ETV Bharat / state

ঠাকুরবাড়িতে গভীররাতে বোমাবাজি - Miscreants

ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বোমাবাজি । তৃণমূল-BJP উভয় উভয়ের দিকে অভিযোগর আঙুল তুলেছে ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Sep 11, 2019, 7:17 PM IST

Updated : Sep 11, 2019, 7:55 PM IST

ঠাকুরনগর, 11 সেপ্টেম্বর : গভীররাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বোমাবাজি । BJP-র অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে । পালটা BJP-র দিকে অভিযোগ তুলেছে তৃণমূলও ।

গতরাতে বোমা ফাটে ঠাকুরবাড়ির কামনাসাগরে । স্থানীয়দের দাবি, চারিদিকে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেলেও দুষ্কৃতীদের দেখা যায়নি । আজ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মঞ্জুলকৃষ্ণ ঠাকুর গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, তৃণমূল অশান্তি ছড়ানোর জন্য এই বোমাবাজি চালিয়েছে ।

মমতাবালা ঠাকুরের বক্তব্য

BJP-র বিরুদ্ধে পালটা অভিযোগ তুলছেন মমতাবালা ঠাকুর । বলেন, "বোমাবাজি করেছে শান্তনু ঠাকুরের লোকজন । আমি NRC-র বিরুদ্ধে লড়াই করছি । তাই, আমাকে এখান থেকে তাড়ানোর চক্রান্ত চলছে ।"

ঠাকুরনগর, 11 সেপ্টেম্বর : গভীররাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বোমাবাজি । BJP-র অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে । পালটা BJP-র দিকে অভিযোগ তুলেছে তৃণমূলও ।

গতরাতে বোমা ফাটে ঠাকুরবাড়ির কামনাসাগরে । স্থানীয়দের দাবি, চারিদিকে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেলেও দুষ্কৃতীদের দেখা যায়নি । আজ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মঞ্জুলকৃষ্ণ ঠাকুর গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, তৃণমূল অশান্তি ছড়ানোর জন্য এই বোমাবাজি চালিয়েছে ।

মমতাবালা ঠাকুরের বক্তব্য

BJP-র বিরুদ্ধে পালটা অভিযোগ তুলছেন মমতাবালা ঠাকুর । বলেন, "বোমাবাজি করেছে শান্তনু ঠাকুরের লোকজন । আমি NRC-র বিরুদ্ধে লড়াই করছি । তাই, আমাকে এখান থেকে তাড়ানোর চক্রান্ত চলছে ।"

Intro:ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বোমাবাজি, রাজনৈতিক চাপানউতোর

ঠাকুরনগরঃ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বোমাবাজি ঘিরে উত্তেজনা ছডডাল। আর তা নিয়ে বিজেপির তোলা অভিযোগের পাল্টা অভিযোগ তুলল তৃণমূল। লোকসভা ভোটের পর ঠাকুরনগরে রাজনৈতিক বিভাজন ও পটপরিবর্তনের পরে এবার শুরু হয়েছে গুন্ডারাজ ও বোমাবাজি। আর তাতে ভীতসন্ত্রস্ত ঠাকুরবাড়ির মতুয়া ভক্তবৃন্দ ।

মঙ্গলবার গভীর রাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কামনাসাগরের পাড়ে বোমাবাজি হয়। ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

গতকাল রাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরের পাড়ে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় ঠাকুরবাড়িতে থাকা মতুয়া ভক্তদের। তাঁরা উঠে দেখতে পাু ধোঁয়ায় চারদিক অন্ধকারl বুধবার মতুয়া মহাসংঘের মহাসংঘধিপতি মঞ্জুলকৃষ্ণ ঠাকুর গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তৃণমূল শিবিরই বোমাবাজি করেছে।

প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বোমাবাজির ঘটনা সম্পর্কে বলেছেন, 'এই বোমা বাজির ঘটনা শান্তুনু ঠাকুরের লোকজন ঘটিয়েছেন। আমি এনআরসি নিয়ে লড়াই করছি। তাই, আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্যেই বোমাবাজি করা হয়েছে।'Body:ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বোমাবাজি, রাজনৈতিক চাপানউতোর

ঠাকুরনগরঃ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বোমাবাজি ঘিরে উত্তেজনা ছডডাল। আর তা নিয়ে বিজেপির তোলা অভিযোগের পাল্টা অভিযোগ তুলল তৃণমূল। লোকসভা ভোটের পর ঠাকুরনগরে রাজনৈতিক বিভাজন ও পটপরিবর্তনের পরে এবার শুরু হয়েছে গুন্ডারাজ ও বোমাবাজি। আর তাতে ভীতসন্ত্রস্ত ঠাকুরবাড়ির মতুয়া ভক্তবৃন্দ ।

মঙ্গলবার গভীর রাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কামনাসাগরের পাড়ে বোমাবাজি হয়। ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

গতকাল রাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরের পাড়ে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় ঠাকুরবাড়িতে থাকা মতুয়া ভক্তদের। তাঁরা উঠে দেখতে পাু ধোঁয়ায় চারদিক অন্ধকারl বুধবার মতুয়া মহাসংঘের মহাসংঘধিপতি মঞ্জুলকৃষ্ণ ঠাকুর গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তৃণমূল শিবিরই বোমাবাজি করেছে।

প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বোমাবাজির ঘটনা সম্পর্কে বলেছেন, 'এই বোমা বাজির ঘটনা শান্তুনু ঠাকুরের লোকজন ঘটিয়েছেন। আমি এনআরসি নিয়ে লড়াই করছি। তাই, আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্যেই বোমাবাজি করা হয়েছে।'Conclusion:ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বোমাবাজি, রাজনৈতিক চাপানউতোর

ঠাকুরনগরঃ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বোমাবাজি ঘিরে উত্তেজনা ছডডাল। আর তা নিয়ে বিজেপির তোলা অভিযোগের পাল্টা অভিযোগ তুলল তৃণমূল। লোকসভা ভোটের পর ঠাকুরনগরে রাজনৈতিক বিভাজন ও পটপরিবর্তনের পরে এবার শুরু হয়েছে গুন্ডারাজ ও বোমাবাজি। আর তাতে ভীতসন্ত্রস্ত ঠাকুরবাড়ির মতুয়া ভক্তবৃন্দ ।

মঙ্গলবার গভীর রাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে কামনাসাগরের পাড়ে বোমাবাজি হয়। ঘটনায় গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

গতকাল রাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরের পাড়ে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় ঠাকুরবাড়িতে থাকা মতুয়া ভক্তদের। তাঁরা উঠে দেখতে পাু ধোঁয়ায় চারদিক অন্ধকারl বুধবার মতুয়া মহাসংঘের মহাসংঘধিপতি মঞ্জুলকৃষ্ণ ঠাকুর গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তৃণমূল শিবিরই বোমাবাজি করেছে।

প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বোমাবাজির ঘটনা সম্পর্কে বলেছেন, 'এই বোমা বাজির ঘটনা শান্তুনু ঠাকুরের লোকজন ঘটিয়েছেন। আমি এনআরসি নিয়ে লড়াই করছি। তাই, আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্যেই বোমাবাজি করা হয়েছে।'
Last Updated : Sep 11, 2019, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.