জগদ্দল, 27 অক্টোবর : দীপাবলি মানেই সকলের বাড়িতে আলোর রোশনাই ৷ কিন্তু আঁধার নেমেছে জগদ্দলের জুট মিলের শ্রমিকদের বাড়িতে ৷ কর্তৃপক্ষের তরফে তাঁদের দেওয়া হয়েছে সাসপেনশন অফ ওয়ার্ক ৷ বন্ধ হয়ে গেল জগদ্দল জুটমিল ৷
আজ সকালে কাজে যোগ দিতে গেলে শ্রমিকরা দেখেন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়েছে জুটমিল কর্তৃপক্ষ ৷ কর্মহীন হয়ে পড়ল প্রায় চার হাজার শ্রমিক ৷ নোটিশে বলা আছে, গতকাল স্পিনিং ও বাইন্ডিং বিভাগের অধিকাংশ শ্রমিক অনুপস্থিত থাকায় মিলের অন্যান্য বিভাগের কাজকর্ম ও উৎপাদন ব্যাহত হয়েছে ৷
বারবার শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা বলা হলেও তাঁরা কোনও কর্ণপাত করেননি ৷ এই কারণে আজ সকাল থেকেই 'নো ওয়ার্ক নো পে' উল্লেখ করে নোটিশ দেওয়া হয়েছে ৷ যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও নির্দেশিকা আসছে, ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তই জারি থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে ৷