ETV Bharat / state

মদের ঠেকের প্রতিবাদ, হাতুড়ি দিয়ে মাথায় মেরে প্রৌঢ়কে খুনের অভিযোগ দত্তপুকুরে - duttapukur murder news

আলি হোসেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাফিজুল ইসলাম ও সিরাজুল ইসলাম নামে দু'জনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ । হাফিজুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগও রয়েছে ।

duttapukur
হাতুড়ি দিয়ে মাথায় মেরে প্রৌঢ়কে খুন
author img

By

Published : May 9, 2020, 9:50 PM IST

দত্তপুকুর, 9মে : দত্তপুকুরে প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । হাতুড়ি তাঁর মাথায় আঘাত করা হয়েছিল । মৃতের নাম আলি হোসেন (52) । অভিযুক্ত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে বলে জানিয়েছেন স্থানীয়রা । স্থানীয় সূত্রে খবর, বামনগাছি এলাকায় লকডাউনের মধ্যেও মদ ও গাঁজার ঠেকে প্রতিদিন ভিড় করছিল স্থানীয় যুবকরা । মাঝেরপাড়ার বাসিন্দা আলমগির হোসেন এই ঘটনার প্রতিবাদ করেন । বচসা হয় দুইপক্ষের মধ্যেই । গত রবিবার মাঠে কাজ করছিলেন আলমগির হোসেন ও তাঁর বাবা আলি হোসেন । সেই সময় ওই যুবকরা তাঁদের উপর চড়াও হয় । মারধর শুরু করে । হাতুড়ি দিয়ে আলি হোসেনের মাথায় আঘাত করে । জখম অবস্থায় আলি হোসেনকে হাসপাতালে ভরতি করা হয় । চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন । গতকাল কলকাতার SSKM হাসপাতালে আলি হোসেনের মৃত্যু হয় ।

আলি হোসেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাফিজুল ইসলাম ও সিরাজুল ইসলাম নামে দু'জনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ । হাফিজুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগও রয়েছে ।

তবে এই ঘটনা দত্তপুকুরে প্রথম নয় । আলি হোসেনের মৃত্যু মনে করিয়ে দিচ্ছে ছয় বছর আগের ঘটনা । একইভাবে অন্যায়ের প্রতিবাদ করায় খুন হয়েছিলেন সৌরভ চৌধুরি । সাল 2014 । মদ ও জুয়ার ঠেকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ।

ছোটো জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল হক বলেন, “মৃত আলি হোসেনের ছেলে এলাকায় মদ, গাঁজার ঠেকের প্রতিবাদ করেছিলেন । কমবয়সি যে ছেলেরা নেশার ঠেকে যায়, তাঁদের পরিবারের সদস্যদের তিনি সচেতন করেছিলেন । সেই কারণে রবিবার হাফিজুল ও সিরাজুল তাঁদের উপর হামলা চালায় । শুক্রবার বিকেলে আলি হোসেন মারা গিয়েছেন ।”

বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনায় দু'জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছিল । দু'জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে ।

যদিও পুলিশের প্রাথমিক অনুমান, রাগের কারণেই আলি হোসেনকে আক্রমণ করে স্থানীয় যুবকরা । তবে কী কারণে এই খুন , অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

দত্তপুকুর, 9মে : দত্তপুকুরে প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । হাতুড়ি তাঁর মাথায় আঘাত করা হয়েছিল । মৃতের নাম আলি হোসেন (52) । অভিযুক্ত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে বলে জানিয়েছেন স্থানীয়রা । স্থানীয় সূত্রে খবর, বামনগাছি এলাকায় লকডাউনের মধ্যেও মদ ও গাঁজার ঠেকে প্রতিদিন ভিড় করছিল স্থানীয় যুবকরা । মাঝেরপাড়ার বাসিন্দা আলমগির হোসেন এই ঘটনার প্রতিবাদ করেন । বচসা হয় দুইপক্ষের মধ্যেই । গত রবিবার মাঠে কাজ করছিলেন আলমগির হোসেন ও তাঁর বাবা আলি হোসেন । সেই সময় ওই যুবকরা তাঁদের উপর চড়াও হয় । মারধর শুরু করে । হাতুড়ি দিয়ে আলি হোসেনের মাথায় আঘাত করে । জখম অবস্থায় আলি হোসেনকে হাসপাতালে ভরতি করা হয় । চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন । গতকাল কলকাতার SSKM হাসপাতালে আলি হোসেনের মৃত্যু হয় ।

আলি হোসেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে হাফিজুল ইসলাম ও সিরাজুল ইসলাম নামে দু'জনকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ । হাফিজুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগও রয়েছে ।

তবে এই ঘটনা দত্তপুকুরে প্রথম নয় । আলি হোসেনের মৃত্যু মনে করিয়ে দিচ্ছে ছয় বছর আগের ঘটনা । একইভাবে অন্যায়ের প্রতিবাদ করায় খুন হয়েছিলেন সৌরভ চৌধুরি । সাল 2014 । মদ ও জুয়ার ঠেকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ।

ছোটো জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল হক বলেন, “মৃত আলি হোসেনের ছেলে এলাকায় মদ, গাঁজার ঠেকের প্রতিবাদ করেছিলেন । কমবয়সি যে ছেলেরা নেশার ঠেকে যায়, তাঁদের পরিবারের সদস্যদের তিনি সচেতন করেছিলেন । সেই কারণে রবিবার হাফিজুল ও সিরাজুল তাঁদের উপর হামলা চালায় । শুক্রবার বিকেলে আলি হোসেন মারা গিয়েছেন ।”

বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনায় দু'জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছিল । দু'জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে ।

যদিও পুলিশের প্রাথমিক অনুমান, রাগের কারণেই আলি হোসেনকে আক্রমণ করে স্থানীয় যুবকরা । তবে কী কারণে এই খুন , অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.