নিউটাউন, 10 এপ্রিল : আজ ভোর পাঁচটা নাগাদ নিউটাউনের গৌরাঙ্গনগর বাজারে আগুন লাগে। আগুনে বাজারের প্রায় ২৫টি অস্থায়ী দোকান পুড়ে যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুনে প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
বাগজোলা খালের ধারে নিউটাউনের গৌরাঙ্গনগর বাজারে আজ ভোরে আগুন লাগার সময় বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। দমকলের প্রাথমিক অনুমান, একটি খাবারের দোকান থেকে আগুন লাগে। সেখান থেকে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খাবারের দোকানের সিলিন্ডার ফেটে আগুন আরও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দু'তিনটি সিলিন্ডার ফাটার আওয়াজ শুনতে পান। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। ৫টা ১৫ মিনিট নাগাদ দমকলকে খবর দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, দমকল প্রায় আধঘণ্টা পর আসে। দমকল বিভাগ দেরিতে পৌঁছানোর কথা মেনে নিয়েছে।
দমকল আধিকারিক সঞ্জীব চক্রবর্তী বলেন, "আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থানে রওনা দিই। কিন্তু যিনি ফোন করে আগুন লাগার খবর দেন তিনি রাস্তা ঠিকভাবে বলতে পারছিলেন না। তাই ঘটনাস্থানে পৌঁছাতে দেরি হয়। যদিও ঘটনাস্থানে পৌঁছানোর ১৫-২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। যে দোকানগুলি পুড়েছে সেগুলির কোনও স্বীকৃতি নেই। অবৈধভাবে নির্মিত এই দোকানগুলির উপরে প্রচুর তার রয়েছে। ফলে শর্ট সার্কিট বা অন্যান্য কারণে আগুন লাগতে পারে।"