ETV Bharat / state

জন্মদিনের অনুষ্ঠানে মদন মিত্র, পার্টি শেষে চলল গুলি

author img

By

Published : Dec 15, 2020, 10:50 PM IST

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বেলঘরিয়া থানার আড়িয়াদহে।

shots-fired-at-end-of-the-party
shots-fired-at-end-of-the-party

বেলঘরিয়া, 15 ডিসেম্বর : দলীয় কর্মীর জন্মদিনের জলসা ছিল । সেখানে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র । জন্মদিনের অনুষ্ঠান শেষ হতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। ঘটনায় জখম হয়েছেন 4 জন । অভিযোগ, ওই সংঘর্ষে চলে কয়েক রাউন্ড গুলিও। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বেলঘরিয়া থানার আড়িয়াদহে। যদিও পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করেছে । আহতরা বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

পার্টি শেষে চলল গুলি ৷

বেলঘড়িয়া আড়িয়াদহ এলাকার যুব তৃণমূল কর্মী সুরজিত ঘোষ ওরফে টিংকুর জন্মদিনের অনুষ্ঠান ছিল । একটি অনুষ্ঠানবাড়ি ভাড়া করে হচ্ছিল জন্মদিনের ওই পার্টি । আর সেই অনুষ্ঠানে গানের জলসাও হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। অনুষ্ঠান শেষ হতেই গোলমাল হয় । দু'পক্ষে শুরু হয় মারধর । কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ । উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় নামানো হয় ব়্যাফ । সুরজিতের অভিযোগ, এলাকায় নিজেদের প্রতিষ্ঠিত করতেই অনেকদিন ধরেই মৌসম নামে এক দুষ্কৃতী ও তার দলবল তাণ্ডব চালিয়ে যাচ্ছে । ওরাই গোলমাল করেছে।

তবে কামারহাটি পৌরসভার চেয়ারপার্সন গোপাল সাহা জানান, "তৃণমূল হোক আর যে দলই হোক, যারা গোলমাল করেছে, গুলি চালিয়েছে, তারা কেউ রেহাই পাবে না।"

ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "কামারহাটি এলাকা দিনে দিনে অশান্ত হয়ে উঠছে । গুলি-বোমা চলছে । আর পুলিশ চুপ করে বসে আছে । তোলাবাজি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই হয়েছে ।"

বেলঘরিয়া, 15 ডিসেম্বর : দলীয় কর্মীর জন্মদিনের জলসা ছিল । সেখানে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র । জন্মদিনের অনুষ্ঠান শেষ হতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। ঘটনায় জখম হয়েছেন 4 জন । অভিযোগ, ওই সংঘর্ষে চলে কয়েক রাউন্ড গুলিও। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বেলঘরিয়া থানার আড়িয়াদহে। যদিও পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করেছে । আহতরা বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

পার্টি শেষে চলল গুলি ৷

বেলঘড়িয়া আড়িয়াদহ এলাকার যুব তৃণমূল কর্মী সুরজিত ঘোষ ওরফে টিংকুর জন্মদিনের অনুষ্ঠান ছিল । একটি অনুষ্ঠানবাড়ি ভাড়া করে হচ্ছিল জন্মদিনের ওই পার্টি । আর সেই অনুষ্ঠানে গানের জলসাও হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। অনুষ্ঠান শেষ হতেই গোলমাল হয় । দু'পক্ষে শুরু হয় মারধর । কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ । উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় নামানো হয় ব়্যাফ । সুরজিতের অভিযোগ, এলাকায় নিজেদের প্রতিষ্ঠিত করতেই অনেকদিন ধরেই মৌসম নামে এক দুষ্কৃতী ও তার দলবল তাণ্ডব চালিয়ে যাচ্ছে । ওরাই গোলমাল করেছে।

তবে কামারহাটি পৌরসভার চেয়ারপার্সন গোপাল সাহা জানান, "তৃণমূল হোক আর যে দলই হোক, যারা গোলমাল করেছে, গুলি চালিয়েছে, তারা কেউ রেহাই পাবে না।"

ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "কামারহাটি এলাকা দিনে দিনে অশান্ত হয়ে উঠছে । গুলি-বোমা চলছে । আর পুলিশ চুপ করে বসে আছে । তোলাবাজি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.