বারাসত, 22 এপ্রিল : কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা করলেন বীরেন্দ্র কুমার মোদি নামে এক ব্যক্তি । তাঁর বক্তব্য, রাহুল গান্ধির মন্তব্যে তিনি অপমানিত বোধ করেছেন ।
চলতি মাসের 13 তারিখ মহীশূরের কোলারে K R নগরে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধি । সেখানে তিনি বলেন, "আমার একটি প্রশ্ন আছে, কেন সমস্ত চোরেদের পদবি মোদি হয়?" সেইসঙ্গে নীরব মোদি, নরেন্দ্র মোদি ও ললিত মোদির নাম উল্লেখ করে রাহুল গান্ধি আরও বলেন, "এখন দেখার আরও ক'জন এই রকম মোদিরা সামনে আসেন?" বীরেন্দ্রবাবুর আইনজীবী অনির্বাণ বিশ্বাসের বক্তব্য, তাঁর মক্কেলেরও পদবি মোদি । তাই তিনি রাহুল গান্ধির এই মন্তব্যে অপমানিত বোধ করেছেন । ভারতীয় সংবিধান অনুযায়ী এইভাবে কোনও জাতি-ধর্ম-বর্ণকে অপমান করা যায় না । এই মর্মে আজ বীরেন্দ্রবাবু রাহুলের বিরুদ্ধে বারাসত আদালতে মানহানির মামলা দাখিল করেছেন ।
বীরেন্দ্রবাবুর বাড়ি উত্তর 24 পরগনার লেকটাউনে । তাঁর বক্তব্য, যাঁদের মোদি পদবি তাঁদের সকলকেই অপমান করেছেন রাহুল গান্ধি । তিনি (case 666/2019) IPC 500 ধারায় বারাসত আদালতে এই মামলা করেছেন । আইনজীবী অনির্বাণ বিশ্বাস বলেন, মামলার পরবর্তী শুনানি 20 মে ।