ETV Bharat / state

বন্ধ জগদ্দল জুটমিল, দীপাবলিতে কর্মহীন 4 হাজার শ্রমিক

আজ সকালে কাজে যোগ দিতে গেলে শ্রমিকরা দেখেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়েছে জুটমিল কর্তৃপক্ষ ৷ কর্মহীন হয়ে পড়ল প্রায় চার হাজার শ্রমিক ৷

বন্ধ জুটমিল
author img

By

Published : Oct 27, 2019, 8:13 AM IST

জগদ্দল, 27 অক্টোবর : দীপাবলি মানেই সকলের বাড়িতে আলোর রোশনাই ৷ কিন্তু আঁধার নেমেছে জগদ্দলের জুট মিলের শ্রমিকদের বাড়িতে ৷ কর্তৃপক্ষের তরফে তাঁদের দেওয়া হয়েছে সাসপেনশন অফ ওয়ার্ক ৷ বন্ধ হয়ে গেল জগদ্দল জুটমিল ৷

jute mill
মিলের গেটে দেওয়া নোটিশ

আজ সকালে কাজে যোগ দিতে গেলে শ্রমিকরা দেখেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়েছে জুটমিল কর্তৃপক্ষ ৷ কর্মহীন হয়ে পড়ল প্রায় চার হাজার শ্রমিক ৷ নোটিশে বলা আছে, গতকাল স্পিনিং ও বাইন্ডিং বিভাগের অধিকাংশ শ্রমিক অনুপস্থিত থাকায় মিলের অন্যান্য বিভাগের কাজকর্ম ও উৎপাদন ব্যাহত হয়েছে ৷

বারবার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা বলা হলেও তাঁরা কোনও কর্ণপাত করেননি ৷ এই কারণে আজ সকাল থেকেই 'নো ওয়ার্ক নো পে' উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে ৷ যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও নির্দেশিকা আসছে, ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তই জারি থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে ৷

জগদ্দল, 27 অক্টোবর : দীপাবলি মানেই সকলের বাড়িতে আলোর রোশনাই ৷ কিন্তু আঁধার নেমেছে জগদ্দলের জুট মিলের শ্রমিকদের বাড়িতে ৷ কর্তৃপক্ষের তরফে তাঁদের দেওয়া হয়েছে সাসপেনশন অফ ওয়ার্ক ৷ বন্ধ হয়ে গেল জগদ্দল জুটমিল ৷

jute mill
মিলের গেটে দেওয়া নোটিশ

আজ সকালে কাজে যোগ দিতে গেলে শ্রমিকরা দেখেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়েছে জুটমিল কর্তৃপক্ষ ৷ কর্মহীন হয়ে পড়ল প্রায় চার হাজার শ্রমিক ৷ নোটিশে বলা আছে, গতকাল স্পিনিং ও বাইন্ডিং বিভাগের অধিকাংশ শ্রমিক অনুপস্থিত থাকায় মিলের অন্যান্য বিভাগের কাজকর্ম ও উৎপাদন ব্যাহত হয়েছে ৷

বারবার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা বলা হলেও তাঁরা কোনও কর্ণপাত করেননি ৷ এই কারণে আজ সকাল থেকেই 'নো ওয়ার্ক নো পে' উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে ৷ যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও নির্দেশিকা আসছে, ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তই জারি থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে ৷

Intro:Body:আজ দিওয়ালীর দিনেই কর্মহীন হয়ে পরলো উত্তর 24 পরগনার জগদ্দল জুট মিলের শ্রমিকরা। বন্ধ হয়ে গেল জগদ্দল জুটমিল। আজ সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ দিয়েছে জুটমিল কর্তৃপক্ষ। ফলে আজকের দিনেই কর্মহীন হয়ে পড়ল এই মিলের প্রায় চার হাজার শ্রমিক। নোটিশে উল্লেখ করা হয়েছে গতকাল স্পিনিং এবং বাইন্ডিং বিভাগের অধিকাংশ শ্রমিক অনুপস্থিত থাকায় মিলের অন্যান্য বিভাগের কাজকর্ম এবং উৎপাদন ব্যাহত হয়েছে। বারংবার ওই সমস্ত শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা বলা হলেও তারা কোন কর্নপাত করেননি। সে কারণেই আজ সকাল থেকেই 'নো ওয়ার্ক নো পে' উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশিকা আসছে ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত জারি থাকবে বলে জানানো হয়েছে নোটিশে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.