ETV Bharat / state

Newtown Shoot-out : ভুয়ো নামে সিম কিনে জাল তৈরি করছিল ভরত - কাল্পনিক আকাশ পালের নাম করে সিমকার্ড কেনে ভরত

নতুন তথ্য উঠে এল নিউটাউন শ্যুট আউট কাণ্ডে (Newtown Shoot-out) ৷ গ্যাংস্টাররা ভুয়ো এক ব্যক্তির নামে মোবাইলের সিম কার্ড তুলেছিল ৷ পশ্চিম মেদিনীপুরের আকাশ পাল নামে এই ভুয়ো ব্যক্তিকে কেন বেছে নেওয়া হল তা জানতে তদন্ত চলছে ৷ এ বিষয় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

নিউটাউন শ্যুটআউট
নিউটাউন শ্যুটআউট
author img

By

Published : Jun 12, 2021, 10:21 AM IST

নিউটাউন, 12 জুন : নিউটাউনে গ্যাংস্টার এনকাউন্টার কাণ্ডে (Newtown Shoot-out) নতুন তথ্য সামনে এল ৷ ভুয়ো এক ব্যক্তির নামে কেনা হয় মোবাইলের সিম কার্ড ৷ সেই সিম কার্ডের মাধ্যমেই চলছিল ফোনাফুনি ৷ ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় পিংলার রায়পুরার বাসিন্দা আকাশ পাল নামে এক ব্যক্তির নাম উঠে আসে তদন্তে ৷ কিন্তু মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে কথা বলে রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা এখন এক প্রকার নিশ্চিত যে পিংলা থানা তথা গোটা জেলায় আকাশ পাল নামে যে ব্যক্তির পরিচয় ব্যবহার করা হয়েছে তার কোনও অস্বিত্বই নেই ৷

গোয়েন্দারা জানতে পেরেছিলেন, গত 17 মে পশ্চিম মেদিনীপুর জেলায় পিংলার বাসিন্দা আকাশ পাল নামে এক যুবকের নামে একটি প্রি-পেইড মোবাইল সিম কেনে গ্যাংস্টারেরা । এখানেই উঠছে একাধিক প্রশ্ন । যে ব্যক্তির অস্বিত্বই নেই, সেই ব্যক্তির আধার কার্ড কিংবা বৈধ্য কাগজপত্র গ্যাংস্টারেরা পেল কীভাবে ? তাহলে কি জাল পরিচয়পত্র তৈরির লোকেদের সঙ্গে কথা বলেই আকাশ পালের নামে জাল পরিচয়পত্র বানিয়েছিল দুষ্কৃতীরা ? আরও একটি বিষয় তদন্তকারীদের ভাবাচ্ছে তা হল, কেন দুষ্কৃতীরা পশ্চিম মেদিনীপুর জেলাকেই বেছে নিল ? কেন সেই জেলার সিম কার্ড কিনে গোটা অপারেশনটি করতে যাচ্ছিল মৃত জয়পাল সিং ভুল্লার ও তার দল ? ইতিমধ্যেই এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

পিংলার বাসিন্দা আকাশ পালের আধার কার্ডের নম্বর দিয়েই মোবাইল সিমটি কেনা হয় । ফলে সেখানকার একাধিক মোবাইলের দোকানের সঙ্গে কথা বলছে জেলা পুলিশ । গোয়েন্দারা জানাচ্ছেন, ওই সিম থেকে ফোন করত পঞ্জাব পুলিশের হাতে ধৃত ভরত । ফলে স্বাভাবিকভাবেই ভরতকে জেরা করতে চাইছে রাজ্য পুলিশের গোয়েন্দারা । কারণ এই ভরতকে জেরা করলে একাধিক জরুরি তথ্য বাইরে আসবে ।

গোয়েন্দারা জানাচ্ছেন, মূলত নিজেদের পরিচয় গোপন করার জন্যই এই পন্থা অবলম্বন করে দুষ্কৃতীরা । সম্প্রতি জাল পরিচয়পত্র বানানোর অভিযোগে একাধিক ব্যক্তি ও গ্যাংকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিআইডি । এবার প্রয়োজনে তাদেরও জিজ্ঞাসাবাদ করবে তারা ।

আরও পড়ুন : নিউটাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার

নিউটাউন, 12 জুন : নিউটাউনে গ্যাংস্টার এনকাউন্টার কাণ্ডে (Newtown Shoot-out) নতুন তথ্য সামনে এল ৷ ভুয়ো এক ব্যক্তির নামে কেনা হয় মোবাইলের সিম কার্ড ৷ সেই সিম কার্ডের মাধ্যমেই চলছিল ফোনাফুনি ৷ ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় পিংলার রায়পুরার বাসিন্দা আকাশ পাল নামে এক ব্যক্তির নাম উঠে আসে তদন্তে ৷ কিন্তু মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে কথা বলে রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা এখন এক প্রকার নিশ্চিত যে পিংলা থানা তথা গোটা জেলায় আকাশ পাল নামে যে ব্যক্তির পরিচয় ব্যবহার করা হয়েছে তার কোনও অস্বিত্বই নেই ৷

গোয়েন্দারা জানতে পেরেছিলেন, গত 17 মে পশ্চিম মেদিনীপুর জেলায় পিংলার বাসিন্দা আকাশ পাল নামে এক যুবকের নামে একটি প্রি-পেইড মোবাইল সিম কেনে গ্যাংস্টারেরা । এখানেই উঠছে একাধিক প্রশ্ন । যে ব্যক্তির অস্বিত্বই নেই, সেই ব্যক্তির আধার কার্ড কিংবা বৈধ্য কাগজপত্র গ্যাংস্টারেরা পেল কীভাবে ? তাহলে কি জাল পরিচয়পত্র তৈরির লোকেদের সঙ্গে কথা বলেই আকাশ পালের নামে জাল পরিচয়পত্র বানিয়েছিল দুষ্কৃতীরা ? আরও একটি বিষয় তদন্তকারীদের ভাবাচ্ছে তা হল, কেন দুষ্কৃতীরা পশ্চিম মেদিনীপুর জেলাকেই বেছে নিল ? কেন সেই জেলার সিম কার্ড কিনে গোটা অপারেশনটি করতে যাচ্ছিল মৃত জয়পাল সিং ভুল্লার ও তার দল ? ইতিমধ্যেই এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

পিংলার বাসিন্দা আকাশ পালের আধার কার্ডের নম্বর দিয়েই মোবাইল সিমটি কেনা হয় । ফলে সেখানকার একাধিক মোবাইলের দোকানের সঙ্গে কথা বলছে জেলা পুলিশ । গোয়েন্দারা জানাচ্ছেন, ওই সিম থেকে ফোন করত পঞ্জাব পুলিশের হাতে ধৃত ভরত । ফলে স্বাভাবিকভাবেই ভরতকে জেরা করতে চাইছে রাজ্য পুলিশের গোয়েন্দারা । কারণ এই ভরতকে জেরা করলে একাধিক জরুরি তথ্য বাইরে আসবে ।

গোয়েন্দারা জানাচ্ছেন, মূলত নিজেদের পরিচয় গোপন করার জন্যই এই পন্থা অবলম্বন করে দুষ্কৃতীরা । সম্প্রতি জাল পরিচয়পত্র বানানোর অভিযোগে একাধিক ব্যক্তি ও গ্যাংকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিআইডি । এবার প্রয়োজনে তাদেরও জিজ্ঞাসাবাদ করবে তারা ।

আরও পড়ুন : নিউটাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.