীত গোষ্ঠীর লোকেদের শায়েস্তা করতেই বোমা বাঁধার বরাত দিয়েছিলেন বহিরাগত দুষ্কৃতীদের । কিভাবে বোমা বাঁধার কাজ চলছিল ? কতজন দুষ্কৃতী ঘটনার সময় হাজির ছিল ? মৃত দুষ্কৃতীদের দেহ কীভাবে লোপাটের চেষ্টা করা হয়েছিল ? সবই উঠে আসে ঘটনা পুনর্নির্মাণের সময় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.