ETV Bharat / state

Jyotipriya warns TMC Dissidents : মমতাকে ছাড়া তৃণমূলে কাউকে খুঁজে পাওয়া যাবে না, বিক্ষুব্ধদের বার্তা জ্যোতিপ্রিয়র

author img

By

Published : Feb 9, 2022, 8:48 PM IST

তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখতে বুধবার বারাসতে জেলাশাসকের দফতরে আসেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সেখানে তিনি তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের কড়া বার্তা দিলেন তিনি (Jyotipriya Mallick warns TMC Dissidents before Municipality Election) ৷

jyotipriya-mallick-warns-tmc-dissidents-before-municipality-election
Jyotipriya warns TMC Dissidents : মমতাকে ছাড়া তৃণমূলে কাউকে খুঁজে পাওয়া যাবে না, বিক্ষুব্ধদের বার্তা জ্যোতিপ্রিয়র

বারাসত, 9 ফেব্রুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) ছবি না-থাকলে কাউকে খুঁজে পাওয়া যাবে না । সে যত বড়ই নেতা হোক কিংবা নির্দল প্রার্থী । পৌর নির্বাচনে প্রার্থী অসন্তোষের মধ্যেই দলের বিরুদ্ধে গিয়ে দাঁড়ান নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে বুধবার এমনই কড়া বার্তা দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick warns TMC Dissidents before Municipality Election) ।

তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখতে এদিন বারাসতে জেলাশাসকের দফতরে আসেন রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশে না-থাকলে জ্যোতিপ্রিয় মল্লিক আজ এই জায়গায় পৌঁছতে পারত না । তাই যাঁরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কোনও অস্তিত্ব থাকবে না ৷"

তবে নির্দল প্রার্থীরা নিজেদের ভুল বুঝতে পেরে নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নেবে বলেও মনে করছেন বনমন্ত্রী (Mamata Govt Minister Jyotipriya Mallick) । এই বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "মান-অভিমান থেকে দলের কয়েকজন এমন কাজ করেছেন । দু'দিন অপেক্ষা করুন । আশা রয়েছে তাঁরা সকলেই মনোনয়ন প্রত্যাহার করে নেবেন ।’’ দলীয় রণকৌশল এবং সাংগঠনিক দক্ষতার জোরেই তৃণমূল পৌরভোটে বিরোধীদের কুপোকাত করবে বলে জানিয়েছেন তিনি ।

এদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির স্বাক্ষরিত লিস্ট-ই তৃণমূলের প্রকৃত প্রার্থী তালিকা বলে এদিন সাফ জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

অন্যদিকে তিনি বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Bengal LoP Suvendu Adhikari) আক্রমণ করেন ৷ জ্যোতিপ্রিয় বলেন, "আগামিদিনে বিজেপি বলে এই রাজ্যে কিছু থাকবে না । চুরমার হয়ে যাবে এই পার্টিটা । ভাঙতে ভাঙতে এখনই বিধায়ক সংখ্যা 77 থেকে কমে 70 এসে ঠেকেছে । আর চারমাস অপেক্ষা করুন । দেখবেন সেই বিধায়ক সংখ্যা 20-তে নেমে যাবে । এখন যিনি বিরোধী দলনেতার পদে আছেন, তিনি তখন হারাবেন সেই পদও । কারণ, বিরোধী দলনেতার পদ পেতে হলে ন্যূনতম 30 জন বিধায়ক থাকতে হয় যে কোনও রাজনৈতিক দলকেই । সেটাই থাকবে না বিজেপির কাছে ৷"

মমতাকে ছাড়া তৃণমূলে কাউকে খুঁজে পাওয়া যাবে না, বিক্ষুব্ধদের বার্তা জ্যোতিপ্রিয়র

পাশাপাশি তিনি পৌর নির্বাচনে কোনও রকম হিংসা কিংবা বিরোধী রাজনৈতিক দলের প্রচার অথবা মনোনয়নে বাধা না দেওয়ার বার্তা আরও একবার জানালেন উত্তর 24 পরগনা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর কথায়, "এবারে ভোট শান্তিপূর্ণভাবে হবে । মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে । কোনও অশান্তি হবে না । 12 ফেব্রুয়ারি বিধাননগর পৌরনিগমের ভোট দেওয়ার জন্য আমি নিজেই মুখিয়ে রয়েছি ৷"

গত নির্বাচনে বিধাননগরে সংবাদমাধ্যমের ওপর হামলার নিন্দা করেছেন জ্যোতিপ্রিয় । এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বনমন্ত্রী । এদিকে উৎসবের মেজাজে এদিন বারাসত, মধ্যমগ্রাম এবং অশোকনগর পৌরসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন বারাসতে জেলাশাসকের দফতরে । মনোনয়ন ঘিরে এদিন নিরাপত্তা ব্যবস্থাও ছিল যথেষ্ট আঁটোসাঁটো ।

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : বারাসতে বাম দুর্গে জোড়াফুল ফোটাতে শাসকদলের ভরসা তরুণ দেবব্রত

বারাসত, 9 ফেব্রুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) ছবি না-থাকলে কাউকে খুঁজে পাওয়া যাবে না । সে যত বড়ই নেতা হোক কিংবা নির্দল প্রার্থী । পৌর নির্বাচনে প্রার্থী অসন্তোষের মধ্যেই দলের বিরুদ্ধে গিয়ে দাঁড়ান নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে বুধবার এমনই কড়া বার্তা দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick warns TMC Dissidents before Municipality Election) ।

তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া খতিয়ে দেখতে এদিন বারাসতে জেলাশাসকের দফতরে আসেন রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পাশে না-থাকলে জ্যোতিপ্রিয় মল্লিক আজ এই জায়গায় পৌঁছতে পারত না । তাই যাঁরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের কোনও অস্তিত্ব থাকবে না ৷"

তবে নির্দল প্রার্থীরা নিজেদের ভুল বুঝতে পেরে নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নেবে বলেও মনে করছেন বনমন্ত্রী (Mamata Govt Minister Jyotipriya Mallick) । এই বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "মান-অভিমান থেকে দলের কয়েকজন এমন কাজ করেছেন । দু'দিন অপেক্ষা করুন । আশা রয়েছে তাঁরা সকলেই মনোনয়ন প্রত্যাহার করে নেবেন ।’’ দলীয় রণকৌশল এবং সাংগঠনিক দক্ষতার জোরেই তৃণমূল পৌরভোটে বিরোধীদের কুপোকাত করবে বলে জানিয়েছেন তিনি ।

এদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির স্বাক্ষরিত লিস্ট-ই তৃণমূলের প্রকৃত প্রার্থী তালিকা বলে এদিন সাফ জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

অন্যদিকে তিনি বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Bengal LoP Suvendu Adhikari) আক্রমণ করেন ৷ জ্যোতিপ্রিয় বলেন, "আগামিদিনে বিজেপি বলে এই রাজ্যে কিছু থাকবে না । চুরমার হয়ে যাবে এই পার্টিটা । ভাঙতে ভাঙতে এখনই বিধায়ক সংখ্যা 77 থেকে কমে 70 এসে ঠেকেছে । আর চারমাস অপেক্ষা করুন । দেখবেন সেই বিধায়ক সংখ্যা 20-তে নেমে যাবে । এখন যিনি বিরোধী দলনেতার পদে আছেন, তিনি তখন হারাবেন সেই পদও । কারণ, বিরোধী দলনেতার পদ পেতে হলে ন্যূনতম 30 জন বিধায়ক থাকতে হয় যে কোনও রাজনৈতিক দলকেই । সেটাই থাকবে না বিজেপির কাছে ৷"

মমতাকে ছাড়া তৃণমূলে কাউকে খুঁজে পাওয়া যাবে না, বিক্ষুব্ধদের বার্তা জ্যোতিপ্রিয়র

পাশাপাশি তিনি পৌর নির্বাচনে কোনও রকম হিংসা কিংবা বিরোধী রাজনৈতিক দলের প্রচার অথবা মনোনয়নে বাধা না দেওয়ার বার্তা আরও একবার জানালেন উত্তর 24 পরগনা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর কথায়, "এবারে ভোট শান্তিপূর্ণভাবে হবে । মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে । কোনও অশান্তি হবে না । 12 ফেব্রুয়ারি বিধাননগর পৌরনিগমের ভোট দেওয়ার জন্য আমি নিজেই মুখিয়ে রয়েছি ৷"

গত নির্বাচনে বিধাননগরে সংবাদমাধ্যমের ওপর হামলার নিন্দা করেছেন জ্যোতিপ্রিয় । এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বনমন্ত্রী । এদিকে উৎসবের মেজাজে এদিন বারাসত, মধ্যমগ্রাম এবং অশোকনগর পৌরসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন বারাসতে জেলাশাসকের দফতরে । মনোনয়ন ঘিরে এদিন নিরাপত্তা ব্যবস্থাও ছিল যথেষ্ট আঁটোসাঁটো ।

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : বারাসতে বাম দুর্গে জোড়াফুল ফোটাতে শাসকদলের ভরসা তরুণ দেবব্রত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.