ETV Bharat / state

শুভ্রাংশু BJP-তে স্বাগত : রাহুল - son of mukul roy

"বাবা যে পার্টি করবে সেই পার্টিই ছেলেকে করতে হবে সেটা গণতন্ত্রে কোথাও লেখা নেই। আর শুভ্রাংশুকে কোনও প্রস্তাব পাঠানোও হয়নি। তবে ও যদি BJP-তে আসতে চায় তাহলে স্বাগত।" ব্যারাকপুরে এক সভা শেষে গতকাল একথা বলেন BJP নেতা রাহুল সিনহা।

রাহুল সিনহা
author img

By

Published : Mar 17, 2019, 8:37 AM IST

ব্যারাকপুর, ১৭ মার্চ : "তৃণমূলের মোহ কাটিয়ে শুভ্রাংশু BJP-তে যোগদান করবে বলে আমি আশাবাদী।" ব্যারাকপুরে এক সভা শেষে গতকাল একথা বলেন BJP নেতা রাহুল সিনহা। গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীরা মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছেন। সেই সূত্রেই মুকুলপুত্র তথা বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শুভ্রাংশুর BJP-তে যোগদান নিয়ে গতকাল রাহুল সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বাবা যে পার্টি করবে সেই পার্টিই ছেলেকে করতে হবে সেটা গণতন্ত্রে কোথাও লেখা নেই। আর শুভ্রাংশুকে কোনও প্রস্তাব পাঠানোও হয়নি। তবে ও যদি BJP-তে আসতে চায় তাহলে স্বাগত।"

বৃহস্পতিবার (১৪ মার্চ) BJP-তে যোগ দেন ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং। সে প্রসঙ্গে রাহুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অর্জুন সিং-এর সাথে সাধারণ মানুষ আছে, ও এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা। তার সাথে আরও জনপ্রতিনিধি আছে। স্বাভাবিকভাবেই এরকম একজন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাকিস্তানপন্থী মতামতের বিষয়টিকে মানতে না পেরে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছে। স্বাভাবিকভাবেই তার BJP-তে আসা আমাদের্ জন আন্দোলনকে আরও শক্তিশালী করবে।"

বক্তব্যের শুরু থেকেই তৃণমূলকে আক্রমণ করেন রাহুল। বলেন, "রাজ্যের সম্পূর্ণ দায়িত্বগ্রহণ করতে নির্বাচন কমিশনের বাকি আর মাত্র সাত দিন। তারপর তৃণমূলের মস্তান এবং বাইকবাহিনীদের দৌরাত্ম্য সব বন্ধ হয়ে যাবে। যারা মস্তান আছে তারা হয় ভোটের দিন ভোট দিয়ে গিয়ে বাড়িতে থাকবে আর না হলে জেলে থাকবে। আসলে তৃণমূল দলটা মস্তানদের। CID এবং পুলিশ দিয়ে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ভোটের জন্য তৃণমূল কর্মীরাই দলের প্রচার করবে। তারাই তৃণমূলের হয়ে কাজ করবে।"

ব্যারাকপুর, ১৭ মার্চ : "তৃণমূলের মোহ কাটিয়ে শুভ্রাংশু BJP-তে যোগদান করবে বলে আমি আশাবাদী।" ব্যারাকপুরে এক সভা শেষে গতকাল একথা বলেন BJP নেতা রাহুল সিনহা। গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীরা মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দিয়েছেন। সেই সূত্রেই মুকুলপুত্র তথা বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শুভ্রাংশুর BJP-তে যোগদান নিয়ে গতকাল রাহুল সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বাবা যে পার্টি করবে সেই পার্টিই ছেলেকে করতে হবে সেটা গণতন্ত্রে কোথাও লেখা নেই। আর শুভ্রাংশুকে কোনও প্রস্তাব পাঠানোও হয়নি। তবে ও যদি BJP-তে আসতে চায় তাহলে স্বাগত।"

বৃহস্পতিবার (১৪ মার্চ) BJP-তে যোগ দেন ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং। সে প্রসঙ্গে রাহুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অর্জুন সিং-এর সাথে সাধারণ মানুষ আছে, ও এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা। তার সাথে আরও জনপ্রতিনিধি আছে। স্বাভাবিকভাবেই এরকম একজন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাকিস্তানপন্থী মতামতের বিষয়টিকে মানতে না পেরে তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছে। স্বাভাবিকভাবেই তার BJP-তে আসা আমাদের্ জন আন্দোলনকে আরও শক্তিশালী করবে।"

বক্তব্যের শুরু থেকেই তৃণমূলকে আক্রমণ করেন রাহুল। বলেন, "রাজ্যের সম্পূর্ণ দায়িত্বগ্রহণ করতে নির্বাচন কমিশনের বাকি আর মাত্র সাত দিন। তারপর তৃণমূলের মস্তান এবং বাইকবাহিনীদের দৌরাত্ম্য সব বন্ধ হয়ে যাবে। যারা মস্তান আছে তারা হয় ভোটের দিন ভোট দিয়ে গিয়ে বাড়িতে থাকবে আর না হলে জেলে থাকবে। আসলে তৃণমূল দলটা মস্তানদের। CID এবং পুলিশ দিয়ে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ভোটের জন্য তৃণমূল কর্মীরাই দলের প্রচার করবে। তারাই তৃণমূলের হয়ে কাজ করবে।"

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_16/03 /2019 _______________________________________ মুকুল পুত্র শুভ্রাংশু রায় বিজেপিতে আসলে তাকে সব সময় স্বাগত। তৃণমূলের মোহ কাটিয়ে একদিন ভুলে বুঝতে পেরে বিজেপিতে আসবে বলে আশাবাদী বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক রাহুল সিনহা.... এ রাজ্যে নির্বাচন কমিশন সম্পূর্ন দায়িত্বগ্রহণ করতে আর মাত্র 7 দিন সময় লাগবে।সাত দিন পর তৃণমূলের মস্তান এবং বাইকবাহিনীদের দৌরাত্ম্য সব বন্ধ হয়ে যাবে। যারা মস্তান আছে হয় তারা ভোটের দিন ভোট দিয়ে বাড়িতে থাকবে আর না হলে তারা জেলখানায় থাকবে।তৃণমূল দলটা মস্তান, সিআইডি এবং পুলিশ দিয়ে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ভোটের জন্য তৃণমূলের কর্মীরাই দলের প্রচার করবে তৃণমূলের হয়ে কাজ করবে বলে মন্তব্য করেন বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক রাহুল সিনহা। আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি বিধানসভা এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে দলীয় এক সভায় এসে একথা বলেন তিনি। অন্যদিকে অর্জুন সিং এর বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন অর্জুন সিং এর সাথে সাধারণ মানুষ আছে, সে এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা, তার সাথে আরো অন্যান্য জনপ্রতিনিধিরাও আছে। স্বাভাবিকভাবে এইরকম একজন নেতা যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাকিস্তানপন্থী মতামতের বিষয়টিকে মানতে না পেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। স্বাভাবিকভাবেই অর্জুন সিং এর বিজেপি তে আসা বিজেপির জন-আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন রাহুল বাবু। এছাড়াও বিজেপি নেতা মুকুল রায় পুত্র বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় প্রসঙ্গে বলেন আমরা আশা করব শুভ্রাংশু হয়তো একদিন তৃণমূলের মোহ কাটিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে এবং আমরা তাকে স্বাগত জানাবো। তবে আমাদের তরফ থেকে তাঁকে কোন প্রস্তাব পাঠানো হবে না। কেউ যদি হৃদয় থেকে আমাদের দলে আসে তাকে সব সময় স্বাগত বলে মন্তব্য করেন তিনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.