জগদ্দল, 30 মে : রাজনৈতিক হিংসা তাঁর স্বামীকে কেড়ে নিয়েছে । যিনি চেয়েছিলেন নরেন্দ্র মোদিকে ভোটযুদ্ধে জেতাতে । আর এবার স্বামী চন্দন সাউয়ের খুনিদের শাস্তির দাবিতে সরব স্ত্রী আরতি । পাশাপাশি তিনি চান, সন্তান ভরণপোষণের দায়িত্ব নিন মোদি । ব্যবস্থা করুন কর্মসংস্থানের ।
গত রবিবার দুষ্কৃতীদের হাতে খুন হন চন্দন সাউ । যিনি এলাকায় সক্রিয় BJP কর্মী ছিলেন । এই ঘটনায় ভাটপাড়া অঞ্চলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল । BJP-র দাবি ছিল ভোটের দিন ছাপ্পা ভোট রুখেছিলেন । তাই রাজনৈতিক হিংসার স্বীকার হয়েছেন তিনি । অভিযোগের আঙুল স্বাভাবিকভাবেই ওঠে তৃণমূলের দিকে ।
আজ প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার 54 টি পরিবারের সদস্যকে । যাঁরা রাজনৈতিক হিংসায় খুন হয়েছেন । এঁদের মধ্যে রয়েছেন চন্দন সাউয়ের পরিবারও । এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন চন্দন সাউয়ের স্ত্রী আরতি । জানালেন, তাঁর স্বামী মোদিকে জেতাতে চেয়েছিলেন । তিনি তা পেরেছেন । কিন্তু হিংসা তাঁর প্রাণ কেড়েছে । এবার খুনিদের শাস্তি চান তিনি । আরতির কথায়, "সন্তানদের মানুষ করতে চাই । পরিবারকে বাঁচাতে চাকরি দরকার । মোদির কাছে প্রার্থনা তাঁর । "