ETV Bharat / state

ঘর থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ - ঝুলন্ত দেহ

বনগাঁর কালীতলা থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ

মৃত দম্পতি
author img

By

Published : Feb 9, 2019, 2:06 PM IST

বনগাঁ, ৯ ফেব্রুয়ারি : ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ। মৃত দম্পতির নাম দীপ ঘোষ(১৯) ও রিমি ঘোষ(১৭)। ঘটনাটি বনগাঁর কালীতলা এলাকার।

কালীতলার বাসিন্দা দীপ ঘোষ পেশায় রেস্তরাঁর কর্মী। দু'মাস আগে দীপ প্রেমিকা রিমিকে বিয়ে করে। বিয়ের পর থেকেই দু'জনের মধ্যে অশান্তি হত। গতকাল সন্ধ্যাবেলা তাদের ঘরের দরজা বন্ধ দেখে দীপের বোন ডাকতে যায়। সাড়া না দেওয়ায় জানালা দিয়ে উঁকি মারে। তখনই ওই দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পায় সে। বিষয়টি জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবারের সদস্যরা বলেন, ঘরে ঢুকে তাঁরা দেখেন দু'জনের দেহ ঝুলছে। খাটে একটি সুইসাইড নোট পড়ে আছে। যাতে লেখা, 'আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ি নয়'। স্থানীয়দের বক্তব্য, সাংসারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছে ওই দম্পতি। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

বনগাঁ, ৯ ফেব্রুয়ারি : ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ। মৃত দম্পতির নাম দীপ ঘোষ(১৯) ও রিমি ঘোষ(১৭)। ঘটনাটি বনগাঁর কালীতলা এলাকার।

কালীতলার বাসিন্দা দীপ ঘোষ পেশায় রেস্তরাঁর কর্মী। দু'মাস আগে দীপ প্রেমিকা রিমিকে বিয়ে করে। বিয়ের পর থেকেই দু'জনের মধ্যে অশান্তি হত। গতকাল সন্ধ্যাবেলা তাদের ঘরের দরজা বন্ধ দেখে দীপের বোন ডাকতে যায়। সাড়া না দেওয়ায় জানালা দিয়ে উঁকি মারে। তখনই ওই দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পায় সে। বিষয়টি জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবারের সদস্যরা বলেন, ঘরে ঢুকে তাঁরা দেখেন দু'জনের দেহ ঝুলছে। খাটে একটি সুইসাইড নোট পড়ে আছে। যাতে লেখা, 'আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ি নয়'। স্থানীয়দের বক্তব্য, সাংসারিক অশান্তির জেরে আত্মহত্যা করেছে ওই দম্পতি। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।


Agartala (Tripura), Feb 09 (ANI): Prime Minister Narendra Modi will visit Tripura today. The preparations to welcome the Prime Minister are underway in Tripura's capital. Security has been beefed up. PM Modi will inaugurate several developmental projects in the state. He will also unveil the statue of Tripura's last ruler Bir Bikram Kishore Manikya Bahadur.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.