ETV Bharat / state

Housing for Slum Dwellers : বারাসত বস্তিবাসীদের জন্য চিরঞ্জিতের 'স্বপ্ননীড়'

বারাসতের ইন্দিরা কলোনির বস্তিবাসীদের জন্য সুখবর ৷ সরকারি উদ্যোগে অবশেষে তাঁদের জন্য তৈরি হতে চলেছে আবাসন ৷ তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিতের হাত ধরে হল জমি হস্তান্তর (Chiranjeet Chakraborty in barasat) ৷

barasat
বারাসতে বস্তিবাসীদের জন্য তৈরি হতে চলেছে আবাসন
author img

By

Published : Jan 6, 2022, 10:34 PM IST

বারাসত, 6 জানুয়ারি : দীর্ঘ 40 বছর পর স্বপ্নপূরণ হতে চলেছে বারাসতের বস্তিবাসীর ৷ বারাসত শহরের ইন্দিরা কলোনির বস্তিবাসীদের জন্য সরকারি উদ্যোগে আবাসন তৈরি করতে চলেছে কেএমডিএ । যার জমি হস্তান্তর হল বৃহস্পতিবার ৷ উপস্থিত ছিলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী-সহ বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়, প্রশাসকমণ্ডলীর দুই সদস্য অরুণ ভৌমিক, সমীর তালুকদার ও আরও অনেকে । দীর্ঘদিন পর বস্তিবাসীদের জন্য সরকারি উদ্যোগে আবাসন প্রকল্প তৈরি হওয়ায় খুশি বিধায়কও । এর জন্য তৃণমূল সরকারকেই কৃতিত্ব দিয়েছেন তিনি ৷

বারাসত পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে প্রায় 250 বস্তিবাসীর বাস । এরা সকলেই 1971 সালের পর ওপার বাংলা থেকে চলে আসেন এদেশে । ছিন্নমূল অবস্থায় কোনওরকমে বসবাস শুরু করেন বারাসত শহরের ইন্দিরা কলোনিতে । দীর্ঘদিন ধরেই তাঁরা এই কলোনিতে পাকাঘরের দাবি করে আসছিলেন । কিন্তু প্রতিবারই শুধু প্রতিশ্রুতি মিলেছে ৷ কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ উঠছিল ।

আরও পড়ুন : Barasat District Hospital : জোরকদমে চলছে নির্মাণকাজ, বারাসত হাসপাতালে শীঘ্রই চালু হবে মেডিক্যাল কলেজ

এরপরই বস্তিবাসীদের দাবিপূরণে উদ্যোগী হন স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা হওয়ার পর মেলে ছাড়পত্র (Housing project for slum dwellers at Barasat) ৷ ঠিক হয় এই আবাসন গড়ে তুলবেন রাজ্যের পৌর দফতরের আওতাধীন কেএমডিএ । এর জন্য আর্থিক বরাদ্দও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে । তবে হাটখোলা এলাকার যে জমিতে আবাসন গড়ে ওঠার কথা, সেই জমির একাংশ এতদিন শিক্ষা দফতরের হাতে থাকায় জটিলতা তৈরি হয়েছিল ।

আলোচনার মাধ্যমে সেই জটিলতা কেটে যেতেই তা পৌরসভার হাতে হস্তান্তর করা হয় । বৃহস্পতিবার যার শুভ সূচনা হয় বারাসতের হাটখোলা এলাকায় । তবে পুরো বিষয়টায় পৌরভোটের আগে হওয়ায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । তাহলে কী ভোটের দিকে তাকিয়েই এই জমি হস্তান্তর ? বস্তিবাসীদের জন্য আবাসন প্রকল্পের তোড়জোড় (Housing for Slum Dwellers in barasat) ? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।

যদিও তা মানতে রাজি নন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । তিনি বলেন, "বিরোধীদের কাজ শুধু সমালোচনা করা । ক্ষমতায় থাকাকালীন তাদের কাছেও তো সুযোগ ছিল এই কাজটি করার ৷ নিশ্চয় ইন্দিরা কলোনির বস্তিবাসীরা ক্ষমতায় থাকা দলের কাছে সেই দাবিও রেখেছিল । কিন্তু তাঁরা এত বছর ধরে কিছুই করেননি । তাই কাজ যাঁরা করে কৃতিত্ব কেবল তাঁদেরই প্রাপ্য ।"

আরও পড়ুন : Barasat Safe Home : সেফ হোম চালু করতে তৎপর বারাসত পৌরসভা, চলছে জায়গার খোঁজ

বারাসত, 6 জানুয়ারি : দীর্ঘ 40 বছর পর স্বপ্নপূরণ হতে চলেছে বারাসতের বস্তিবাসীর ৷ বারাসত শহরের ইন্দিরা কলোনির বস্তিবাসীদের জন্য সরকারি উদ্যোগে আবাসন তৈরি করতে চলেছে কেএমডিএ । যার জমি হস্তান্তর হল বৃহস্পতিবার ৷ উপস্থিত ছিলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী-সহ বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়, প্রশাসকমণ্ডলীর দুই সদস্য অরুণ ভৌমিক, সমীর তালুকদার ও আরও অনেকে । দীর্ঘদিন পর বস্তিবাসীদের জন্য সরকারি উদ্যোগে আবাসন প্রকল্প তৈরি হওয়ায় খুশি বিধায়কও । এর জন্য তৃণমূল সরকারকেই কৃতিত্ব দিয়েছেন তিনি ৷

বারাসত পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনিতে প্রায় 250 বস্তিবাসীর বাস । এরা সকলেই 1971 সালের পর ওপার বাংলা থেকে চলে আসেন এদেশে । ছিন্নমূল অবস্থায় কোনওরকমে বসবাস শুরু করেন বারাসত শহরের ইন্দিরা কলোনিতে । দীর্ঘদিন ধরেই তাঁরা এই কলোনিতে পাকাঘরের দাবি করে আসছিলেন । কিন্তু প্রতিবারই শুধু প্রতিশ্রুতি মিলেছে ৷ কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ উঠছিল ।

আরও পড়ুন : Barasat District Hospital : জোরকদমে চলছে নির্মাণকাজ, বারাসত হাসপাতালে শীঘ্রই চালু হবে মেডিক্যাল কলেজ

এরপরই বস্তিবাসীদের দাবিপূরণে উদ্যোগী হন স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা হওয়ার পর মেলে ছাড়পত্র (Housing project for slum dwellers at Barasat) ৷ ঠিক হয় এই আবাসন গড়ে তুলবেন রাজ্যের পৌর দফতরের আওতাধীন কেএমডিএ । এর জন্য আর্থিক বরাদ্দও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে । তবে হাটখোলা এলাকার যে জমিতে আবাসন গড়ে ওঠার কথা, সেই জমির একাংশ এতদিন শিক্ষা দফতরের হাতে থাকায় জটিলতা তৈরি হয়েছিল ।

আলোচনার মাধ্যমে সেই জটিলতা কেটে যেতেই তা পৌরসভার হাতে হস্তান্তর করা হয় । বৃহস্পতিবার যার শুভ সূচনা হয় বারাসতের হাটখোলা এলাকায় । তবে পুরো বিষয়টায় পৌরভোটের আগে হওয়ায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । তাহলে কী ভোটের দিকে তাকিয়েই এই জমি হস্তান্তর ? বস্তিবাসীদের জন্য আবাসন প্রকল্পের তোড়জোড় (Housing for Slum Dwellers in barasat) ? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে ।

যদিও তা মানতে রাজি নন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । তিনি বলেন, "বিরোধীদের কাজ শুধু সমালোচনা করা । ক্ষমতায় থাকাকালীন তাদের কাছেও তো সুযোগ ছিল এই কাজটি করার ৷ নিশ্চয় ইন্দিরা কলোনির বস্তিবাসীরা ক্ষমতায় থাকা দলের কাছে সেই দাবিও রেখেছিল । কিন্তু তাঁরা এত বছর ধরে কিছুই করেননি । তাই কাজ যাঁরা করে কৃতিত্ব কেবল তাঁদেরই প্রাপ্য ।"

আরও পড়ুন : Barasat Safe Home : সেফ হোম চালু করতে তৎপর বারাসত পৌরসভা, চলছে জায়গার খোঁজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.