গাইঘটা, 28 জানুয়ারি: উত্তর 24 পরগনার গাইঘাটার ধর্মপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকার তরঙ্গাহাটিতে শুক্রবার দিদির দূত হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick present at didir doot program in Gaighata) ৷ এই কর্মসূচিতে এসেই নাম না-করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুরকে আক্রমণ করেন ৷ কর্মসূচিতে উপস্থিত হয়েই প্রথমে গোপলে একটি উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে স্থানীয়রা মন্ত্রীকে ঘিরে স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ ও পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করার দাবি করেন । একই সঙ্গে এলাকায় লাইট, স্কুলে ফ্যান, এলাকায় পানীয় জল-সহ নানাবিধ অভিযোগ জানায় । অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী ।
পরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে গিয়ে একাধিক ইসুতে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Didir Suraksha Kavach) । তাঁর অভিযোগ, কর্মসূচি চলাকালীন বিজেপি এলাকায় পাল্টা কর্মসূচি নিচ্ছে । বিজেপিকে মন্ত্রী উন্মুক্ত সারমেয়র সঙ্গে তুলনা করে তিনি বলেন, "বিজেপি আমার পালটা কর্মসূচি নিচ্ছে । কর্মীদের আমি কোনও প্ররোচনায় পা দিতে বারণ করেছি ।" পাশাপাশি এই সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে বলেন, "সারমেয় যদি আমাকে তাড়া করে, আমি কি তাকে তাড়া করব ? তাড়িয়ে দেব।"
আরও পড়ুন: 'বউমাকে ফিরিয়ে দিন', দিদির দূত জ্যোতিপ্রিয়কে আবেদন বৃদ্ধার
সভা শেষে জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বিজেপি বনগাঁ নিয়ে যা ভাবছে, তা হবে না (South 24 pargana)। স্বরুপনগর আমাদের দখলে আছে। বনগাঁর চারটে বিধানসভার সবকটি পঞ্চায়েতে আমরা মানুষের ভোটে দখল করব । তার জন্য প্রয়োজনে এক-একটা এলাকায় আমরা দুই জন করে মন্ত্রী থাকব । মনুষের অভাব অভিযোগ শুনে সমস্যার সমাধান করবো ।"
পাশপাশি এদিন মন্ত্রী আরও বলেন, "2019 সালে বিজেপি মানুষকে ভুল বুঝিয়েছিল । সিএএ হবে না । মতুয়ারা তাদের ভুল বুঝতে পেয়েছে ।" নাম না করে মন্ত্রী শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরকে আক্রমণ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ঠাকুর বাড়ির দুই চার জন মতুয়াদের ভুল বোঝানোর চেষ্টা করছে । মতুয়ারা গরীব হতে পারে কিন্তু তারা অতান্ত ভদ্র ও শিক্ষিত । তাঁরা ভুল বুঝতে পেরেছেন । পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা তৃণমূল সঙ্গে থাকবেন।"
পরবর্তীতে তিনি গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরকে আক্রমণ করে বলেন, "ঠাকুরবাড়ি থেকে গাইঘাটায় একজন বিধায়ক হয়েছেন । একবারও ধর্মপুরে আসেননি, মানুষের কথা শোনেননি । বিধায়ক কোথায়? বিধায়ক নিখোঁজ ।" মন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল । তিনি বলেন, "জ্যোতিপ্রিয় মল্লিকে তাঁর দল কোন ঠাসা করে দিয়েছে। তাঁর কথা এই জেলার কেউ শোনে না। জ্যোতিপ্রিয় মল্লিকের কথার 10 পয়সারও মূল্য নেই।"