ETV Bharat / state

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ বাম ছাত্র ও যুব সংগঠনের - Barasat DYFI

গত 26 নভেম্বর বাম ও কংগ্রেসের ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটকে ঘিরে ধুন্ধুমার বাঁধে বারাসতের হেলাবটতলা মোড়ে ৷ অবরোধ তুলতে বনধ সমর্থককারীদের ওপর ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ তারই প্রতিবাদে এদিন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা ৷

Barasat
বারাসত
author img

By

Published : Nov 28, 2020, 9:31 AM IST

বারাসত, 28 নভেম্বর : ধর্মঘটের দিন বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে বারাসত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বাম ছাত্র ও যুব সংগঠন ৷ বেশ কিছুক্ষণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা ৷ অপরদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার গেট ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় ৷ মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ৷ বাম ছাত্র ও যুব-এর এক প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেয় বারাসত থানার IC-র কাছে ৷

26 নভেম্বর বাম ও কংগ্রেসের ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটকে ঘিরে ধুন্ধুমার বাধে বারাসতের হেলাবটতলা মোড়ে ৷ অবরোধ তুলতে বনধ সমর্থককারীদের ওপর ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ রীতিমতো তাড়া করে ধর্মঘট সমর্থকদের লাঠিপেটা করা হয় ৷ অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম ছাত্র ও যুব নেতা আহত হন ৷ ঘটনার পরই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন বাম নেতারা ৷ সেইমতো ঘটনার প্রতিবাদে পথে নামেন বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মী সমর্থকরা ৷ পুলিশকে উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরতে বলেও সরব হন আন্দোলনকারীরা ৷ মিছিল বারাসত থানার কাছে এসে পৌঁছাতেই শুরু হয় তুমুল বিক্ষোভ ৷ পুলিশের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারীরা ৷ এরপর বারাসত থানার IC দীপংকর ভট্টাচার্যের কাছে ঘটনার তদন্ত চেয়ে স্মারকলিপি জমা দেয় বাম ছাত্র ও যুব এর একটি প্রতিনিধিদল ৷

ভিডিয়োতে শুনুন DYFI নেতার বক্তব্য

এবিষয়ে DYFI নেতা দিলীপ সাহা বলেন, "বৃহস্পতিবারের বনধ ছিল সর্বাত্মক । শান্তিপূর্ণ অবরোধে পুলিশ নির্মমভাবে লাঠি চালিয়েছে । সেই দৃশ্য বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে এসেছে । সেই ঘটনার প্রতিবাদেই ছাত্র ও যুবরা থানা ঘেরাও করে বিক্ষোভে শামিল হয়েছে । আমরা চাই, এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক । নাহলে আগামীদিনে বড়সড় আন্দোলনে নামবে ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা ৷" অপরদিকে, এই বিষয়ে বারাসত থানার IC দীপংকর ভট্টাচার্য কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ।

বারাসত, 28 নভেম্বর : ধর্মঘটের দিন বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে বারাসত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বাম ছাত্র ও যুব সংগঠন ৷ বেশ কিছুক্ষণ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা ৷ অপরদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার গেট ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় ৷ মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ৷ বাম ছাত্র ও যুব-এর এক প্রতিনিধিদল স্মারকলিপি জমা দেয় বারাসত থানার IC-র কাছে ৷

26 নভেম্বর বাম ও কংগ্রেসের ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘটকে ঘিরে ধুন্ধুমার বাধে বারাসতের হেলাবটতলা মোড়ে ৷ অবরোধ তুলতে বনধ সমর্থককারীদের ওপর ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ রীতিমতো তাড়া করে ধর্মঘট সমর্থকদের লাঠিপেটা করা হয় ৷ অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বাম ছাত্র ও যুব নেতা আহত হন ৷ ঘটনার পরই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন বাম নেতারা ৷ সেইমতো ঘটনার প্রতিবাদে পথে নামেন বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মী সমর্থকরা ৷ পুলিশকে উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরতে বলেও সরব হন আন্দোলনকারীরা ৷ মিছিল বারাসত থানার কাছে এসে পৌঁছাতেই শুরু হয় তুমুল বিক্ষোভ ৷ পুলিশের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারীরা ৷ এরপর বারাসত থানার IC দীপংকর ভট্টাচার্যের কাছে ঘটনার তদন্ত চেয়ে স্মারকলিপি জমা দেয় বাম ছাত্র ও যুব এর একটি প্রতিনিধিদল ৷

ভিডিয়োতে শুনুন DYFI নেতার বক্তব্য

এবিষয়ে DYFI নেতা দিলীপ সাহা বলেন, "বৃহস্পতিবারের বনধ ছিল সর্বাত্মক । শান্তিপূর্ণ অবরোধে পুলিশ নির্মমভাবে লাঠি চালিয়েছে । সেই দৃশ্য বিভিন্ন সংবাদমাধ্যমের সামনে এসেছে । সেই ঘটনার প্রতিবাদেই ছাত্র ও যুবরা থানা ঘেরাও করে বিক্ষোভে শামিল হয়েছে । আমরা চাই, এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক । নাহলে আগামীদিনে বড়সড় আন্দোলনে নামবে ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা ৷" অপরদিকে, এই বিষয়ে বারাসত থানার IC দীপংকর ভট্টাচার্য কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.