ETV Bharat / state

ছেলেকে তৃণমূলে রেখেছেন, বীজপুরে কটা বুথ তো জিতুন; মুকুলকে চ্যালেঞ্জ মদনের - মুকুল রায়

আগে বীজপুরে কটা বুথ নিয়ে দেখান । কারণ এর আগে আপনি জগদ্দল থেকে একবার দাঁড়িয়েছিলেন । সেই মার্জিন গত ৫০ বছরে কেউ পাননি।"

মদন মিত্র
author img

By

Published : Apr 20, 2019, 9:09 AM IST

Updated : Apr 20, 2019, 10:40 AM IST

কলকাতা, 20 এপ্রিল‌ : "মুকুল রায় বলেছেন পাঁচে পাঁচ পাবেন । উনি কি নিশ্চিত বীজপুরে কটা বুথ পাবেন? উনি যদি BJP-র জেতার ব্যাপারে নিশ্চিত হন, তাহলে ছেলেকে তৃণমূলের দায়িত্বে রেখেছেন কেন ?" গতকাল মুকুল রায়কে পালটা আক্রমণ করে ETV ভারতকে একান্ত সাক্ষাৎকারে একথা বললেন মদন মিত্র ।

ভিডিয়োয় শুনুন মুকুল রায়ের বক্তব্য

ইতিমধ্যে দু'দফা নির্বাচন শেষ হয়েছে । মুকুল রায়ের দাবি, নির্বাচনে বাংলার পাঁচটি লোকসভা আসনের মধ্যে পাঁচটাই পাবে BJP । এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, "আগে বীজপুরে কটা বুথ নিয়ে দেখান । কারণ এর আগে আপনি জগদ্দল থেকে একবার দাঁড়িয়েছিলেন । সেই মার্জিন গত ৫০ বছরে কেউ পাননি। ২৫ এপ্রিল আমি ব্যারাকপুরে যাচ্ছি । দেখা হবে ।"

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী অর্জুন সিংকেও কটাক্ষ করেন মদন। তিনি বলেন, "ব্যারাকপুরের BJP প্রার্থী ভাটপাড়ায় যদি চতুর্থ আসন পান তাহলে আমি আশ্চর্য হব না ।"

তিনি আরও বলেন, "তৃণমূলের বিরুদ্ধে CPI(M), BJP, কংগ্রেস সব এক হয়ে গিয়ে লাভ হয়েছে তৃণমূলের । কারণ এরা তিনটে দল আলাদা হলে তৃণমূল বিরোধী ভোট ভাগ হত । যেটা ওরা আমাদের বিরুদ্ধে করতে গেছে সেটাই আমাদের পক্ষে ভালো হয়েছে । এই দু'দফা নির্বাচনে বাংলার পাঁচটা আসনই পাবে তৃণমূল । ওদের এজেন্ট নেই, ভোটার নেই । এখন ওরা চাইছে আমাদের ভোটার ও এজেন্টকে দিয়ে ভোট করাতে । এটা কী করে হবে? BJP যা গর্জে ছিল তাতে আমি ভেবেছিলাম কিছু বুথে হয়ত ওরা জেতার চেষ্টা করবে । ওরা বুথেই জেতার চেষ্টা করল না বলছে আমরা লোকসভা জিতব । আগে পৌরসভা কর তারপর লোকসভা লড়বি। একটা পৌরসভা হয়েছিল ভাটপাড়া (ভাটপাড়া পৌরসভায় অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বিষয়)। সেখানে তৃণমূল ২৩, ১১ জিতে গেছে। এর নাম তৃণমূল কংগ্রেস আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।"

কলকাতা, 20 এপ্রিল‌ : "মুকুল রায় বলেছেন পাঁচে পাঁচ পাবেন । উনি কি নিশ্চিত বীজপুরে কটা বুথ পাবেন? উনি যদি BJP-র জেতার ব্যাপারে নিশ্চিত হন, তাহলে ছেলেকে তৃণমূলের দায়িত্বে রেখেছেন কেন ?" গতকাল মুকুল রায়কে পালটা আক্রমণ করে ETV ভারতকে একান্ত সাক্ষাৎকারে একথা বললেন মদন মিত্র ।

ভিডিয়োয় শুনুন মুকুল রায়ের বক্তব্য

ইতিমধ্যে দু'দফা নির্বাচন শেষ হয়েছে । মুকুল রায়ের দাবি, নির্বাচনে বাংলার পাঁচটি লোকসভা আসনের মধ্যে পাঁচটাই পাবে BJP । এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, "আগে বীজপুরে কটা বুথ নিয়ে দেখান । কারণ এর আগে আপনি জগদ্দল থেকে একবার দাঁড়িয়েছিলেন । সেই মার্জিন গত ৫০ বছরে কেউ পাননি। ২৫ এপ্রিল আমি ব্যারাকপুরে যাচ্ছি । দেখা হবে ।"

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়া ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী অর্জুন সিংকেও কটাক্ষ করেন মদন। তিনি বলেন, "ব্যারাকপুরের BJP প্রার্থী ভাটপাড়ায় যদি চতুর্থ আসন পান তাহলে আমি আশ্চর্য হব না ।"

তিনি আরও বলেন, "তৃণমূলের বিরুদ্ধে CPI(M), BJP, কংগ্রেস সব এক হয়ে গিয়ে লাভ হয়েছে তৃণমূলের । কারণ এরা তিনটে দল আলাদা হলে তৃণমূল বিরোধী ভোট ভাগ হত । যেটা ওরা আমাদের বিরুদ্ধে করতে গেছে সেটাই আমাদের পক্ষে ভালো হয়েছে । এই দু'দফা নির্বাচনে বাংলার পাঁচটা আসনই পাবে তৃণমূল । ওদের এজেন্ট নেই, ভোটার নেই । এখন ওরা চাইছে আমাদের ভোটার ও এজেন্টকে দিয়ে ভোট করাতে । এটা কী করে হবে? BJP যা গর্জে ছিল তাতে আমি ভেবেছিলাম কিছু বুথে হয়ত ওরা জেতার চেষ্টা করবে । ওরা বুথেই জেতার চেষ্টা করল না বলছে আমরা লোকসভা জিতব । আগে পৌরসভা কর তারপর লোকসভা লড়বি। একটা পৌরসভা হয়েছিল ভাটপাড়া (ভাটপাড়া পৌরসভায় অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বিষয়)। সেখানে তৃণমূল ২৩, ১১ জিতে গেছে। এর নাম তৃণমূল কংগ্রেস আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।"

sample description
Last Updated : Apr 20, 2019, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.