ETV Bharat / state

দাদুর ঘর থেকে বেরিয়েই শিশু বলল বুকে ব্যথা, পরে হাসপাতালে মৃত্যু

তিন বছরের শিশুকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল দাদু ও ঠাকুমার বিরুদ্ধে। জগদ্দল থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। উত্তর ২৪ পরগণার জগদ্দল থানার অন্তর্গত কাঁকিনাড়া কাটাডাঙা এলাকার ঘটনা।

এই শিশুটির মৃত্যু হয়েছে
author img

By

Published : Mar 1, 2019, 4:18 AM IST

জগদ্দল, ১ মার্চ : তিন বছরের শিশুকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল তারই দাদু ও ঠাকুমার বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছেন শিশুটির মা আত্রেয়ী দে। তাঁর অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ মনোরঞ্জন দে ও মিনতি দে-কে গ্রেপ্তার করে। উত্তর ২৪ পরগণার জগদ্দল থানার অন্তর্গত কাঁকিনাড়া কাটাডাঙা এলাকার ঘটনা।

আত্রেয়ীদেবী জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর এবং স্বামীর উপর শ্বশুর ও শাশুড়ি অত্যাচার চালাত। তাঁদের সঙ্গে শ্বশুর-শাশুড়ির কোনওদিনই বনিবনা ছিল না। তিনি অভিযোগ করেছেন, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। এরই মধ্যে আত্রেয়ীদেবীর মেয়ে হয়। পারিবারিক অশান্তি সত্ত্বেও মেয়েকে কোনওদিন দাদু ঠাকুমার কাছে যেতে বারণ করেননি তাঁরা। আজ দুপুরে মেয়ে দোতলায় দাদু-ঠাকুমার কাছে গেছিল। আত্রেয়ীদেবী মেয়েকে ডাকলে সে সিঁড়ি দিয়ে বুকে হাত দিয়ে নেমে আসে। মেয়ে বলছিল তার বুকে ব্যথা করছে। আত্রেয়ীদেবী তড়িঘড়ি স্থানীয় ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে মেয়েকে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আত্রেয়ীদেবীর অভিযোগ, দাদু-ঠাকুমার ঘর থেকে আসার পরই তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। শিশুটিকে বিষাক্ত কিছু খাইয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনার পর জগদ্দল থানায় খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

undefined

জগদ্দল, ১ মার্চ : তিন বছরের শিশুকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল তারই দাদু ও ঠাকুমার বিরুদ্ধে। এমনই অভিযোগ তুলেছেন শিশুটির মা আত্রেয়ী দে। তাঁর অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ মনোরঞ্জন দে ও মিনতি দে-কে গ্রেপ্তার করে। উত্তর ২৪ পরগণার জগদ্দল থানার অন্তর্গত কাঁকিনাড়া কাটাডাঙা এলাকার ঘটনা।

আত্রেয়ীদেবী জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর এবং স্বামীর উপর শ্বশুর ও শাশুড়ি অত্যাচার চালাত। তাঁদের সঙ্গে শ্বশুর-শাশুড়ির কোনওদিনই বনিবনা ছিল না। তিনি অভিযোগ করেছেন, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। এরই মধ্যে আত্রেয়ীদেবীর মেয়ে হয়। পারিবারিক অশান্তি সত্ত্বেও মেয়েকে কোনওদিন দাদু ঠাকুমার কাছে যেতে বারণ করেননি তাঁরা। আজ দুপুরে মেয়ে দোতলায় দাদু-ঠাকুমার কাছে গেছিল। আত্রেয়ীদেবী মেয়েকে ডাকলে সে সিঁড়ি দিয়ে বুকে হাত দিয়ে নেমে আসে। মেয়ে বলছিল তার বুকে ব্যথা করছে। আত্রেয়ীদেবী তড়িঘড়ি স্থানীয় ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে মেয়েকে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আত্রেয়ীদেবীর অভিযোগ, দাদু-ঠাকুমার ঘর থেকে আসার পরই তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। শিশুটিকে বিষাক্ত কিছু খাইয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনার পর জগদ্দল থানায় খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

undefined
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.