ETV Bharat / state

কুপ্রস্তাব পাঠানো শিক্ষককে বরখাস্তের দাবি ছাত্রদের

author img

By

Published : Jun 10, 2020, 7:04 AM IST

ছাত্রীকে সোশাল মিডিয়ায় কুরুচিকর প্রস্তাব দেওয়ায় গ্রেপ্তার শিক্ষক । ধৃত শিক্ষকের বরখাস্তের দাবি তুলল বনগাঁ হাই স্কুলের ছাত্ররা ।

Demand for dismissal of the teacher in bongaon
ছাত্রীকে কুপ্রস্তাব পাঠানো শিক্ষককে বরখাস্তের দাবি

বনগাঁ, 10 জুন : সোশাল মিডিয়ায় ছাত্রীকে কুপ্রস্তাব পাঠানো শিক্ষককে বরখাস্তের দাবি উঠল । ধৃত শিক্ষক অলোক প্রামাণিকের ইস্তফার দাবিতে মঙ্গলবার একজোট হয়েছে বনগাঁ হাই স্কুলের ছাত্ররা । ইতিমধ্যে তারা গতকাল স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছে ।

এদিন ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক ছাড়াও বনগাঁ মহকুমার অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শকের কাছেও ওই একই দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় । সম্প্রতি বনগাঁ হাই স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক অলোক প্রামাণিক দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে সোশাল মিডিয়ার মাধ্যমে কুরুচিকর মেসেজ পাঠিয়েছিল । তাতে টাকা পয়সারও প্রস্তাব দিয়েছিল ।

ঘটনাটি জানাজানি হতেই, শনিবার বিকেলে ওই অভিযুক্ত শিক্ষকের বাড়ির সামনে বনগাঁর পূর্বপাড়ার বাসিন্দারা বিক্ষোভ করেন । অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ অলোক প্রামাণিককে গ্রেপ্তার করে । পরে আদালতে নিয়ে যাওয়া হয় । বিচারক ওই শিক্ষককে 19 জুন পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

অন্যদিকে খবরটি ছড়িয়ে পড়ায় সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে । গতকাল অলোক প্রামাণিকের ইস্তফার দাবি জানায় । ছাত্রদের দাবি, "এর আগেও ওই শিক্ষক এমন ঘটনা ঘটিয়েছে। স্কুলের সম্মান নষ্ট হচ্ছে । তাই অবিলম্বে তাঁকে বরখাস্ত করা হোক ।"

বনগাঁ, 10 জুন : সোশাল মিডিয়ায় ছাত্রীকে কুপ্রস্তাব পাঠানো শিক্ষককে বরখাস্তের দাবি উঠল । ধৃত শিক্ষক অলোক প্রামাণিকের ইস্তফার দাবিতে মঙ্গলবার একজোট হয়েছে বনগাঁ হাই স্কুলের ছাত্ররা । ইতিমধ্যে তারা গতকাল স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছে ।

এদিন ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক ছাড়াও বনগাঁ মহকুমার অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শকের কাছেও ওই একই দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় । সম্প্রতি বনগাঁ হাই স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক অলোক প্রামাণিক দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে সোশাল মিডিয়ার মাধ্যমে কুরুচিকর মেসেজ পাঠিয়েছিল । তাতে টাকা পয়সারও প্রস্তাব দিয়েছিল ।

ঘটনাটি জানাজানি হতেই, শনিবার বিকেলে ওই অভিযুক্ত শিক্ষকের বাড়ির সামনে বনগাঁর পূর্বপাড়ার বাসিন্দারা বিক্ষোভ করেন । অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ অলোক প্রামাণিককে গ্রেপ্তার করে । পরে আদালতে নিয়ে যাওয়া হয় । বিচারক ওই শিক্ষককে 19 জুন পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

অন্যদিকে খবরটি ছড়িয়ে পড়ায় সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে । গতকাল অলোক প্রামাণিকের ইস্তফার দাবি জানায় । ছাত্রদের দাবি, "এর আগেও ওই শিক্ষক এমন ঘটনা ঘটিয়েছে। স্কুলের সম্মান নষ্ট হচ্ছে । তাই অবিলম্বে তাঁকে বরখাস্ত করা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.