ব্যারাকপুর, ১২ মার্চ : বিহার, উত্তরপ্রদেশে বিয়েবাড়িতে গুলি চালিয়ে আনন্দ করতে দেখা যায়। চলে রাউন্ডের পর রাউন্ড গুলি। তবে কোনও বাঙালি বিয়েতে আনন্দে গুলি চালানোর ঘটনা শোনা যায় না। কিন্তু, তেমনই হল উত্তর ২৪ পরগনার নিমতা প্রতাপগড় এলাকার একটি বউভাতের অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে হঠাৎ গুলির বিকট শব্দে চমকে ওঠেন সকলে। জানা গেছে, অনুষ্ঠানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীই এই ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে আইনজীবী বিকাশ দাস তাঁর বউভাতের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। গতকাল ওই অনুষ্ঠান বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর আত্মীয়-স্বজনও। তাই সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে দু'জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে গুলির বিকট শব্দে চমকে ওঠেন সবাই। জানা যায়, অনুষ্ঠানে কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষীর মধ্যে একজন শূন্যে পরপর চার রাউন্ড গুলি চালান। অভিযোগ, বিকাশের জামাইবাবু নান্টু দে গুলি চালানোর জন্য প্ররোচনা দেন।
বিকাশ বলেন, "নিরাপত্তারক্ষী জানায় যে আনন্দ উৎসবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সে এই গুলি চালিয়েছে।" প্রকাশ্যে এইভাবে গুলি চালানোর ভিডিয়ো সোশাল মিডিয়াতে ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। ভিডিয়োর উপর ভিত্তি করে প্রকাশ্যে গুলি চালানো ও তাতে প্ররোচনা দেওয়ার অভিযোগে বিকাশ দাসের জামাইবাবু নান্টু দে ও নিরাপত্তারক্ষী অশোক সিংকে গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ।
বিকাশ দাস ঘটনার সত্যতা স্বীকার করলেও নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেন। তিনি বলেন, নিরাপত্তারক্ষীরা নিজেদের বন্দুক নিয়ে মদ্যপ অবস্থায় গুলি চালিয়েছে। এর সাথে তাঁদের পরিবারের কেউ যুক্ত নেই। কিন্তু বিহার, উত্তরপ্রদেশের কায়দায় অনুষ্ঠান বাড়িতে এ ধরনের গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার শান্তিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।