ETV Bharat / state

'দুয়ারে সরকার' নিয়ে বিরোধীদের জবাব জ্যোতিপ্রিয়র - duare sarkar issue_attack jatipriyo mallick

"দুয়ারে সরকার" কর্মসূচি নিয়ে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক । বললেন,এই কর্মসূচির সুবিধা পাচ্ছেন সিপিআইএম,কংগ্রেস ও বিজেপির লোকজনও । এটাই আমাদের কাছে অহংকার ৷

duare sarkar issue_jatipriyo mallick
"দুয়ারে সরকার" কর্মসূচি নিয়ে বিরোধীদের তোলা অভিযোগের জবাব জ্যোতিপ্রিয় মল্লিকের
author img

By

Published : Dec 11, 2020, 8:28 AM IST

বারাসত, 11 ডিসেম্বর : "দুয়ারে সরকার" কর্মসূচি নিয়ে এবার বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিলেন জেলা তৃণমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । গতকাল সন্ধ্যায় জেলাপরিষদের তিতুমীর সভাগৃহে তৃণমূল সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরে পালটা বিরোধীদের এই প্রসঙ্গে আক্রমণ করেন তিনি ।

খাদ্যমন্ত্রী বলেন," মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের চমক দিয়ে রাজনীতি করতে হয় না । যাঁরা (সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস)এই অভিযোগ করছে তাঁরা হয়তো জানে না মুখ্যমন্ত্রী 9 কোটি 50 লাখ মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে । সেই খাবার কি শুধু তৃণমূল লোকেরাই পাচ্ছে? বিজেপির লোকেরা কি পাচ্ছে না? বিজেপির সমর্থক, তাঁরা কি এই পরিষেবা পাচ্ছে না? আমরা পরিষেবা দিতে গিয়ে রাজনীতির রঙ দেখি না । যে গরিব তাঁর গায়ে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল লেখা থাকে না । গরিব গরিবই হয় ৷ "

তিনি আরও বলেন, "1998 সালে বিপিএল তালিকা তৈরির সময় বেছে বেছে সিপিআইএমের লোকেদেরই অন্তর্ভুক্ত করা হয়েছিল সেখানে । তালিকায় 1 কোটি 98 লাখ মানুষের মধ্যে কোনও কংগ্রেস পরিবারের নাম ছিল না । আর এখন "দুয়ারে সরকার" কর্মসূচিতে সব রাজনৈতিক দলের লোকেরা নাম নথিভুক্ত করছেন । এটাই আমাদের কাছে বড় অহংকার ৷ "

"দুয়ারে সরকার" কর্মসূচির সাফল্য কেন্দ্রীয় সরকারেরও যে গ্রহণ করা উচিত, তা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটেই স্পষ্ট বলে দাবি করেছেন জেলা তৃণমূলের সভাপতি ৷ রাজ্য সরকার একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতের আদর্শ মুখ্যমন্ত্রী, দাবি করেছেন খাদ্যমন্ত্রী ।

বারাসত, 11 ডিসেম্বর : "দুয়ারে সরকার" কর্মসূচি নিয়ে এবার বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিলেন জেলা তৃণমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । গতকাল সন্ধ্যায় জেলাপরিষদের তিতুমীর সভাগৃহে তৃণমূল সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরে পালটা বিরোধীদের এই প্রসঙ্গে আক্রমণ করেন তিনি ।

খাদ্যমন্ত্রী বলেন," মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের চমক দিয়ে রাজনীতি করতে হয় না । যাঁরা (সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস)এই অভিযোগ করছে তাঁরা হয়তো জানে না মুখ্যমন্ত্রী 9 কোটি 50 লাখ মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে । সেই খাবার কি শুধু তৃণমূল লোকেরাই পাচ্ছে? বিজেপির লোকেরা কি পাচ্ছে না? বিজেপির সমর্থক, তাঁরা কি এই পরিষেবা পাচ্ছে না? আমরা পরিষেবা দিতে গিয়ে রাজনীতির রঙ দেখি না । যে গরিব তাঁর গায়ে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল লেখা থাকে না । গরিব গরিবই হয় ৷ "

তিনি আরও বলেন, "1998 সালে বিপিএল তালিকা তৈরির সময় বেছে বেছে সিপিআইএমের লোকেদেরই অন্তর্ভুক্ত করা হয়েছিল সেখানে । তালিকায় 1 কোটি 98 লাখ মানুষের মধ্যে কোনও কংগ্রেস পরিবারের নাম ছিল না । আর এখন "দুয়ারে সরকার" কর্মসূচিতে সব রাজনৈতিক দলের লোকেরা নাম নথিভুক্ত করছেন । এটাই আমাদের কাছে বড় অহংকার ৷ "

"দুয়ারে সরকার" কর্মসূচির সাফল্য কেন্দ্রীয় সরকারেরও যে গ্রহণ করা উচিত, তা বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটেই স্পষ্ট বলে দাবি করেছেন জেলা তৃণমূলের সভাপতি ৷ রাজ্য সরকার একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতের আদর্শ মুখ্যমন্ত্রী, দাবি করেছেন খাদ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.