ETV Bharat / state

Covid Positive Doctor: কোভিডের দ্বিতীয় ডোজের পরেও সপরিবারে করোনা আক্রান্ত চিকিৎসক

কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ফের করোনায় আক্রান্ত হলেন বারাসতের চিকিৎসক বিবর্তন সাহা। আক্রান্ত হয়েছেন পরিবারের আরও পাঁচ সদস্য ৷

Covid Positive Doctor
কোভিডের দ্বিতীয় ডোজের পরেও স্বপরিবারে করোনা আক্রান্ত চিকিৎসক
author img

By

Published : Nov 10, 2021, 10:45 PM IST

বারাসত, 10 নভেম্বর : কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক৷ তাঁর নাম বিবর্তন সাহা। তারই সঙ্গেই কোভিডে আক্রান্ত হয়েছেন পরিবারের আরও পাঁচ সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন, চিকিৎসকের স্ত্রী মৌসুমী রায়চৌধুরী, ছেলে সারদ্বত, মেয়ে সোহাদৃতা, বাবা বিমানবিহারী সাহা এবং মা তন্দ্রা সাহা। মৌসুমী রায়চৌধুরী নিজেও চিকিৎসক ৷

এদের মধ্যে মৌসুমী রায়চৌধুরী, বিমানবিহারী সাহা ও তন্দ্রা সাহার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। বাকিরা বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে, তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ৷ কোভিড সম্পূর্ণ টিকাকরণের পরেও বিবর্তনবাবু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের ফের করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে। তবে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেই যে কোভিড থেকে মুক্তি মিলবে, এমন ভাবার কোনও কারণ নেই বলে আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এরপর সংক্রমণ হলেও তা মারাত্মক হবে না বলেই দাবি করেছেন বহু চিকিৎসক ৷ কিন্তু এক্ষেত্রে করোনার ভ্যাকসিনের 2টি করে ডোজ নেওয়ার পরেও বিবর্তন সাহা ও তাঁর স্ত্রী, বাবা, মা যেভাবে একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন ও তাঁদের হাসপাতালে ভর্তি হতে হল সেই বিষয়টি চিকিৎসকদের ভাবাচ্ছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল 16 লাখ, গত 24 ঘণ্টায় মৃত 15

বিবর্তন সাহা উত্তর 24 পরগনা জেলার কোভিড ম্যানেজমেন্ট প্রটোকল মনিটরিং কমিটির কো-অর্ডিনেটর পদে রয়েছেন। সেই সুবাদে করোনার বাড়বাড়ন্তের সময় তাঁকে জেলার বিভিন্ন কোভিড হাসপাতালে ছুটে যেতে হয়েছে। আক্রান্ত রোগীকে ভর্তি করা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব নিজের কাধেঁ তুলে নিয়েছিলেন তিনি। বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেও ভোলেননি এই চিকিৎসক। যার ফলে বহু মানুষের সংস্পর্শে আসতে হয়ছিল তাঁকে। এর জেরে মাস ছয়েক আগে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক বিবর্তন সাহা। আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকলেও কোভিড সংক্রান্ত কাজ বাড়ি থেকেই করে গিয়েছেন তিনি। কিছুদিন হোম আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে আবারও কোভিড সংক্রান্ত কাজে ঝাঁপিয়ে পড়েন এই চিকিৎসক। তারই মধ্যে নিয়ম মেনে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও সম্পন্ন করে ফেলেন তিনি। কিন্তু তার পরেও সপরিবারে করোনা আক্রান্ত হলেন এই চিকিৎসক ৷

বারাসত, 10 নভেম্বর : কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন এক চিকিৎসক৷ তাঁর নাম বিবর্তন সাহা। তারই সঙ্গেই কোভিডে আক্রান্ত হয়েছেন পরিবারের আরও পাঁচ সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন, চিকিৎসকের স্ত্রী মৌসুমী রায়চৌধুরী, ছেলে সারদ্বত, মেয়ে সোহাদৃতা, বাবা বিমানবিহারী সাহা এবং মা তন্দ্রা সাহা। মৌসুমী রায়চৌধুরী নিজেও চিকিৎসক ৷

এদের মধ্যে মৌসুমী রায়চৌধুরী, বিমানবিহারী সাহা ও তন্দ্রা সাহার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। বাকিরা বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে, তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ৷ কোভিড সম্পূর্ণ টিকাকরণের পরেও বিবর্তনবাবু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের ফের করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে। তবে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেই যে কোভিড থেকে মুক্তি মিলবে, এমন ভাবার কোনও কারণ নেই বলে আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এরপর সংক্রমণ হলেও তা মারাত্মক হবে না বলেই দাবি করেছেন বহু চিকিৎসক ৷ কিন্তু এক্ষেত্রে করোনার ভ্যাকসিনের 2টি করে ডোজ নেওয়ার পরেও বিবর্তন সাহা ও তাঁর স্ত্রী, বাবা, মা যেভাবে একসঙ্গে করোনায় আক্রান্ত হলেন ও তাঁদের হাসপাতালে ভর্তি হতে হল সেই বিষয়টি চিকিৎসকদের ভাবাচ্ছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল 16 লাখ, গত 24 ঘণ্টায় মৃত 15

বিবর্তন সাহা উত্তর 24 পরগনা জেলার কোভিড ম্যানেজমেন্ট প্রটোকল মনিটরিং কমিটির কো-অর্ডিনেটর পদে রয়েছেন। সেই সুবাদে করোনার বাড়বাড়ন্তের সময় তাঁকে জেলার বিভিন্ন কোভিড হাসপাতালে ছুটে যেতে হয়েছে। আক্রান্ত রোগীকে ভর্তি করা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব নিজের কাধেঁ তুলে নিয়েছিলেন তিনি। বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেও ভোলেননি এই চিকিৎসক। যার ফলে বহু মানুষের সংস্পর্শে আসতে হয়ছিল তাঁকে। এর জেরে মাস ছয়েক আগে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন চিকিৎসক বিবর্তন সাহা। আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকলেও কোভিড সংক্রান্ত কাজ বাড়ি থেকেই করে গিয়েছেন তিনি। কিছুদিন হোম আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে আবারও কোভিড সংক্রান্ত কাজে ঝাঁপিয়ে পড়েন এই চিকিৎসক। তারই মধ্যে নিয়ম মেনে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও সম্পন্ন করে ফেলেন তিনি। কিন্তু তার পরেও সপরিবারে করোনা আক্রান্ত হলেন এই চিকিৎসক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.