ETV Bharat / state

প্রিন্স হত্যায় তিন বন্ধুর যাবজ্জীবন

প্রিন্স হত্যা মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারক তাপসকুমার মিত্র । তবে আদালতের রায়ে খুশি নয় মৃতের পরিবার । পরিবারের বক্তব্য, অভিযুক্তদের ফাঁসির দাবিতে তারা উচ্চ আদালতে যাবে ।

প্রিন্স হত্যা মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন
author img

By

Published : Apr 24, 2019, 10:12 PM IST

ব্যারাকপুর, 24 এপ্রিল: প্রিন্স হত্যা মামলায় আজ ব্যারাকপুর আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারক তাপসকুমার মিত্র অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন । যদিও আদালতের এই রায়ে খুশি নয় প্রিন্সের পরিবার । তাদের বক্তব্য, অভিযুক্তদের ফাঁসির দাবিতে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবে ।

উত্তর 24 পরগনার জগদ্দলের বাসিন্দা অভিষেক চৌবে (17) ওরফে প্রিন্স । ক্লাস টুয়েলভের ছাত্র প্রিন্সকে গতবছরের 20 জানুয়ারি সন্ধেবেলায় তার তিন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না । পরেরদিন জগদ্দল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে প্রিন্সের পরিবার । এরপর প্রিন্সের জামাইবাবুর কাছে একটি ফোন আসে । বলা হয় প্রিন্সকে অপহরণ করা হয়েছে । সেইসঙ্গে 15 লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয় । বলা হয় টাকা না দিলে প্রিন্সকে খুন করা হবে । পরে মুক্তিপণ 15 লাখ থেকে 10 লাখ টাকায় নেমে আসে । কিন্তু তাতেও কাজ না হওয়ায় প্রিন্সের মোবাইল নিয়ে তার ফেসবুক ব্যবহার করে মুক্তিপণ চেয়ে নানাভাবে ব্ল্যাকমেইল করা হয় ।

4 ফেব্রুয়ারি খড়দহে গঙ্গার ঘাট থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পরিবার মৃতদেহটি শনাক্ত করে । তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ মোবাইলের সূত্র ধরে প্রিন্সের তিন বন্ধুকে গ্রেপ্তার করে । জেরায় পুলিশ জানতে পারে, টাকার লোভেই তারা প্রিন্সকে অপহরণ করেছিল । কিন্তু সেই টাকা না পেয়ে তারা তাকে ব্যান্ডেলে নিয়ে যায় । সেখানেই শ্বাসরোধ করে খুন করা হয় তাকে । তারপর জুবিলি ব্রিজ থেকে গঙ্গায় তার দেহ ফেলে দেওয়া হয় । বিচার চলাকালীন প্রিন্সের দিদি ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হত কেস তুলে নেওয়ার জন্য ।

আজ ধৃতদের 302, 201, 120 b, 34 IPC নম্বর ছাড়াও সাইবার ক্রাইম আইনে অভিযুক্ত করা হয় । সাইবার ক্রাইম ও খুন একসাথে থাকায় এই মামলাটি অত্যন্ত বিরলতম ঘটনা বলে দাবি প্রিন্সের পরিবারের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের । সমস্ত দিক বিচার করে ব্যারাকপুর আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারক তাপসকুমার মিত্র অভিযুক্ত এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন । সাজাপ্রাপ্তদের বয়স 18 বছরের কম হওয়ায় যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই রায়ে খুশি নন প্রিন্সের পরিবার । অভিযুক্তদের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাবে বলে জানায় তারা ।

ব্যারাকপুর, 24 এপ্রিল: প্রিন্স হত্যা মামলায় আজ ব্যারাকপুর আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারক তাপসকুমার মিত্র অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন । যদিও আদালতের এই রায়ে খুশি নয় প্রিন্সের পরিবার । তাদের বক্তব্য, অভিযুক্তদের ফাঁসির দাবিতে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবে ।

উত্তর 24 পরগনার জগদ্দলের বাসিন্দা অভিষেক চৌবে (17) ওরফে প্রিন্স । ক্লাস টুয়েলভের ছাত্র প্রিন্সকে গতবছরের 20 জানুয়ারি সন্ধেবেলায় তার তিন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না । পরেরদিন জগদ্দল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে প্রিন্সের পরিবার । এরপর প্রিন্সের জামাইবাবুর কাছে একটি ফোন আসে । বলা হয় প্রিন্সকে অপহরণ করা হয়েছে । সেইসঙ্গে 15 লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয় । বলা হয় টাকা না দিলে প্রিন্সকে খুন করা হবে । পরে মুক্তিপণ 15 লাখ থেকে 10 লাখ টাকায় নেমে আসে । কিন্তু তাতেও কাজ না হওয়ায় প্রিন্সের মোবাইল নিয়ে তার ফেসবুক ব্যবহার করে মুক্তিপণ চেয়ে নানাভাবে ব্ল্যাকমেইল করা হয় ।

4 ফেব্রুয়ারি খড়দহে গঙ্গার ঘাট থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পরিবার মৃতদেহটি শনাক্ত করে । তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ মোবাইলের সূত্র ধরে প্রিন্সের তিন বন্ধুকে গ্রেপ্তার করে । জেরায় পুলিশ জানতে পারে, টাকার লোভেই তারা প্রিন্সকে অপহরণ করেছিল । কিন্তু সেই টাকা না পেয়ে তারা তাকে ব্যান্ডেলে নিয়ে যায় । সেখানেই শ্বাসরোধ করে খুন করা হয় তাকে । তারপর জুবিলি ব্রিজ থেকে গঙ্গায় তার দেহ ফেলে দেওয়া হয় । বিচার চলাকালীন প্রিন্সের দিদি ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হত কেস তুলে নেওয়ার জন্য ।

আজ ধৃতদের 302, 201, 120 b, 34 IPC নম্বর ছাড়াও সাইবার ক্রাইম আইনে অভিযুক্ত করা হয় । সাইবার ক্রাইম ও খুন একসাথে থাকায় এই মামলাটি অত্যন্ত বিরলতম ঘটনা বলে দাবি প্রিন্সের পরিবারের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের । সমস্ত দিক বিচার করে ব্যারাকপুর আদালতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারক তাপসকুমার মিত্র অভিযুক্ত এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন । সাজাপ্রাপ্তদের বয়স 18 বছরের কম হওয়ায় যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই রায়ে খুশি নন প্রিন্সের পরিবার । অভিযুক্তদের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাবে বলে জানায় তারা ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.