ব্যারাকপুর, 21 মার্চ : দোল উৎসবে মাতলেন ব্যারাকপুরের দুইবারের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আজ তিনি নৈহাটি বিধানসভা কেন্দ্রের অরবিন্দ রোড এলাকয় বসন্ত উৎসবের প্রভাতফেরিতে অংশ নেন।
দীনেশ ত্রিবেদী বলেন, "এখানে যে পরিবেশের পরিবর্তন হয়েছে সেই পরিবেশ প্রতিদিন থাকুক। আজ সবাই এক পরিবার হয়ে গেছে। এই পরিবার চিরদিন থাকুক। বাচ্চাদের শিক্ষা ও স্বাস্থ্য আরও ভালো হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসা আছে।"
নৈহাটি ফেরিঘাট থেকে তিনি নৈহাটির বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে। তিনি রং খেলেন এবং ডান্ডিয়ায় অংশ নেন।