ETV Bharat / state

স্টুডিয়োর আড়ালে মাদকের কারবার, ধৃত মালিক - মাদকের কারবার চালানোর অভিযোগে গ্রেপ্তার মালিক

স্টুডিয়ো ও মোবাইল সেন্টারের আড়ালে মাদকের কারবার চালানোর অভিযোগে গ্রেপ্তার মালিক ৷ ধৃতের নাম আকাশ ঘোষ ৷

ধৃত আকাশ ঘোষ
author img

By

Published : Sep 18, 2019, 9:39 PM IST

Updated : Sep 18, 2019, 11:09 PM IST

বাদুড়িয়া, 18 সেপ্টেম্বর : স্টুডিয়ো ও মোবাইল সেন্টারের আড়ালে মাদকের কারবার চালানোর অভিযোগে গ্রেপ্তার মালিক ৷ ধৃতের নাম আকাশ ঘোষ ৷ উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার কেওটশাহ বাজারের ঘটনা ৷

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কেওটশাহ গ্রাম ৷ গত কয়েক বছর ধরে কেওটশাহ বাজারে চলছে আকাশ স্টুডিয়ো এবং মোবাইল সেন্টার ৷ ওই স্টুডিয়োতে ছবি তোলার নাম করে তরল মাদক কোডেনের কারবার চালাচ্ছিল স্টুডিয়োর মালিক আকাশ ঘোষ৷ গতকাল রাত ন'টা নাগাদ ক্রেতা সেজে আকাশ স্টুডিয়োতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কোডেন উদ্ধার করে পুলিশ ৷ এরপরই স্টুডিয়ো মালিক আকাশকে গ্রেপ্তার করে ৷ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় পুলিশ ৷

আরও পড়ুন : বাদুড়িয়ায় BJP কর্মীকে মারধর, বসিরহাটে ভোটদানে বাধা; অভিযুক্ত তৃণমূল

আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ৷ পুলিশের অনুমান, আকাশের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগ রয়েছে ৷ ধৃতকে জেরা করে মাদক পাচারচক্রে জড়িতদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷

বাদুড়িয়া, 18 সেপ্টেম্বর : স্টুডিয়ো ও মোবাইল সেন্টারের আড়ালে মাদকের কারবার চালানোর অভিযোগে গ্রেপ্তার মালিক ৷ ধৃতের নাম আকাশ ঘোষ ৷ উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার কেওটশাহ বাজারের ঘটনা ৷

ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কেওটশাহ গ্রাম ৷ গত কয়েক বছর ধরে কেওটশাহ বাজারে চলছে আকাশ স্টুডিয়ো এবং মোবাইল সেন্টার ৷ ওই স্টুডিয়োতে ছবি তোলার নাম করে তরল মাদক কোডেনের কারবার চালাচ্ছিল স্টুডিয়োর মালিক আকাশ ঘোষ৷ গতকাল রাত ন'টা নাগাদ ক্রেতা সেজে আকাশ স্টুডিয়োতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কোডেন উদ্ধার করে পুলিশ ৷ এরপরই স্টুডিয়ো মালিক আকাশকে গ্রেপ্তার করে ৷ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই অভিযান চালায় পুলিশ ৷

আরও পড়ুন : বাদুড়িয়ায় BJP কর্মীকে মারধর, বসিরহাটে ভোটদানে বাধা; অভিযুক্ত তৃণমূল

আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ৷ পুলিশের অনুমান, আকাশের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগ রয়েছে ৷ ধৃতকে জেরা করে মাদক পাচারচক্রে জড়িতদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷

Intro:সামনে স্টুডিও, ভিতরে মাদক কারবার, গ্রেফতার মালিক

বাদুড়িয়াঃ সামনে স্টুডিও। ভিতরে মাদকের কারবর। অবশেষে পুলিশি অভিযানে পরদা ফাঁস। গ্রেফতার স্টুডিওর মালিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার কেওটশাহ বাজারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম কেওটশাহ। কেওটশাহ বাজারে গত কয়েক বছর ধরে চলছে আকাশ স্টুডিও ও মোবাইল সেন্টার। ওই স্টুডিওর আড়ালে ছবি তোলার নাম করে দীর্ঘদিন ধরে তরল মাদকের কারবার চালাচ্ছিল আকাশ ঘোষ নামে স্থানীয় প্রভাবশালী এক যুবক। সকাল-সন্ধে বহু যুবক বাইক নিয়ে সেখানে আসে। ভিতরে ঢোকে। কিছুক্ষণ পরে আবার চলে যায়। পুলিশের কাছে খবর যাচ্ছিল বিভিন্ন সূত্রে। মঙ্গলবার রাত ন'টা নাগাদ ক্রেতা সেজে পুলিশ অভিযান চালায় আকাশের স্টুডিওয়। সেখান থেকে লক্ষাধিক টাকার তরল মাদক উদ্ধার করে পুলিশ। মাদক উদ্ধার হওয়ার পরই স্টুডিওর মালিক আকাশকে গ্রেফতার করে পুলিশ। আকাশকে জেরা করে মাদক পাচার চক্রের নতুন তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশের অনুমান, আকাশের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে। আপাতত পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে গোটা চক্রের হাদিশ পাওয়ার চেষ্টা করছে।Body:সামনে স্টুডিও, ভিতরে মাদক কারবার, গ্রেফতার মালিক

বাদুড়িয়াঃ সামনে স্টুডিও। ভিতরে মাদকের কারবর। অবশেষে পুলিশি অভিযানে পরদা ফাঁস। গ্রেফতার স্টুডিওর মালিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার কেওটশাহ বাজারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম কেওটশাহ। কেওটশাহ বাজারে গত কয়েক বছর ধরে চলছে আকাশ স্টুডিও ও মোবাইল সেন্টার। ওই স্টুডিওর আড়ালে ছবি তোলার নাম করে দীর্ঘদিন ধরে তরল মাদকের কারবার চালাচ্ছিল আকাশ ঘোষ নামে স্থানীয় প্রভাবশালী এক যুবক। সকাল-সন্ধে বহু যুবক বাইক নিয়ে সেখানে আসে। ভিতরে ঢোকে। কিছুক্ষণ পরে আবার চলে যায়। পুলিশের কাছে খবর যাচ্ছিল বিভিন্ন সূত্রে। মঙ্গলবার রাত ন'টা নাগাদ ক্রেতা সেজে পুলিশ অভিযান চালায় আকাশের স্টুডিওয়। সেখান থেকে লক্ষাধিক টাকার তরল মাদক উদ্ধার করে পুলিশ। মাদক উদ্ধার হওয়ার পরই স্টুডিওর মালিক আকাশকে গ্রেফতার করে পুলিশ। আকাশকে জেরা করে মাদক পাচার চক্রের নতুন তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশের অনুমান, আকাশের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে। আপাতত পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে গোটা চক্রের হাদিশ পাওয়ার চেষ্টা করছে।Conclusion:সামনে স্টুডিও, ভিতরে মাদক কারবার, গ্রেফতার মালিক

বাদুড়িয়াঃ সামনে স্টুডিও। ভিতরে মাদকের কারবর। অবশেষে পুলিশি অভিযানে পরদা ফাঁস। গ্রেফতার স্টুডিওর মালিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার কেওটশাহ বাজারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম কেওটশাহ। কেওটশাহ বাজারে গত কয়েক বছর ধরে চলছে আকাশ স্টুডিও ও মোবাইল সেন্টার। ওই স্টুডিওর আড়ালে ছবি তোলার নাম করে দীর্ঘদিন ধরে তরল মাদকের কারবার চালাচ্ছিল আকাশ ঘোষ নামে স্থানীয় প্রভাবশালী এক যুবক। সকাল-সন্ধে বহু যুবক বাইক নিয়ে সেখানে আসে। ভিতরে ঢোকে। কিছুক্ষণ পরে আবার চলে যায়। পুলিশের কাছে খবর যাচ্ছিল বিভিন্ন সূত্রে। মঙ্গলবার রাত ন'টা নাগাদ ক্রেতা সেজে পুলিশ অভিযান চালায় আকাশের স্টুডিওয়। সেখান থেকে লক্ষাধিক টাকার তরল মাদক উদ্ধার করে পুলিশ। মাদক উদ্ধার হওয়ার পরই স্টুডিওর মালিক আকাশকে গ্রেফতার করে পুলিশ। আকাশকে জেরা করে মাদক পাচার চক্রের নতুন তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশের অনুমান, আকাশের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ রয়েছে। আপাতত পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে গোটা চক্রের হাদিশ পাওয়ার চেষ্টা করছে।
Last Updated : Sep 18, 2019, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.