ETV Bharat / state

আমডাঙায় বোমার আঘাতে জখম ব্যক্তি, সম্পত্তি দখলের জেরে বোমাবাজি দাবি বিধায়কের - গুলি-বোমাবাজি আমডাঙায়

আমডাঙায় দুষ্কৃতীদের ছোড়া বোমা-গুলিতে জখম ব্যক্তি ৷ ডান কানের পাশে গুলি লাগে । বোমের আঘাতে জখম হয়েছে বুক ও পেটের একাংশ । জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা । দাবি বিধায়কের ৷

Gun shot at Amdanga
আহত ব্যক্তি
author img

By

Published : Jan 14, 2020, 8:57 PM IST

আমডাঙা, 14 জানুয়ারি : ছেলেকে মোটরবাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন ৷ কিন্তু আমডাঙার হামিদপুর বাজার এলাকায় পৌঁছানো মাত্র দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ গুলিও চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনায় জখম হয় ইছা হক মণ্ডল৷ তবে ছেলের আঘাত লাগেনি ৷ উত্তর 24 পরগনার আমডাঙার চণ্ডীগর পঞ্চায়েতের শশীপুর গ্রামের বাসিন্দা ইছা ৷ জখম অবস্থায় প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার আর জি কর হাসপাতালে ।

ইছার ছেলের নাম বাকিবুল ইসলাম । তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে গ্রুপ D পদে চাকরি করেন । সোমবার রাতে ছেলেকে বাইকের পিছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন ইছা হক । সেই সময় আক্রমণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় ইছার ডান কানের পাশে গুলি লাগে । পাশাপাশি বোমের আঘাতে জখম হয়েছে বুক ও পেটের একাংশ । ইছার আত্মীয় নুরুল হোসেন অভিযোগ, "দুষ্কৃতীরা প্রথমে বোমাবাজি করে । পরে গুলি চালায় । ইছার গালে ও বুকে পেটে ক্ষত হয়েছে । তিনটি দাঁত ভেঙে গেছে । দুষ্কৃতীরা ইছাকে খুন করার জন্য গুলি চালিয়েছে ।"

বোমার শব্দে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ স্থানীয় বাসিন্দা রেবেকা বিবি বলেন, "গুলি ও বোমার শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে দেখি, একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন । এইভাবে বোমা-গুলি চলায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।"

আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের দাবি, "জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা । জমি নিয়ে ইছা হক মণ্ডলের সঙ্গে বিবাদ চলছিল শরিকদের । এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । পুলিশকে বলেছি, দ্রুত ব্যবস্থা নিতে ।"

আমডাঙা, 14 জানুয়ারি : ছেলেকে মোটরবাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন ৷ কিন্তু আমডাঙার হামিদপুর বাজার এলাকায় পৌঁছানো মাত্র দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ গুলিও চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনায় জখম হয় ইছা হক মণ্ডল৷ তবে ছেলের আঘাত লাগেনি ৷ উত্তর 24 পরগনার আমডাঙার চণ্ডীগর পঞ্চায়েতের শশীপুর গ্রামের বাসিন্দা ইছা ৷ জখম অবস্থায় প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার আর জি কর হাসপাতালে ।

ইছার ছেলের নাম বাকিবুল ইসলাম । তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে গ্রুপ D পদে চাকরি করেন । সোমবার রাতে ছেলেকে বাইকের পিছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন ইছা হক । সেই সময় আক্রমণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় ইছার ডান কানের পাশে গুলি লাগে । পাশাপাশি বোমের আঘাতে জখম হয়েছে বুক ও পেটের একাংশ । ইছার আত্মীয় নুরুল হোসেন অভিযোগ, "দুষ্কৃতীরা প্রথমে বোমাবাজি করে । পরে গুলি চালায় । ইছার গালে ও বুকে পেটে ক্ষত হয়েছে । তিনটি দাঁত ভেঙে গেছে । দুষ্কৃতীরা ইছাকে খুন করার জন্য গুলি চালিয়েছে ।"

বোমার শব্দে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ স্থানীয় বাসিন্দা রেবেকা বিবি বলেন, "গুলি ও বোমার শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে দেখি, একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন । এইভাবে বোমা-গুলি চলায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।"

আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের দাবি, "জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা । জমি নিয়ে ইছা হক মণ্ডলের সঙ্গে বিবাদ চলছিল শরিকদের । এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । পুলিশকে বলেছি, দ্রুত ব্যবস্থা নিতে ।"

Intro:হাবড়ার পর গুলি আমডাঙায়, জখম প্রৌঢ়

আমডাঙাঃ হাবড়ার পর গুলি আমডাঙায়। জথম এক প্রৌঢ়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। শুধু গুলি চালানোই নয়, চলল বোমাবাজিও। আক্রান্ত প্রৌঢ় কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রৌঢ়ের নাম ইছা হক মণ্ডল। তার সঙ্গে জমি সংক্রান্ত পরিবারের কয়েক জনের বিবাদ চলছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাদ ঠাকুর জানিয়েছেন, গুলি চালানো নিয়ে একটি মামলা রুজু হয়েছে। কয়েকজনের নামে অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।


ইছা হকের বাড়ি অামডাঙার চণ্ডীগর পঞ্চায়েতের শশীপুর গ্রামে। ইছার ছেলে বাকিবুল ইসলাম। তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিসদে গ্রুপ ডি পদে চাকরি করেন। সোমবার রাতে ছেলেকে পিছনে বসিয়ে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন ইছা হক। হামিদপুর বাজার সংলগ্ন এলাকায় আসতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে প্রথমে বোমাবাজি করে। পরে গুলি চালায়। ইছার কানের পাশে গুলি লাগে। বোমের আঘাতে তার বুক ও পেটে ক্ষত হয়েছে। রক্তাক্ত অবস্থায় ইছা রাস্তার উপরে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা রেবেকা বিবি বলেন, গুলি ও বোমার শব্দ শুনে বাড়ি থেকে বের হতেই দেখি, একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। বাড়ির ছেলে-মেয়েদের নিয়ে আমাদের বাইরে বের হতে হয়। এইভাবে বোমা-গুলি চলায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।' আক্রান্তের আত্মীয় নুরুল হোসেন বলেন, দুষ্কৃতীরা প্রথমে বোমাবাজি করে। পরে গুলি চালায়। ইছার গালে ও বুকে পেটে ক্ষত হয়েছে।তিনটি দাঁত ভেঙে গেছে। দুষ্কৃতীরা ইছাকে খুন করার জন্য গুলি চালিয়েছে।' রক্তাক্ত ইছাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করেন কলকাতার আরজি কর হাসপাতালে। আমডাঙার বিধায়ক রফিকুর রহমান বলেন, 'জমি সংক্রান্ত বিবাদ এটা। পারিবারিক সম্পত্তি জোর করে দখল রাখা নিয়েই ইছা হক মণ্ডলের সঙ্গে বিবাদ চলছিল। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশকে বলেছি, দ্রুত ব্যবস্থা নিতে হবে।'Body:হাবড়ার পর গুলি আমডাঙায়, জখম প্রৌঢ়

আমডাঙাঃ হাবড়ার পর গুলি আমডাঙায়। জথম এক প্রৌঢ়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। শুধু গুলি চালানোই নয়, চলল বোমাবাজিও। আক্রান্ত প্রৌঢ় কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রৌঢ়ের নাম ইছা হক মণ্ডল। তার সঙ্গে জমি সংক্রান্ত পরিবারের কয়েক জনের বিবাদ চলছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাদ ঠাকুর জানিয়েছেন, গুলি চালানো নিয়ে একটি মামলা রুজু হয়েছে। কয়েকজনের নামে অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।


ইছা হকের বাড়ি অামডাঙার চণ্ডীগর পঞ্চায়েতের শশীপুর গ্রামে। ইছার ছেলে বাকিবুল ইসলাম। তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিসদে গ্রুপ ডি পদে চাকরি করেন। সোমবার রাতে ছেলেকে পিছনে বসিয়ে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন ইছা হক। হামিদপুর বাজার সংলগ্ন এলাকায় আসতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে প্রথমে বোমাবাজি করে। পরে গুলি চালায়। ইছার কানের পাশে গুলি লাগে। বোমের আঘাতে তার বুক ও পেটে ক্ষত হয়েছে। রক্তাক্ত অবস্থায় ইছা রাস্তার উপরে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা রেবেকা বিবি বলেন, গুলি ও বোমার শব্দ শুনে বাড়ি থেকে বের হতেই দেখি, একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। বাড়ির ছেলে-মেয়েদের নিয়ে আমাদের বাইরে বের হতে হয়। এইভাবে বোমা-গুলি চলায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।' আক্রান্তের আত্মীয় নুরুল হোসেন বলেন, দুষ্কৃতীরা প্রথমে বোমাবাজি করে। পরে গুলি চালায়। ইছার গালে ও বুকে পেটে ক্ষত হয়েছে।তিনটি দাঁত ভেঙে গেছে। দুষ্কৃতীরা ইছাকে খুন করার জন্য গুলি চালিয়েছে।' রক্তাক্ত ইছাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করেন কলকাতার আরজি কর হাসপাতালে। আমডাঙার বিধায়ক রফিকুর রহমান বলেন, 'জমি সংক্রান্ত বিবাদ এটা। পারিবারিক সম্পত্তি জোর করে দখল রাখা নিয়েই ইছা হক মণ্ডলের সঙ্গে বিবাদ চলছিল। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশকে বলেছি, দ্রুত ব্যবস্থা নিতে হবে।'Conclusion:হাবড়ার পর গুলি আমডাঙায়, জখম প্রৌঢ়

আমডাঙাঃ হাবড়ার পর গুলি আমডাঙায়। জথম এক প্রৌঢ়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আমডাঙায়। শুধু গুলি চালানোই নয়, চলল বোমাবাজিও। আক্রান্ত প্রৌঢ় কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রৌঢ়ের নাম ইছা হক মণ্ডল। তার সঙ্গে জমি সংক্রান্ত পরিবারের কয়েক জনের বিবাদ চলছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাদ ঠাকুর জানিয়েছেন, গুলি চালানো নিয়ে একটি মামলা রুজু হয়েছে। কয়েকজনের নামে অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।


ইছা হকের বাড়ি অামডাঙার চণ্ডীগর পঞ্চায়েতের শশীপুর গ্রামে। ইছার ছেলে বাকিবুল ইসলাম। তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিসদে গ্রুপ ডি পদে চাকরি করেন। সোমবার রাতে ছেলেকে পিছনে বসিয়ে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন ইছা হক। হামিদপুর বাজার সংলগ্ন এলাকায় আসতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে প্রথমে বোমাবাজি করে। পরে গুলি চালায়। ইছার কানের পাশে গুলি লাগে। বোমের আঘাতে তার বুক ও পেটে ক্ষত হয়েছে। রক্তাক্ত অবস্থায় ইছা রাস্তার উপরে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা রেবেকা বিবি বলেন, গুলি ও বোমার শব্দ শুনে বাড়ি থেকে বের হতেই দেখি, একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। বাড়ির ছেলে-মেয়েদের নিয়ে আমাদের বাইরে বের হতে হয়। এইভাবে বোমা-গুলি চলায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।' আক্রান্তের আত্মীয় নুরুল হোসেন বলেন, দুষ্কৃতীরা প্রথমে বোমাবাজি করে। পরে গুলি চালায়। ইছার গালে ও বুকে পেটে ক্ষত হয়েছে।তিনটি দাঁত ভেঙে গেছে। দুষ্কৃতীরা ইছাকে খুন করার জন্য গুলি চালিয়েছে।' রক্তাক্ত ইছাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করেন কলকাতার আরজি কর হাসপাতালে। আমডাঙার বিধায়ক রফিকুর রহমান বলেন, 'জমি সংক্রান্ত বিবাদ এটা। পারিবারিক সম্পত্তি জোর করে দখল রাখা নিয়েই ইছা হক মণ্ডলের সঙ্গে বিবাদ চলছিল। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশকে বলেছি, দ্রুত ব্যবস্থা নিতে হবে।'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.