ETV Bharat / state

ন্যূনতম বেতন ও পেনশনের দাবিতে জুটমিল ধর্মঘট, প্রভাব ব্যারাকপুরে - Barrackpore

ন্যূনতম বেতন ও পেনশনের দাবিতে জুটমিল ধর্মঘট

জুটমিলের সামনের চিত্র
author img

By

Published : Mar 15, 2019, 11:55 AM IST

ব্যারাকপুর, ১৫ মার্চ : শ্রমিকদের ন্যূনতম বেতন ও পেনশনের দাবিতে রাজ্যের জুটমিলগুলিতে চলছে ২৪ ঘণ্টার ধর্মঘট। তার প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলেও। বেশিরভাগ জুটমিল খুললেও শ্রমিকদের উপস্থিতির হার অত্যন্ত কম।

জুটমিল শ্রমিকদের ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন ও ৬ হাজার টাকা পেনশনের দাবিতে আজ রাজ্যজুড়ে জুটমিল ধর্মঘটের ডাক দিয়েছে CITU। পাশাপাশি, সমকাজে সমবেতন, স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের অনুপাত ৯০:১০ করার দাবি তোলা হয়েছে। ধর্মঘটে সমর্থন জানিয়েছে AITUC, UTUC, TUCC, AIUTUC, AICCTU ও বেঙ্গল চটকল মজদুর মোর্চা।

আজ সকাল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের হুকুমচাঁদ জুটমিল, নৈহাটি জুটমিল, কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিলে শ্রমিক উপস্থিতির হার অত্যন্ত কম। পর্যাপ্ত শ্রমিক না থাকায় হুকুমচাঁদ জুটমিল কর্তৃপক্ষের তরফে নোটিশ জারি করে মিলের কাজ বন্ধ রাখা হয়েছে।

ব্যারাকপুর, ১৫ মার্চ : শ্রমিকদের ন্যূনতম বেতন ও পেনশনের দাবিতে রাজ্যের জুটমিলগুলিতে চলছে ২৪ ঘণ্টার ধর্মঘট। তার প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলেও। বেশিরভাগ জুটমিল খুললেও শ্রমিকদের উপস্থিতির হার অত্যন্ত কম।

জুটমিল শ্রমিকদের ন্যূনতম ১৮ হাজার টাকা বেতন ও ৬ হাজার টাকা পেনশনের দাবিতে আজ রাজ্যজুড়ে জুটমিল ধর্মঘটের ডাক দিয়েছে CITU। পাশাপাশি, সমকাজে সমবেতন, স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের অনুপাত ৯০:১০ করার দাবি তোলা হয়েছে। ধর্মঘটে সমর্থন জানিয়েছে AITUC, UTUC, TUCC, AIUTUC, AICCTU ও বেঙ্গল চটকল মজদুর মোর্চা।

আজ সকাল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের হুকুমচাঁদ জুটমিল, নৈহাটি জুটমিল, কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিলে শ্রমিক উপস্থিতির হার অত্যন্ত কম। পর্যাপ্ত শ্রমিক না থাকায় হুকুমচাঁদ জুটমিল কর্তৃপক্ষের তরফে নোটিশ জারি করে মিলের কাজ বন্ধ রাখা হয়েছে।

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_14/03 /2019 জুটমিল শ্রমিকদের ন্যুনতম 18 হাজার টাকা বেতন ও 6 হাজার টাকা পেনশন এর দাবিতে সকাল থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি জুটমিল বন্ধ।অধিকাংশ শ্রমিক কাজে যোগ দেননি। ফলে বেশ কয়েকটি জুটমিলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় মিলের গেটে বন্ধের নোটিস ঝোলানো কতৃপক্ষ। এর মধ্যে হালিশহর হুকুমচাঁদ জুটমিল, নৈহাটি জুটমিল, কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল রয়েছে। শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ধর্মঘটে সামিল হওয়ায় উৎপাদন বন্ধের জন্য মিল বন্ধের নোটিস দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিসে।শ্রমিকদের এই ধর্মঘটে কোন মজুরি দেওয়া হবে না বলেও নোটিসে জানানো হয়েছে। কিন্তু শ্রমিকদের এই ন্যায্য দাবিতে অনড় সকলেই। এদিকে এই সমস্ত দাবি নিয়ে শ্রমিক সংগঠন চলতি বছরের 1 মার্চ থেকে লাগাতার হরতাল এর ডাক দিলেও শেষ পর্যন্ত সেই হরতাল বাতিল হয় এবং সংগঠনগুলি হরতাল থেকে পিছিয়ে আসায় শ্রমিকরাই তাদের ন্যায্য দাবিতে হরতাল শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.