ভাটপাড়া, 13 সেপ্টেম্বর : সরকারি প্রকল্পের বাড়ির জন্য আবেদন করেছিলেন প্রায় দেড় বছর আগে । কিন্তু, প্রকল্পের একটা ইটও গাঁথা হয়নি । অ্যাকাউন্টে আসেনি টাকা । এদিকে, বাড়ির ঠিকানায় পৌঁছেছে ঘর পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা । গোটা ঘটনায় হতবাক জগদ্দলের দুই পরিবার ।
2018 সালের প্রথম দিকে জগদ্দলের স্থিরপাড়া রোডের দুটি পরিবার প্রধানমন্ত্রী আবাস(আরবান) যোজনার জন্য আবেদন করে । রীতিমতো ধারদেনা করে ব্যাঙ্কে 25 হাজার 600 টাকা জমা দিয়েছিলেন । স্বপ্ন দেখেছিলেন এবার বোধহয় ভাঙা টালি আর টিনের চালের ঘরে থাকার দিন শেষ হবে । কিন্তু, সেগুড়ে বালি । কেটে গেছে প্রায় দেড় বছর । পাকা বাড়ি তৈরি দূর-অস্ত একটা ইটও গাঁথা হয়নি । অ্যাকাউন্টে আসেনি টাকা । এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা চিঠি এসে হাজির । চিঠি খুলেই হতবাক ভাটপাড়ার দুই পরিবার । সেখানে বাড়ি পাওয়ার জন্য খোদ প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে ।
আবেদনকারী এক পরিবারের সদস্য রীতা দাস বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার আবেদনের সময় পৌরসভা থেকে বলা হয়, ICICI ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে । আমার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও নতুন অ্যাকাউন্ট খুলতে বাধ্য করা হয় । এদিকে চলতি মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি শুভেচ্ছাবার্তা আসে । সেখানে লেখা আছে, ঘর পাওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা জানানো হচ্ছে । আমি তো ঘরই পাইনি শুভেচ্ছা নেব কীভাবে ?"
ভাটপাড়া পৌরসভার পূর্ত দপ্তরের পৌর পারিষদ তথা BJP কাউন্সিলর সোহম চৌধুরি বলেন, "এবিষয়ে আমরা কিছুই জানি না । যদি তাঁরা সঠিকভাবে আবেদন করে থাকেন তাহলে নিশ্চয়ই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন ।"
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর না পাওয়ার অভিযোগ নিয়ে ব্যারাকপুরে মহকুমাশাসকের দপ্তরে গেলেও তাঁর দেখা পায়নি ওই দুটি পরিবার ।