ETV Bharat / state

সোদপুরে কারখানায় আগুন, ৩ কর্মী ভেতরে আটকে - fire

আগুনে পুরে গেল সোদপুরের একটি প্লাস্টিকের কারখানা। ঘটনাস্থানে গেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনজন কর্মীর কারখানার ভিতরে থাকার আশঙ্কা করা হচ্ছে।

আগুনে ভস্মীভূত প্লাস্টিক কারখানা
author img

By

Published : Feb 11, 2019, 8:28 PM IST

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : আগুনে পুড়ে গেল সোদপুরের একটি কারখানা। সেখানে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি হত। আজ দুপুর ১২ টা নাগাদ আগুন লাগে। বিকেল চারটে নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার সময় কারখানায় কয়েকজন কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যে তিনজন এখনও বেরিয়ে আসতে পারেননি। প্রশাসন তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থান ঘুরে গেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে এর আগেও আগুন লেগেছিল। আজ প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি ঘোলা থানা এবং দমকলে খবর দেওয়া হয়। মধ্যমগ্রাম দমকল কেন্দ্র থেকে প্রথমে পাঁচটি দমকলের গাড়ি এসে পৌঁছায়। পরে পানিহাটি এবং ব্যারাকপুর স্টেশন থেকেও দমকলের ইঞ্জিন আসে। সব মিলিয়ে ২৫ টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপও কাজ শুরু করে। আগুনে কারখানার ভিতরে মজুত থাকা গ্যাসের সিলিন্ডারগুলিতে বিস্ফোরণ হয়। তখন প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। সোদপুর-মধ্যমগ্রাম রোডে যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।

ইতিমধ্যেই দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থান ঘুরে গেছেন। তিনি আগুন লাগার কারণ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও পর্যন্ত অন্ধকারে প্রশাসন। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কারখানায় অগ্নিনির্বাপক সরঞ্জাম ছিল না। আরও অভিযোগ, বিলকান্দার বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা অনেক কারখানায় দমকলের ছাড়পত্র নেই। কারখানাগুলি পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

undefined

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : আগুনে পুড়ে গেল সোদপুরের একটি কারখানা। সেখানে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি হত। আজ দুপুর ১২ টা নাগাদ আগুন লাগে। বিকেল চারটে নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার সময় কারখানায় কয়েকজন কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যে তিনজন এখনও বেরিয়ে আসতে পারেননি। প্রশাসন তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থান ঘুরে গেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে এর আগেও আগুন লেগেছিল। আজ প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি ঘোলা থানা এবং দমকলে খবর দেওয়া হয়। মধ্যমগ্রাম দমকল কেন্দ্র থেকে প্রথমে পাঁচটি দমকলের গাড়ি এসে পৌঁছায়। পরে পানিহাটি এবং ব্যারাকপুর স্টেশন থেকেও দমকলের ইঞ্জিন আসে। সব মিলিয়ে ২৫ টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপও কাজ শুরু করে। আগুনে কারখানার ভিতরে মজুত থাকা গ্যাসের সিলিন্ডারগুলিতে বিস্ফোরণ হয়। তখন প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। সোদপুর-মধ্যমগ্রাম রোডে যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।

ইতিমধ্যেই দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থান ঘুরে গেছেন। তিনি আগুন লাগার কারণ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও পর্যন্ত অন্ধকারে প্রশাসন। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কারখানায় অগ্নিনির্বাপক সরঞ্জাম ছিল না। আরও অভিযোগ, বিলকান্দার বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা অনেক কারখানায় দমকলের ছাড়পত্র নেই। কারখানাগুলি পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

undefined
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
FILE: Beijing, China - Exact Date Unknown (CCTV - No access Chinese mainland)
1. People's Bank of China (PBOC) headquarters
2. State Administration of Foreign Exchange (SAFE) headquarters
FILE: Shanghai Municipality, east China - Aug 6, 2018 (CGTN - No access Chinese mainland)
3. Sign reading "Currency Exchange"
FILE: Beijing, China - Exact Date Unknown (CCTV - No access Chinese mainland)
4. Various of bank clerk counting U.S. dollar banknotes
5. Bundles of RMB, U.S. dollar banknotes
6. Bank clerk checking U.S. dollar banknotes through bill counter
7. Various of bank clerk checking RMB banknotes through bill counter
8. Euro banknotes going through bill counter
FILE: China - Exact Date and Location Unknown (CCTV - No access Chinese mainland)
9. Chinese yuan banknotes going through cash counting machine
10. Bundles of Chinese yuan, U.S. dollar banknotes on table
11. Various of U.S. dollar banknotes being counted by bank clerk
FILE: Shanghai Municipality, east China - Aug 6, 2018 (CGTN - No access Chinese mainland)
12. Sign reading "Currency Exchange"
13. Various of people exchanging currencies in bank; sign of "Currency Exchange"
China's foreign exchange (forex) reserves rose to 3.0879 trillion U.S. dollars at the end of January, data showed Monday.
The amount increased 15.2 billion U.S. dollars, or 0.5 percent, from the level by the end of December 2018, according to data of the State Administration of Foreign Exchange.
The forex reserves has increased for the third month in a row.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.

For All Latest Updates

TAGGED:

firesodepur
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.