ETV Bharat / state

পেট্রাপোলে কোভিড বিধি মানা হচ্ছে না বলে চিঠি প্রধানমন্ত্রীকে

করোনা আবহেও বাণিজ্য জারি রয়েছে বনগাঁর পেট্রাপোল সীমান্তে ৷ তবে যে কোভিড বিধি মেনে কাজ হওয়া উচিত তা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক । তবে অভিযোগ অস্বীকার করেছে ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ ৷ তাদের দাবি, নিয়ম মেনেই চলছে কাজ ৷

পেট্রাপোলে মানা হচ্ছে না কোভিড বিধি ৷
পেট্রাপোলে মানা হচ্ছে না কোভিড বিধি ৷
author img

By

Published : May 8, 2021, 3:45 PM IST

পেট্রাপোল, 8 এপ্রিল: পেট্রাপোল সীমান্ত চালু রয়েছে বাণিজ্য । অভিযোগ উঠেছে সেখানে সঠিকভাবে করোনা বিধি মানা হচ্ছে না বলে । অনেকটা শিথিল ভাবেই চলছে বাণিজ্য । এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক । যদিও অভিযোগ মানতে রাজি নন ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ ।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশেও । রাজ্যের পাশাপাশি উত্তর 24 পরগনাতে করোনা সংক্রমণ ক্রমবর্ধমান । এই অবস্থায় স্বাভাবিকভাবে চলছে বনগাঁ পেট্রাপোল বন্দরের বাণিজ্য । করোনা বিধি মেনে কাজ চলার কথা থাকলেও সেখানে সঠিক ভাবে মানা হচ্ছে না করোনা বিধি । করোনা বিধির প্রভাবে অনেকটা শিথিলভাবে চলছে বাণিজ্য । এই মর্মে গত 5 মে পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন । তিনি অভিযোগ তোলেন, ল্যান্ডপোর্ট অথরিটির করোনার সঠিক বিধি নিষেধ মানছে না । ভারত থেকে বাংলাদেশে প্রবেশের মুখে বা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে থার্মাল গানের ব্যবহার হচ্ছে না । বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভ্যাকসিনের ব্যবস্থা করা-সহ একাধিক বিষয় প্রতিকার চেয়ে চেয়েছেন তিনি ।

কার্তিক চক্রবর্তী বলেন, "গতবার করোনা বিধি অনেকটা মানা হয়েছিল । সুরক্ষিত রাখা গিয়েছিল সীমান্ত । গতবার থেকে এবার করোনার প্রভাব অনেকটা বেশি । ফলে এবার করোনা বিধি আরও কঠোর হওয়ার দরকার ছিল । কিন্তু সেখানে অনেকটাই শিথিলতা দেখতে পাচ্ছি । আমরা চাই না কোনওভাবে এক্সপোর্ট-ইমপোর্ট বন্ধ হোক । আমরা চাই অনেকটা কঠোরভাবে কোভিড বিধি মেনে কাজ করা হোক ।"

পেট্রাপোলে কোভিড বিধি না মানার অভিযোগে চিঠি পাঠানো হল প্রধানমন্ত্রীকে ৷

এবিষয়ে পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটি ম্যানেজার কমলেশ সাইনি বলেন, ‘‘পেট্রাপোল সীমান্তে ভারত থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ভারতে পণ্যবাহী ট্রাক প্রবেশের আগে স্যানিটাইজার করা হচ্ছে ৷ ড্রাইভাররা পিপিই কিট পড়ছেন ৷ বাণিজ্যের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিদের সচেতন করতে বিভিন্ন জায়গায় পোস্টারিং ও পোর্ট অথরিটির পক্ষ থেকে ঘণ্টায় ঘণ্টায় মাইকিং করা হয়েছে । পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে ৷’’ সীমান্তে গাড়ি চালকরাও জানিয়েছেন, কোভিড বিধি মেনেই কাজ চলছে ৷

আরও পড়ুন: হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে সেফ হোম

পেট্রাপোল, 8 এপ্রিল: পেট্রাপোল সীমান্ত চালু রয়েছে বাণিজ্য । অভিযোগ উঠেছে সেখানে সঠিকভাবে করোনা বিধি মানা হচ্ছে না বলে । অনেকটা শিথিল ভাবেই চলছে বাণিজ্য । এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক । যদিও অভিযোগ মানতে রাজি নন ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ ।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশেও । রাজ্যের পাশাপাশি উত্তর 24 পরগনাতে করোনা সংক্রমণ ক্রমবর্ধমান । এই অবস্থায় স্বাভাবিকভাবে চলছে বনগাঁ পেট্রাপোল বন্দরের বাণিজ্য । করোনা বিধি মেনে কাজ চলার কথা থাকলেও সেখানে সঠিক ভাবে মানা হচ্ছে না করোনা বিধি । করোনা বিধির প্রভাবে অনেকটা শিথিলভাবে চলছে বাণিজ্য । এই মর্মে গত 5 মে পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেন । তিনি অভিযোগ তোলেন, ল্যান্ডপোর্ট অথরিটির করোনার সঠিক বিধি নিষেধ মানছে না । ভারত থেকে বাংলাদেশে প্রবেশের মুখে বা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে থার্মাল গানের ব্যবহার হচ্ছে না । বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভ্যাকসিনের ব্যবস্থা করা-সহ একাধিক বিষয় প্রতিকার চেয়ে চেয়েছেন তিনি ।

কার্তিক চক্রবর্তী বলেন, "গতবার করোনা বিধি অনেকটা মানা হয়েছিল । সুরক্ষিত রাখা গিয়েছিল সীমান্ত । গতবার থেকে এবার করোনার প্রভাব অনেকটা বেশি । ফলে এবার করোনা বিধি আরও কঠোর হওয়ার দরকার ছিল । কিন্তু সেখানে অনেকটাই শিথিলতা দেখতে পাচ্ছি । আমরা চাই না কোনওভাবে এক্সপোর্ট-ইমপোর্ট বন্ধ হোক । আমরা চাই অনেকটা কঠোরভাবে কোভিড বিধি মেনে কাজ করা হোক ।"

পেট্রাপোলে কোভিড বিধি না মানার অভিযোগে চিঠি পাঠানো হল প্রধানমন্ত্রীকে ৷

এবিষয়ে পেট্রাপোল ল্যান্ডপোর্ট অথরিটি ম্যানেজার কমলেশ সাইনি বলেন, ‘‘পেট্রাপোল সীমান্তে ভারত থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ভারতে পণ্যবাহী ট্রাক প্রবেশের আগে স্যানিটাইজার করা হচ্ছে ৷ ড্রাইভাররা পিপিই কিট পড়ছেন ৷ বাণিজ্যের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিদের সচেতন করতে বিভিন্ন জায়গায় পোস্টারিং ও পোর্ট অথরিটির পক্ষ থেকে ঘণ্টায় ঘণ্টায় মাইকিং করা হয়েছে । পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে ৷’’ সীমান্তে গাড়ি চালকরাও জানিয়েছেন, কোভিড বিধি মেনেই কাজ চলছে ৷

আরও পড়ুন: হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে সেফ হোম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.