আমডাঙা, 30 এপ্রিল : "যে গদ্দারদের নিয়ে রাজনীতি করছেন, যে গদ্দাররা গদা নিয়ে দৌড়াচ্ছে, তাঁরাই আগামী দিনে আপনাদের কালসাপ হবে ।" নাম না করে মুকুল রায় ও অর্জুন সিং সম্পর্কে BJP-কে সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের । আজ উত্তর ২৪ পরগনার আমডাঙায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর সমর্থনে নির্বাচনী জনসভায় এসে এই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজকের সভায় ব্যারাকপুর কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং ও মুকুল রায়ের নাম না করে মমতা তাঁদের গদ্দার বলে কটাক্ষ করলেন । সঙ্গে ভোটারদের কাছে তাঁর আবেদন, গদ্দারদের রাজনৈতিকভাবে কবর দিন ।
একই সঙ্গে আমডাঙা কেন্দ্রে ভোট কেনাবেচা হবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী । তাঁর বক্তব্য, "মালদা, বহরমপুরের মতোই এখানেও BJP-র সঙ্গে বোঝাপড়া রয়েছে CPI(M), কংগ্রেসের ।
আজ নরেন্দ্র মোদির পাশাপাশি মমতার নিশানায় ছিল RSS । তিনি বলেন, "হাফপ্যান্ট পরা লাঠি হাতে ছোটে । আমি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, আম্বেদকর, ঠাকুরদেবতা সবাইকে মানি । কিন্তু মোদি আর BJP-কে মানি না । আর তাঁদের সঙ্গে রয়েছে RSS । আগে হাফপ্যান্ট পরে ঘুরে বেড়াত । আর এখন শপিংমলে ঘুরে বেড়ায় ।" তিনি আরও বলেন, "RSS স্বাধীনতার সময় বিশ্বাসঘাতকতা করেছিল ।"
এদিকে সংখ্যালঘু মুসলিম ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "আমার সময় দু'কোটি সাত লাখ সংখ্যালঘু ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিয়েছি । যদিও 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা ছিল দু'কোটি ছেচল্লিশ লাখ । তা হলে কী করে দু'কোটি সাত লক্ষ মুসলিম ছাত্রছাত্রীকে তিনি বৃত্তি দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে ।