ETV Bharat / state

Journalists under Attack: স্বাস্থ্যসাথীর টাকা আত্মসাৎ ! খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম - আমডাঙার খবর

কর্তব্য পালন করতে গিয়ে আক্রান্ত হলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা (Journalists under Attack) ৷ বৃহস্পতিবার কী ঘটেছিল উত্তর 24 পরগনার আমডাঙার জীবন আলো নার্সিংহোমে ?

Journalists under Attack at a Nursing Home in Amdanga
আক্রান্ত সংবাদমাধ্যম
author img

By

Published : Mar 16, 2023, 6:18 PM IST

আমডাঙা, 16 মার্চ: খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হতে হল সাংবাদিকদের (Journalists Attacked) ! কাঠগড়ায় উত্তর 24 পরগনার আমডাঙার একটি নার্সিংহোমের কর্মী ও আধিকারিকরা ৷ ঘটনায় মুখে কুলুপ এঁটেছে নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ সাংবাদিকদের পক্ষ থেকে আমডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে যায়নি ! তবে, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান এই ঘটনার নিন্দা করেছেন এবং দোষীদের শাস্তির পক্ষে সওয়াল করেছেন ৷

ঘটনার সূত্রপাত বছর খানেক আগে ৷ এই এলাকারই বাসিন্দা আইজুল মণ্ডল ও তাঁর স্ত্রী রাবেয়া বিবি ৷ রাবেয়ার নামে রয়েছে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) ৷ বছরখানেক আগে গুরুতর অসুস্থ হন রাবেয়া ৷ আইজুল তাঁকে নিয়ে আসেন আমডাঙার জীবন আলো নার্সিংহোমে ৷ অভিযোগ, সেই সময় নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যপরীক্ষা করানোর নামে রাবেয়া বিবির স্বাস্থ্যসাথী কার্ডটি হাতিয়ে নেয় ! নার্সিংহোমের তরফে আইজুলকে জানানো হয়, রাবেয়ার কার্ডে কোনও টাকা নেই ৷ তাই তিনি বিনামূল্যে কোনও চিকিৎসা পরিষেবা পাবেন না ৷

আইজুল জানান, সেই সময় বেশ কিছুদিন নার্সিংহোম কর্তৃপক্ষের কাছেই তাঁর স্ত্রী'র নামে থাকা স্বাস্থ্যসাথী কার্ডটি রাখা ছিল ৷ পরবর্তীতে সেই কার্ড তাঁকে ফেরত দেওয়া হয় ৷ একইসঙ্গে বলা হয়, কার্ডটি 'ব্লক' হয়ে গিয়েছে ৷ সেটি পুনরায় চালু করতে জেলাশাসকের দফতরে যেতে হবে ৷ সেখানে গিয়ে আইজল জানতে পারেন, জীবন আলো নার্সিংহোম কর্তৃপক্ষ ভুল তথ্য দিয়ে রাবেয়া বিবির স্বাস্থ্যসাথী কার্ড থেকে 18 হাজার টাকারও বেশি অর্থ তুলে নিয়েছে ! নার্সিংহোমের তরফে দাবি করা হয়েছে, ওই টাকা রাবেয়া বিবির হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য ব্যবহার করা হয়েছে ৷ অথচ, রাবেয়ার কোনও চিকিৎসাই তারা করেনি !

সম্প্রতি এই বিষয়টি সংবাদমাধ্যমকে জানান আইজুল ৷ বৃহস্পতিবার সেই খবর করতে জীবন আলো নার্সিংহোমে আসেন সাংবাদিকরা ৷ সেই সময় তাঁদের বেধড়ক মারধর করা হয় ৷ সাংবাদিকদের মোটরবাইক, ব্যুম ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় ৷ ধস্তাধস্তিতে এক সাংবাদিকের চশমা ভেঙে যায় ৷ কয়েকজন সাংবাদিকের মোবাইল থেকে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ মুছে দেওয়া হয় ৷ সঙ্গে চলতে থাকে অকথ্য গালিগালাজ ৷ সেই সময় দু'জন সাংবাদিক পালিয়ে যান ৷ দৌড়ে আমডাঙা থানায় পৌঁছন তাঁরা ৷ পরে বাকি আক্রান্তরাও সেখানে পৌঁছন ৷ নার্সিংহোংম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী থাকা সত্ত্বেও রোগীর পরিবারের কাছে মোটা টাকা দাবি !

এদিকে, অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ৷ তিনি বলেন, এই ধরনের ঘটনা কখনই কাম্য হতে পারে না ৷ ঘটনায় দোষীরা যাতে কঠোর শাস্তি পান, একইসঙ্গে আইজল মণ্ডলও যাতে সুবিচার পান, তার জন্য যথাযথ পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক ৷

আমডাঙা, 16 মার্চ: খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হতে হল সাংবাদিকদের (Journalists Attacked) ! কাঠগড়ায় উত্তর 24 পরগনার আমডাঙার একটি নার্সিংহোমের কর্মী ও আধিকারিকরা ৷ ঘটনায় মুখে কুলুপ এঁটেছে নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ সাংবাদিকদের পক্ষ থেকে আমডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে যায়নি ! তবে, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান এই ঘটনার নিন্দা করেছেন এবং দোষীদের শাস্তির পক্ষে সওয়াল করেছেন ৷

ঘটনার সূত্রপাত বছর খানেক আগে ৷ এই এলাকারই বাসিন্দা আইজুল মণ্ডল ও তাঁর স্ত্রী রাবেয়া বিবি ৷ রাবেয়ার নামে রয়েছে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) ৷ বছরখানেক আগে গুরুতর অসুস্থ হন রাবেয়া ৷ আইজুল তাঁকে নিয়ে আসেন আমডাঙার জীবন আলো নার্সিংহোমে ৷ অভিযোগ, সেই সময় নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যপরীক্ষা করানোর নামে রাবেয়া বিবির স্বাস্থ্যসাথী কার্ডটি হাতিয়ে নেয় ! নার্সিংহোমের তরফে আইজুলকে জানানো হয়, রাবেয়ার কার্ডে কোনও টাকা নেই ৷ তাই তিনি বিনামূল্যে কোনও চিকিৎসা পরিষেবা পাবেন না ৷

আইজুল জানান, সেই সময় বেশ কিছুদিন নার্সিংহোম কর্তৃপক্ষের কাছেই তাঁর স্ত্রী'র নামে থাকা স্বাস্থ্যসাথী কার্ডটি রাখা ছিল ৷ পরবর্তীতে সেই কার্ড তাঁকে ফেরত দেওয়া হয় ৷ একইসঙ্গে বলা হয়, কার্ডটি 'ব্লক' হয়ে গিয়েছে ৷ সেটি পুনরায় চালু করতে জেলাশাসকের দফতরে যেতে হবে ৷ সেখানে গিয়ে আইজল জানতে পারেন, জীবন আলো নার্সিংহোম কর্তৃপক্ষ ভুল তথ্য দিয়ে রাবেয়া বিবির স্বাস্থ্যসাথী কার্ড থেকে 18 হাজার টাকারও বেশি অর্থ তুলে নিয়েছে ! নার্সিংহোমের তরফে দাবি করা হয়েছে, ওই টাকা রাবেয়া বিবির হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য ব্যবহার করা হয়েছে ৷ অথচ, রাবেয়ার কোনও চিকিৎসাই তারা করেনি !

সম্প্রতি এই বিষয়টি সংবাদমাধ্যমকে জানান আইজুল ৷ বৃহস্পতিবার সেই খবর করতে জীবন আলো নার্সিংহোমে আসেন সাংবাদিকরা ৷ সেই সময় তাঁদের বেধড়ক মারধর করা হয় ৷ সাংবাদিকদের মোটরবাইক, ব্যুম ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় ৷ ধস্তাধস্তিতে এক সাংবাদিকের চশমা ভেঙে যায় ৷ কয়েকজন সাংবাদিকের মোবাইল থেকে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ মুছে দেওয়া হয় ৷ সঙ্গে চলতে থাকে অকথ্য গালিগালাজ ৷ সেই সময় দু'জন সাংবাদিক পালিয়ে যান ৷ দৌড়ে আমডাঙা থানায় পৌঁছন তাঁরা ৷ পরে বাকি আক্রান্তরাও সেখানে পৌঁছন ৷ নার্সিংহোংম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী থাকা সত্ত্বেও রোগীর পরিবারের কাছে মোটা টাকা দাবি !

এদিকে, অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ৷ তিনি বলেন, এই ধরনের ঘটনা কখনই কাম্য হতে পারে না ৷ ঘটনায় দোষীরা যাতে কঠোর শাস্তি পান, একইসঙ্গে আইজল মণ্ডলও যাতে সুবিচার পান, তার জন্য যথাযথ পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.