ETV Bharat / state

রামনবমীর শোভাযাত্রায় প্রেসের স্টিকার লাগানো গাড়ি

রামনবমীর শোভাযাত্রায় প্রেসের স্টিকার লাগানো একটি পিক-আপ ভ্যান থেকে হিন্দু জাগরণ মঞ্চের নেতা ও কর্মীদের নামতে দেখা গেল।

গাড়ি
author img

By

Published : Apr 15, 2019, 12:46 PM IST

বারাসত, 15 এপ্রিল : রামনবমীর শোভাযাত্রায় দেখা গেল প্রেসের স্টিকার লাগানো গাড়ি। গতকাল শোভাযাত্রার আয়োজন করেছিল হিন্দু জাগরণ মঞ্চ। ঘটনাটি বারাসতের ন'পাড়া চেকপোস্ট এলাকার। গতকাল বিকেলে বারাসত চেকপোস্টের SP অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। সেখানেই প্রেসের স্টিকার লাগানো একটি পিক-আপ ভ্যান থেকে হিন্দু জাগরণ মঞ্চের নেতা ও কর্মীদের নামতে দেখা যায়। গাড়িটির উইন্ডস্ক্রিনে প্রেসের স্টিকার আর দু'দিকে সংগঠনের পতাকা লাগানো ছিল। নিচের দিকে ছিল রামচন্দ্রের ছবি। এনিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

এই বিষয়ে সংগঠনের নেতা ও কর্মীদের জিজ্ঞাসা করা হলে তাঁরা উত্তর দিতে রাজি হননি। মুখে কুলুপ গাড়ির চালকেরও। হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি উত্তম সেনকে বারবার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। অন্যদিকে, বারাসত পৌরসভার উপ-পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, "হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সবই তো BJP-র দেখানো পথে চলছে। ওরা প্রেসের স্টিকার লাগানো গাড়িতে আসবে, রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করবে। এটাই ওদের সংস্কৃতি। ওদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় না। পুলিশের উচিৎ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া।

এই বিষয়ে, বারাসত জেলা পুলিশের ACP বিশ্বচাঁদ ঠাকুরকে ফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, "এখনও কোনও অভিযোগ আসেনি। যদি কোনও অভিযোগ আসে তাহলে তদন্ত করা হবে।"

স্থানীয়দের তরফে জানা যায়, শোভাযাত্রা শুরু হওয়া থেকে শেষ অবধি সেখানে পুলিশ ছিল। তাঁদের চোখ এড়িয়ে কীভাবে প্রেসের স্টিকার লাগানো গাড়ি নিয়ে শোভাযাত্রা হল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

বারাসত, 15 এপ্রিল : রামনবমীর শোভাযাত্রায় দেখা গেল প্রেসের স্টিকার লাগানো গাড়ি। গতকাল শোভাযাত্রার আয়োজন করেছিল হিন্দু জাগরণ মঞ্চ। ঘটনাটি বারাসতের ন'পাড়া চেকপোস্ট এলাকার। গতকাল বিকেলে বারাসত চেকপোস্টের SP অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। সেখানেই প্রেসের স্টিকার লাগানো একটি পিক-আপ ভ্যান থেকে হিন্দু জাগরণ মঞ্চের নেতা ও কর্মীদের নামতে দেখা যায়। গাড়িটির উইন্ডস্ক্রিনে প্রেসের স্টিকার আর দু'দিকে সংগঠনের পতাকা লাগানো ছিল। নিচের দিকে ছিল রামচন্দ্রের ছবি। এনিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

এই বিষয়ে সংগঠনের নেতা ও কর্মীদের জিজ্ঞাসা করা হলে তাঁরা উত্তর দিতে রাজি হননি। মুখে কুলুপ গাড়ির চালকেরও। হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি উত্তম সেনকে বারবার ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। অন্যদিকে, বারাসত পৌরসভার উপ-পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, "হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সবই তো BJP-র দেখানো পথে চলছে। ওরা প্রেসের স্টিকার লাগানো গাড়িতে আসবে, রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করবে। এটাই ওদের সংস্কৃতি। ওদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় না। পুলিশের উচিৎ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া।

এই বিষয়ে, বারাসত জেলা পুলিশের ACP বিশ্বচাঁদ ঠাকুরকে ফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, "এখনও কোনও অভিযোগ আসেনি। যদি কোনও অভিযোগ আসে তাহলে তদন্ত করা হবে।"

স্থানীয়দের তরফে জানা যায়, শোভাযাত্রা শুরু হওয়া থেকে শেষ অবধি সেখানে পুলিশ ছিল। তাঁদের চোখ এড়িয়ে কীভাবে প্রেসের স্টিকার লাগানো গাড়ি নিয়ে শোভাযাত্রা হল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

Raju biswas,barasat.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.