ETV Bharat / state

পুলিশকে ধাক্কা মেরে পালাল আসামি ! - police

গতকাল দুই আসামিকে ডাক্তারি পরীক্ষার জন্য দমদম পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িতে ছিলেন এয়ারপোর্ট থানার পুলিশকর্মীরা । শারীরিক পরীক্ষার পর গাড়িতে তোলার সময় দু'জনই পুলিশকর্মীদের ধাক্কা দিয়ে জেসপের দিকে পালায় । পুলিশ পিছু ধাওয়া করেও তাদের ধরতে পারেনি । খবর যায় এয়ারপোর্ট ও দমদম থানায় । দুই থানার পুলিশ যৌথ তল্লাশি শুরু করে । এখনও আসামিদের খোঁজ মেলেনি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 21, 2019, 5:11 AM IST

বিধাননগর, 21 জুলাই : পুলিশকে ধাক্কা মেরে পালাল দুই আসামি । নাম চঞ্চল সিং ও নয়ন মণ্ডল । ডাকাতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল । ঘটনাটি দমদম থানা এলাকার । দু'জনের খোঁজে চলছে তল্লাশি ।

এলাকায় একটি ডাকাতির ঘটনায় 17 জুলাই চঞ্চল ও নয়নকে বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা । পরদিন ব্যারাকপুর আদালতে তোলা হয় । ধৃতদের নিজেদের হেপাজতে রেখে জেরার আবেদন জানায় পুলিশ । চারদিনের পুলিশি হেপাজত মঞ্জুরও হয় ।

গতকাল দুই আসামিকে ডাক্তারি পরীক্ষার জন্য দমদম পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িতে ছিলেন এয়ারপোর্ট থানার পুলিশকর্মীরা । শারীরিক পরীক্ষার পর গাড়িতে তোলার সময় দু'জনই পুলিশকর্মীদের ধাক্কা দিয়ে জেসপের দিকে পালায় । পুলিশ পিছু ধাওয়া করেও তাদের ধরতে পারেনি । খবর যায় এয়ারপোর্ট ও দমদম থানায় । দুই থানার পুলিশ যৌথ তল্লাশি শুরু করে । যদিও আসামিদের খোঁজ মেলেনি ।

এর আগে গত বছর NSCBI এয়ারপোর্ট থানা থেকে 3 মহিলা বন্দী পালিয়ে যায় । তারা নারীপাচারের সঙ্গে যুক্ত ছিল । বারবার আসামি পালানোর ঘটনা ঘটলেও পুলিশ কেন সজাগ নয় ? উঠছে প্রশ্ন ।

বিধাননগর, 21 জুলাই : পুলিশকে ধাক্কা মেরে পালাল দুই আসামি । নাম চঞ্চল সিং ও নয়ন মণ্ডল । ডাকাতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল । ঘটনাটি দমদম থানা এলাকার । দু'জনের খোঁজে চলছে তল্লাশি ।

এলাকায় একটি ডাকাতির ঘটনায় 17 জুলাই চঞ্চল ও নয়নকে বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা । পরদিন ব্যারাকপুর আদালতে তোলা হয় । ধৃতদের নিজেদের হেপাজতে রেখে জেরার আবেদন জানায় পুলিশ । চারদিনের পুলিশি হেপাজত মঞ্জুরও হয় ।

গতকাল দুই আসামিকে ডাক্তারি পরীক্ষার জন্য দমদম পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িতে ছিলেন এয়ারপোর্ট থানার পুলিশকর্মীরা । শারীরিক পরীক্ষার পর গাড়িতে তোলার সময় দু'জনই পুলিশকর্মীদের ধাক্কা দিয়ে জেসপের দিকে পালায় । পুলিশ পিছু ধাওয়া করেও তাদের ধরতে পারেনি । খবর যায় এয়ারপোর্ট ও দমদম থানায় । দুই থানার পুলিশ যৌথ তল্লাশি শুরু করে । যদিও আসামিদের খোঁজ মেলেনি ।

এর আগে গত বছর NSCBI এয়ারপোর্ট থানা থেকে 3 মহিলা বন্দী পালিয়ে যায় । তারা নারীপাচারের সঙ্গে যুক্ত ছিল । বারবার আসামি পালানোর ঘটনা ঘটলেও পুলিশ কেন সজাগ নয় ? উঠছে প্রশ্ন ।

Intro:
বিধাননগর, ২০ জুলাই: পুলিশ হেফাজতে দুই আসামি পালাবার ঘটনা ঘটল দমদমে। আজ সকালে ডাকাতির ঘটনায় অভিযুক্ত দুই আসামি নয়ন মন্ডল এবং চঞ্চল সিং দমদম পুরসভা হাসপাতাল থেকে এয়ারপোর্ট থানা থানায় নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে এয়ারপোর্ট থানার। আসামির খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছে দমদম জুড়ে। যদিও এদিন বিকেল পর্যন্ত তাদের ধরা সম্ভব হয়নি।

Body:পুলিশ সূত্রে জানা গেছে আজ ওই পুলিশ হেফাজতে থাকা দুই অভিযুক্তের শারীরিক পরীক্ষা করানোর জন্য দমদম পুরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষার পর তাদের যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন তারা পুলিশকে ধাক্কা দিয়ে জেসপের দিকে পালিয়ে যায়। এর পর এয়ারপোর্ট ও দমদম থানার পুলিশকে খবর দেওয়া হয়। দুই থানার পুলিশ যৌথ তল্লাশি চালিয়েও এদিন বিকেল পর্যন্ত তাদের ধরতে পারেনি।

Conclusion:এর আগে গত বছর এই থানা থেকে আসামী পালাবার ঘটনা ঘটেছিল। পার্শ্ববর্তী এয়ারপোর্ট এন এস সি বি আই থানা থেকেও গত বছরের ২৭ জুলাই ৩ মহিলা বন্দি পালিয়ে যায়। তারা মহিলা পাচারে অভিযুক্ত ছিল। একাধিক বার বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানা থেকে আসামি পালাবার ঘটনা থেকে পুলিশ সাবধান হয়নি মনে করছে ওয়াকিবহাল মহল। এদিনের ঘটনায় পুলিশের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.