ETV Bharat / entertainment

তিনদশক পর মণিরত্নম-কমল হাসান জুটি, কবে মুক্তি পাচ্ছে 'থাগ লাইফ'? - THUG LIFE RELEASE DATE

ফের পর্দায় চমৎকার দেখাতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মণি রত্নম ৷ 37 বছর পর আবার তিনি জুটি বেঁধেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসানের সঙ্গে ৷

Thug Life Release Date Teaser
সামনে এল 'থাগ লাইফ' মুক্তির তারিখ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 7, 2024, 5:49 PM IST

হায়দরাবাদ, 7 নভেম্বর: এক দুজে কে লিয়ে ছহি দিয়ে বলিউডে অভিনেতা হিসাবে জায়গা পাকা করেন কমল হাসান ৷ তারপর একে একে উপহার দিয়েছেন 'সনম তেরি কসম', 'সদমা', 'সাগর', 'চাচি 420', 'হে রাম', 'কল্কি 2898 এডি'-এর মতো সুপারহিট সিনেমা ৷ তালিকাটা কিন্তু এখানেই শেষ নয় ৷ বুড়ো হারে ভেলকি দেখানোর ক্ষমতা রাখেন কমল হাসান ৷ এবার তিনি নিয়ে আসছেন থাগ লাইফ ৷

অভিনেতার 70তম জন্মদিনে নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হল 'থাগ লাইফ' ছবির মুক্তির তারিখ ৷ পরিচালক মণিরত্নম ৷ প্রায় 37 বছর পর তিনি জুটি বেঁধেছেন কমল হাসানের সঙ্গে ৷ এর আগে তাঁদের শেষ ছবি ছিল 'নয়াকান' ৷ প্রযোজনা সংস্থা টার্মেরিক মিডিয়ার তরফে সোশাল মিডিয়ায় রিলিজ ডেট টিজার প্রকাশ করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "তাঁর গল্প, তাঁর নিয়ম ৷ কমল হাসান বার্থডে সেলেব্রেশন ৷ থাগ লাইফ ফ্রম জুন 5 ৷"

রিলিজ ডেট টিজারে হাসানের দুর্দান্ত লুক তুলে ধরা হয়েছে ৷ শুধু তাই নয়, এই ছবিতে কমে গিয়েছে অভিনেতার বয়স ৷ ফলে ইয়ং কমল হাসানকে দেখলে মাথা ঘুরে যাবে দর্শকদের ৷ মনে করা হচ্ছে ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে হাসানকে ৷ টিজারে ইনটেন্স দৃশ্যে দেখা গিয়েছে অভিনেতা সিলামবরাসন টিআরকে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ত্রিশা, অভিরামি, নাসের, জোজু জর্জ, আলি ফজল এবং ঐশ্বরিয়া লক্ষ্মী ৷

ছবি প্রযোজনার দায়িত্বে কমল হাসানের রাজ কমল ফিল্ম ইন্টারন্যাশনাল, মণি রত্নমের মাদ্রাজ টকিজ এবং রেড জায়ান্ট মুভিজ ৷ থাগ লাইফ সিনেমার চিত্রগ্রাহক রবি কে চন্দ্রন ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্বে এ আর রহমান ৷ 'থাগ লাইফ' ছাড়াও শঙ্কর পরিচালিত 'ইন্ডিয়ান 3', নাগ অশ্বিনের 'কল্কি 2898 এডি' সিক্যুয়েলে দেখা যাবে কমল হাসানকে ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: এক দুজে কে লিয়ে ছহি দিয়ে বলিউডে অভিনেতা হিসাবে জায়গা পাকা করেন কমল হাসান ৷ তারপর একে একে উপহার দিয়েছেন 'সনম তেরি কসম', 'সদমা', 'সাগর', 'চাচি 420', 'হে রাম', 'কল্কি 2898 এডি'-এর মতো সুপারহিট সিনেমা ৷ তালিকাটা কিন্তু এখানেই শেষ নয় ৷ বুড়ো হারে ভেলকি দেখানোর ক্ষমতা রাখেন কমল হাসান ৷ এবার তিনি নিয়ে আসছেন থাগ লাইফ ৷

অভিনেতার 70তম জন্মদিনে নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হল 'থাগ লাইফ' ছবির মুক্তির তারিখ ৷ পরিচালক মণিরত্নম ৷ প্রায় 37 বছর পর তিনি জুটি বেঁধেছেন কমল হাসানের সঙ্গে ৷ এর আগে তাঁদের শেষ ছবি ছিল 'নয়াকান' ৷ প্রযোজনা সংস্থা টার্মেরিক মিডিয়ার তরফে সোশাল মিডিয়ায় রিলিজ ডেট টিজার প্রকাশ করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "তাঁর গল্প, তাঁর নিয়ম ৷ কমল হাসান বার্থডে সেলেব্রেশন ৷ থাগ লাইফ ফ্রম জুন 5 ৷"

রিলিজ ডেট টিজারে হাসানের দুর্দান্ত লুক তুলে ধরা হয়েছে ৷ শুধু তাই নয়, এই ছবিতে কমে গিয়েছে অভিনেতার বয়স ৷ ফলে ইয়ং কমল হাসানকে দেখলে মাথা ঘুরে যাবে দর্শকদের ৷ মনে করা হচ্ছে ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে হাসানকে ৷ টিজারে ইনটেন্স দৃশ্যে দেখা গিয়েছে অভিনেতা সিলামবরাসন টিআরকে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ত্রিশা, অভিরামি, নাসের, জোজু জর্জ, আলি ফজল এবং ঐশ্বরিয়া লক্ষ্মী ৷

ছবি প্রযোজনার দায়িত্বে কমল হাসানের রাজ কমল ফিল্ম ইন্টারন্যাশনাল, মণি রত্নমের মাদ্রাজ টকিজ এবং রেড জায়ান্ট মুভিজ ৷ থাগ লাইফ সিনেমার চিত্রগ্রাহক রবি কে চন্দ্রন ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্বে এ আর রহমান ৷ 'থাগ লাইফ' ছাড়াও শঙ্কর পরিচালিত 'ইন্ডিয়ান 3', নাগ অশ্বিনের 'কল্কি 2898 এডি' সিক্যুয়েলে দেখা যাবে কমল হাসানকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.