ETV Bharat / state

Dilip Ghosh: বাঁচার রাস্তা নেই তাই বিজেপির নাম নিচ্ছে, কুন্তলের দাবি প্রসঙ্গে বললেন দিলীপ - কুন্তলের দাবি প্রসঙ্গে দিলীপ

দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির নেতাদের যোগ প্রসঙ্গে কুন্তলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Feb 4, 2023, 7:35 PM IST

কুন্তল ঘোষকে এক হাত নিলেন দিলীপ ঘোষ

নিউটাউন, 4 ফেব্রুয়ারি: শুক্রবার দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) আদালতে যাওয়ার সময় তাপস মণ্ডলের (Tapas Mondal) সঙ্গে বিজেপির নেতাদের যোগ রয়েছে বলে দাবি করেছিলেন ৷ এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এই যুব তৃণমূল নেতাকে এক হাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি তোপ দেগে বলেন, "পালানোর রাস্তা নেই বলে এখন বিজেপির নাম নিচ্ছে ৷"

দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন বলেন, "জেলে যাওয়ার পর মনে পড়ল? কেউ শিখিয়ে দিয়েছে মনে হয় । এতোদিন কিছু বলেননি তো । তাপস মণ্ডল বা যেই হোক, যার সঙ্গে আপনারা এইসব কাজ করছিলেন ৷ তখন কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল মনে পড়েনি । আজ যখন পালানোর রাস্তা নেই, তখন বিজেপির নাম নিচ্ছে ৷ আপনার বাড়ি থেকে ওএমআর শিট, অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে । অর্থাৎ আপনার অপকর্মের প্রমাণ আছে । তাপস মণ্ডল বিজেপি কি না, সেটা তো আপনাকেই তথ্য দিয়ে প্রমাণ করতে হবে । আপনার বাঁচার রাস্তা নেই ।"

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির টাকা কুন্তলের থেকেও পেয়েছিলেন পার্থ, দাবি ইডির

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলায় আরও 115টি বাফার অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই ৷ সে বিষয়ে বলতে গিয়ে এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, "অনুব্রত নিয়ে যত তদন্ত এগোচ্ছে, এই সব তথ্য সামনে আসছে । এতদিন ধরে ব্যাপক আকারে তদন্ত হয়েছে । তদন্তকারীরা আরও গভীরে যেতে চাইছেন । ফলে সময় লাগছে । সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে । রাজ্যে 14 লক্ষ ভুয়ো আধার কার্ড । কার্ডের মালিক জানেই না, তার নামে আরেকটা কার্ড হয়েছে । ভুয়ো রেশন কার্ড লক্ষ লক্ষ বাতিল করতে হল । এই যে সার্বিক দুর্নীতি চলছিল, সিপিএম আমল থেকে দুর্নীতির শুরু । তৃণমূল কংগ্রেস সেটাকে সর্বজনীন করে তুলেছে । বাংলার মানুষ হতাশ ।"

আরও পড়ুন: আরও 115 বাফার অ্যাকাউন্টের হদিশ, মাত্র দুদিনে তা খোলা হয় স্বাস্থ্যসাথীর নথি দিয়ে

কুন্তল ঘোষকে এক হাত নিলেন দিলীপ ঘোষ

নিউটাউন, 4 ফেব্রুয়ারি: শুক্রবার দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) আদালতে যাওয়ার সময় তাপস মণ্ডলের (Tapas Mondal) সঙ্গে বিজেপির নেতাদের যোগ রয়েছে বলে দাবি করেছিলেন ৷ এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এই যুব তৃণমূল নেতাকে এক হাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি তোপ দেগে বলেন, "পালানোর রাস্তা নেই বলে এখন বিজেপির নাম নিচ্ছে ৷"

দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন বলেন, "জেলে যাওয়ার পর মনে পড়ল? কেউ শিখিয়ে দিয়েছে মনে হয় । এতোদিন কিছু বলেননি তো । তাপস মণ্ডল বা যেই হোক, যার সঙ্গে আপনারা এইসব কাজ করছিলেন ৷ তখন কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল মনে পড়েনি । আজ যখন পালানোর রাস্তা নেই, তখন বিজেপির নাম নিচ্ছে ৷ আপনার বাড়ি থেকে ওএমআর শিট, অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছে । অর্থাৎ আপনার অপকর্মের প্রমাণ আছে । তাপস মণ্ডল বিজেপি কি না, সেটা তো আপনাকেই তথ্য দিয়ে প্রমাণ করতে হবে । আপনার বাঁচার রাস্তা নেই ।"

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির টাকা কুন্তলের থেকেও পেয়েছিলেন পার্থ, দাবি ইডির

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলায় আরও 115টি বাফার অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই ৷ সে বিষয়ে বলতে গিয়ে এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, "অনুব্রত নিয়ে যত তদন্ত এগোচ্ছে, এই সব তথ্য সামনে আসছে । এতদিন ধরে ব্যাপক আকারে তদন্ত হয়েছে । তদন্তকারীরা আরও গভীরে যেতে চাইছেন । ফলে সময় লাগছে । সমস্ত জায়গায় দুর্নীতি হয়েছে । রাজ্যে 14 লক্ষ ভুয়ো আধার কার্ড । কার্ডের মালিক জানেই না, তার নামে আরেকটা কার্ড হয়েছে । ভুয়ো রেশন কার্ড লক্ষ লক্ষ বাতিল করতে হল । এই যে সার্বিক দুর্নীতি চলছিল, সিপিএম আমল থেকে দুর্নীতির শুরু । তৃণমূল কংগ্রেস সেটাকে সর্বজনীন করে তুলেছে । বাংলার মানুষ হতাশ ।"

আরও পড়ুন: আরও 115 বাফার অ্যাকাউন্টের হদিশ, মাত্র দুদিনে তা খোলা হয় স্বাস্থ্যসাথীর নথি দিয়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.